ট্রাক কেড়ে নিল এক অন্তঃসত্ত্বার প্রাণ

রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে ট্রাকের চাপায় সুমা আক্তার (৪০) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। গতকাল বেলা ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর স্বামীর নাম আসাদ। তারা কেরানীগঞ্জের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সুমা আক্তার পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আট মাসের অন্তসঃত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

নিহতের ছেলে মোহাম্মদ সুস্ময় বলেন, তারা কেরানীগঞ্জের জিন্দাপীর এলাকায় থাকেন। সকালে মা’সহ তারা দু’জন শ্যামপুর ইসলামী ব্যাংকে টাকা তুলতে যান। ব্যাংকের কাজ শেষে পোস্তগোলা ব্রিজের পাশের রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তার মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তার বাবা আসাদ মিয়া কুয়েতে থাকেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে শ্যামপুর থানার ওসি জানান, ট্রাকসহ চালাককে ধরতে অভিযান চলছে।

মঙ্গলবার, ২৮ মে ২০১৯ , ১৪ জৈষ্ঠ্য ১৪২৫, ২২ রমজান ১৪৪০

রাজধানীতে

ট্রাক কেড়ে নিল এক অন্তঃসত্ত্বার প্রাণ

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে ট্রাকের চাপায় সুমা আক্তার (৪০) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। গতকাল বেলা ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর স্বামীর নাম আসাদ। তারা কেরানীগঞ্জের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সুমা আক্তার পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আট মাসের অন্তসঃত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

নিহতের ছেলে মোহাম্মদ সুস্ময় বলেন, তারা কেরানীগঞ্জের জিন্দাপীর এলাকায় থাকেন। সকালে মা’সহ তারা দু’জন শ্যামপুর ইসলামী ব্যাংকে টাকা তুলতে যান। ব্যাংকের কাজ শেষে পোস্তগোলা ব্রিজের পাশের রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তার মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তার বাবা আসাদ মিয়া কুয়েতে থাকেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে শ্যামপুর থানার ওসি জানান, ট্রাকসহ চালাককে ধরতে অভিযান চলছে।