ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ারা জারির আদেশ দেয়ার পর পরই গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, তাকে রংপুর রেঞ্জে সংযুক্তির আদেশ দেয়ার পর কয়েকদিন আগে মোয়াজ্জেম হোসেন এখানে যোগদান করেছেন। এরপর তাকে ঢাকায় পুলিশ সদর দফতরে তলব করায় তিনি ঢাকায় গেছেন বলে শুনেছি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হবার বিষয়টি শুনেছেন জানিয়ে বলেন এ ব্যাপারে তাকে গ্রেফতার করার কাগজ তাদের কাছে আদালত থেকে আসেনি। তবে রংপুর ডিআইজি অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, দুদিন আগেও সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুরে দেখা গেছে। সম্ভবত গ্রেফতারি পরোয়ানা জারির পর গা ঢাকা দিয়েছেন তিনি।

তবে ডিআইজি অফিসের একজন কর্মকর্তা জানান গ্রেফতারি পরোয়ানার কাগজ আসলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে।

অন্যদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার মুখপাত্র সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করার কোন কাগজপত্র এখনও এসে পৌঁছেনি ফলে এ ব্যাপারে এই মুহূর্তে তাদের কিছুই করার নেই।

সার্বিক বিষয়ে জানতে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন রংপুর রেঞ্জে যোগদান করেছেন তবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে কোন খবর তার জানা নেই বলে জানান।

মঙ্গলবার, ২৮ মে ২০১৯ , ১৪ জৈষ্ঠ্য ১৪২৫, ২২ রমজান ১৪৪০

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

লিয়াকত আলী বাদল, রংপুর

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে সাইবার ক্রাইম আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ারা জারির আদেশ দেয়ার পর পরই গ্রেফতার এড়াতে গা ঢাকা দিয়েছেন বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, তাকে রংপুর রেঞ্জে সংযুক্তির আদেশ দেয়ার পর কয়েকদিন আগে মোয়াজ্জেম হোসেন এখানে যোগদান করেছেন। এরপর তাকে ঢাকায় পুলিশ সদর দফতরে তলব করায় তিনি ঢাকায় গেছেন বলে শুনেছি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ হবার বিষয়টি শুনেছেন জানিয়ে বলেন এ ব্যাপারে তাকে গ্রেফতার করার কাগজ তাদের কাছে আদালত থেকে আসেনি। তবে রংপুর ডিআইজি অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা জানান, দুদিন আগেও সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুরে দেখা গেছে। সম্ভবত গ্রেফতারি পরোয়ানা জারির পর গা ঢাকা দিয়েছেন তিনি।

তবে ডিআইজি অফিসের একজন কর্মকর্তা জানান গ্রেফতারি পরোয়ানার কাগজ আসলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে।

অন্যদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার মুখপাত্র সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করার কোন কাগজপত্র এখনও এসে পৌঁছেনি ফলে এ ব্যাপারে এই মুহূর্তে তাদের কিছুই করার নেই।

সার্বিক বিষয়ে জানতে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্যের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন রংপুর রেঞ্জে যোগদান করেছেন তবে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বলে কোন খবর তার জানা নেই বলে জানান।