পুলিশকে ভয় দেখাতে গুলিস্তান ও মালিবাগে হামলা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান এডিশনাল আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন বাংলাদেশে জঙ্গিদের কোন কার্যক্রম নেই। কার্যক্রম না থাকলে ডোনাররা ফান্ড দেয় না। ফান্ড সংগ্রহ ও পুলিশকে ভয়ভীতি দেখানোই গুলিস্তান ও মালিবাগে পুলিশের ওপর হামলার লক্ষ্য বলে প্রাথমিকভাবে মনে করছি আমরা। গতকাল সকালে সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গুলিস্তান ও মালিবাগে পুলিশের ওপর হামলার ঘটনায় আলামত সংগ্রহ করে কাজ করছে সিআইডি। এই হামলার ধরণ দেখে কী মনে হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, পুলিশকে ভয়ভীতি দেখানোর জন্য ও মানসিকভাবে দুর্বল করতে এই হামলাগুলো করা হচ্ছে। জঙ্গি কার্যক্রমের সঙ্গে যারা জড়িত বাংলাদেশে দীর্ঘদিন তারা কোন তৎপরতা মিডিয়ায় আনতে পারে নাই। এ ধরনের ছোটখাট কাজ করে তারা আবার তাদের ডোনাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। গত ২৬ মে রোববার রাতে রাজধানীর মালিবাগ মোড়ে পাম্পের বিপরীতে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নারী পুলিশ সদস্যসহ মোট তিনজন আহত হন। ঘটনার পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ ঘটনার দায় স্বীকার করে।

শুক্রবার, ৩১ মে ২০১৯ , ১৭ জৈষ্ঠ্য ১৪২৫, ২৫ রমজান ১৪৪০

পুলিশকে ভয় দেখাতে গুলিস্তান ও মালিবাগে হামলা

নিজস্ব বার্তা পরিবেশক |

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান এডিশনাল আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন বাংলাদেশে জঙ্গিদের কোন কার্যক্রম নেই। কার্যক্রম না থাকলে ডোনাররা ফান্ড দেয় না। ফান্ড সংগ্রহ ও পুলিশকে ভয়ভীতি দেখানোই গুলিস্তান ও মালিবাগে পুলিশের ওপর হামলার লক্ষ্য বলে প্রাথমিকভাবে মনে করছি আমরা। গতকাল সকালে সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

গুলিস্তান ও মালিবাগে পুলিশের ওপর হামলার ঘটনায় আলামত সংগ্রহ করে কাজ করছে সিআইডি। এই হামলার ধরণ দেখে কী মনে হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, পুলিশকে ভয়ভীতি দেখানোর জন্য ও মানসিকভাবে দুর্বল করতে এই হামলাগুলো করা হচ্ছে। জঙ্গি কার্যক্রমের সঙ্গে যারা জড়িত বাংলাদেশে দীর্ঘদিন তারা কোন তৎপরতা মিডিয়ায় আনতে পারে নাই। এ ধরনের ছোটখাট কাজ করে তারা আবার তাদের ডোনাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। গত ২৬ মে রোববার রাতে রাজধানীর মালিবাগ মোড়ে পাম্পের বিপরীতে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নারী পুলিশ সদস্যসহ মোট তিনজন আহত হন। ঘটনার পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ ঘটনার দায় স্বীকার করে।