১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

ঈদের আগে ও পরে ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ঈদের আগে তিন দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে তবে পচনশীল দ্রব্য, গার্মেন্ট ও ওষুধবাহী যানবাহন যথারীতি চলবে বলেও জানান তিনি। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব সিদ্ধান্ত জানান।

বর্তমানে গ্যাস রেশনিংয়ের সুবিধার্থে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট সরকারি কোম্পানিগুলো। তবে যানজট নিরসন ও পরিবহনের ভোগান্তি কমানোর স্বার্থে সারা বছর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহের অনুরোধ জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নূর এ বিষয়ে বলেন, ঈদ সামনে রেখে সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের এই উদ্যোগ যাত্রীদের স্বস্তি দেবে। তিনি বলেন, এখন যেহেতু এলএনজি এসে গেছে এবং গ্যাসের সংকট কমে গেছে, তাই রেশনিং পদ্ধতিটা মনে হয় বন্ধ করা উচিত। কারণ অনেক সময় জ্বালানির অভাবে অনেক যানবাহন ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করতে গিয়ে রাস্তায় যানজটের সৃষ্টি করছে।

ঈদযাত্রা নিয়ে আশঙ্কা নেই : মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় যাত্রীদের চাপ কমাতে ধাপে ধাপে গার্মেন্ট ছুটি দেয়ার জন্য কারখানা মালিকদের বলা হয়েছে। বিজিএমইএ সভাপতির সঙ্গে কথা হয়েছে, যাতে ভিন্ন ভিন্ন দিনে ছুটির ব্যবস্থা করা হয়। সে ব্যাপারে মন্ত্রীকে তারা আশ্বস্ত করেছেন বলেও জানান কাদের। এবারের ঈদযাত্রা নিয়ে জনমনে সব শঙ্কা কেটে গেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এবারে ঈদযাত্রা নিয়ে আমার আশঙ্কা নেই। শঙ্কা, উদ্বেগ প্রতিবার যেমন জনমনে থাকে, সেটাও এবার কেটে গেছে। সড়ক পথে চলাচলের ব্যাপারে শৃঙ্খলাজনিত কোন সমস্যার উদ্ভব না হলে, পরিবহন শৃঙ্খলা মেনে চললে যানজট হওয়ার কোন কারণ নেই। তার দাবি, রাস্তা নিয়ে এখন আর কোন সমস্যা নেই। সমস্যা হচ্ছে রাস্তায় পরিবহনের শৃঙ্খলা নিয়ে। এই শৃঙ্খলা থাকলে স্বস্তিতে মানুষ বাড়ি-ঘরে যেতে পারবে এবং জনগণের ঈদ যাত্রা স্বস্তির হবে।

শুক্রবার, ৩১ মে ২০১৯ , ১৭ জৈষ্ঠ্য ১৪২৫, ২৫ রমজান ১৪৪০

ঈদের আগে-পরে

১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

নিজস্ব বার্তা পরিবেশক |

ঈদের আগে ও পরে ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ঈদের আগে তিন দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে তবে পচনশীল দ্রব্য, গার্মেন্ট ও ওষুধবাহী যানবাহন যথারীতি চলবে বলেও জানান তিনি। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব সিদ্ধান্ত জানান।

বর্তমানে গ্যাস রেশনিংয়ের সুবিধার্থে বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট সরকারি কোম্পানিগুলো। তবে যানজট নিরসন ও পরিবহনের ভোগান্তি কমানোর স্বার্থে সারা বছর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহের অনুরোধ জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনের সাধারণ সম্পাদক ফারহান নূর এ বিষয়ে বলেন, ঈদ সামনে রেখে সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের এই উদ্যোগ যাত্রীদের স্বস্তি দেবে। তিনি বলেন, এখন যেহেতু এলএনজি এসে গেছে এবং গ্যাসের সংকট কমে গেছে, তাই রেশনিং পদ্ধতিটা মনে হয় বন্ধ করা উচিত। কারণ অনেক সময় জ্বালানির অভাবে অনেক যানবাহন ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করতে গিয়ে রাস্তায় যানজটের সৃষ্টি করছে।

ঈদযাত্রা নিয়ে আশঙ্কা নেই : মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় যাত্রীদের চাপ কমাতে ধাপে ধাপে গার্মেন্ট ছুটি দেয়ার জন্য কারখানা মালিকদের বলা হয়েছে। বিজিএমইএ সভাপতির সঙ্গে কথা হয়েছে, যাতে ভিন্ন ভিন্ন দিনে ছুটির ব্যবস্থা করা হয়। সে ব্যাপারে মন্ত্রীকে তারা আশ্বস্ত করেছেন বলেও জানান কাদের। এবারের ঈদযাত্রা নিয়ে জনমনে সব শঙ্কা কেটে গেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এবারে ঈদযাত্রা নিয়ে আমার আশঙ্কা নেই। শঙ্কা, উদ্বেগ প্রতিবার যেমন জনমনে থাকে, সেটাও এবার কেটে গেছে। সড়ক পথে চলাচলের ব্যাপারে শৃঙ্খলাজনিত কোন সমস্যার উদ্ভব না হলে, পরিবহন শৃঙ্খলা মেনে চললে যানজট হওয়ার কোন কারণ নেই। তার দাবি, রাস্তা নিয়ে এখন আর কোন সমস্যা নেই। সমস্যা হচ্ছে রাস্তায় পরিবহনের শৃঙ্খলা নিয়ে। এই শৃঙ্খলা থাকলে স্বস্তিতে মানুষ বাড়ি-ঘরে যেতে পারবে এবং জনগণের ঈদ যাত্রা স্বস্তির হবে।