বড় সব ঈদ জামাতে থাকবে তিনস্তরের নিরাপত্তা

স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বড় বড় সব ঈদ জামাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, বড় বড় জামাতে সাদা পোশাকে, ইউনিফর্মে ও ছদ্মবেশে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। গতকাল দুপুরে রাজধানীর তেজগাঁও বিজ্ঞান কলেজে একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষকে ঈদসামগ্রী প্রদান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মালিবাগ ও পল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে, তাদের শিগগিরই শনাক্ত করে ধরা হবে। তাদের বিষয়ে তথ্য প্রকাশ করা হবে। তিনি বলেন, আপনাদের মাধ্যমে জঙ্গিদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা নাকি মুসলিমদের ভালো চায়, তারা নাকি মুসলিম। তাহলে কী করে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদ জামাতে জঙ্গি হামলা চালায় তারা? এটা কী ধরনের মুসলিমদের কাজ হতে পারে? এটা কখনও মুসলিমদের কাজ নয়। যারা ইসলামকে কালিমাযুক্ত করতে চায়, ইসলামের ভালো চায় না, তাদের প্রতিহত করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এ দেশের জনগণ তাদের চায় না, তাদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। তাই আমি মনে করি না কোন অঘটন ঘটবে। শিয়া ও আহমদিয়া সম্প্রদায় যদি কোথাও ঈদ জামাত আয়োজন করে, তাহলে তাদেরও নিরাপত্তা দেয়া হবে। মোট কথা, এ দেশের জনগণ কোন সহিংসতা চায় না। সবাই মিলেমিশে বসবাস করতে চায়। একে অন্যের বিপদে পাশে দাঁড়ায়।

জঙ্গিরা আবার সংঘটিত হচ্ছে কিনা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কখনও বলিনি তাদের মূল উৎপাটন করে শেষ করে ফেলেছি। তারা দেশি ও বিদেশি চক্র। তারা সব সময় চক্রান্তে লিপ্ত হয়। তবে তারা বড় ধরনের আক্রমণ করতে সক্ষম হবে না। এরপরও আমাদের গোয়েন্দারা সব সময় সজাগ রয়েছে। এবার সড়ক, মহাসড়কগুলোয় আগের তুলনায় ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার সড়কে কোথাও কোন প্রতিবন্ধকতা নেই। মানুষ ঢাকা থেকে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে।

ঈদে রাজধানীর নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ডিএমপি কমিশনার বলেছেন, তিনি নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। রাজধানীতে কোন অঘটন ঘটবে না। ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টি কমেছে। বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সবাই সতর্ক থাকলে আর কোন ঘটনা ঘটবে না।

শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের আয়োজনে সমাজের সুবিধাবঞ্চিত শিশু, নারী ও পুরুষদের ঈদের পোশাক ও ঈদসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান সভাপতিত্ব করেন।

সোমবার, ০৩ জুন ২০১৯ , ২০ জৈষ্ঠ্য ১৪২৫, ২৮ রমজান ১৪৪০

বড় সব ঈদ জামাতে থাকবে তিনস্তরের নিরাপত্তা

স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

দেশের বড় বড় সব ঈদ জামাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, বড় বড় জামাতে সাদা পোশাকে, ইউনিফর্মে ও ছদ্মবেশে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। গতকাল দুপুরে রাজধানীর তেজগাঁও বিজ্ঞান কলেজে একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষকে ঈদসামগ্রী প্রদান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মালিবাগ ও পল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে, তাদের শিগগিরই শনাক্ত করে ধরা হবে। তাদের বিষয়ে তথ্য প্রকাশ করা হবে। তিনি বলেন, আপনাদের মাধ্যমে জঙ্গিদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা নাকি মুসলিমদের ভালো চায়, তারা নাকি মুসলিম। তাহলে কী করে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদ জামাতে জঙ্গি হামলা চালায় তারা? এটা কী ধরনের মুসলিমদের কাজ হতে পারে? এটা কখনও মুসলিমদের কাজ নয়। যারা ইসলামকে কালিমাযুক্ত করতে চায়, ইসলামের ভালো চায় না, তাদের প্রতিহত করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এ দেশের জনগণ তাদের চায় না, তাদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। তাই আমি মনে করি না কোন অঘটন ঘটবে। শিয়া ও আহমদিয়া সম্প্রদায় যদি কোথাও ঈদ জামাত আয়োজন করে, তাহলে তাদেরও নিরাপত্তা দেয়া হবে। মোট কথা, এ দেশের জনগণ কোন সহিংসতা চায় না। সবাই মিলেমিশে বসবাস করতে চায়। একে অন্যের বিপদে পাশে দাঁড়ায়।

জঙ্গিরা আবার সংঘটিত হচ্ছে কিনা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কখনও বলিনি তাদের মূল উৎপাটন করে শেষ করে ফেলেছি। তারা দেশি ও বিদেশি চক্র। তারা সব সময় চক্রান্তে লিপ্ত হয়। তবে তারা বড় ধরনের আক্রমণ করতে সক্ষম হবে না। এরপরও আমাদের গোয়েন্দারা সব সময় সজাগ রয়েছে। এবার সড়ক, মহাসড়কগুলোয় আগের তুলনায় ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার সড়কে কোথাও কোন প্রতিবন্ধকতা নেই। মানুষ ঢাকা থেকে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে।

ঈদে রাজধানীর নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ডিএমপি কমিশনার বলেছেন, তিনি নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। রাজধানীতে কোন অঘটন ঘটবে না। ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টি কমেছে। বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সবাই সতর্ক থাকলে আর কোন ঘটনা ঘটবে না।

শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের আয়োজনে সমাজের সুবিধাবঞ্চিত শিশু, নারী ও পুরুষদের ঈদের পোশাক ও ঈদসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান সভাপতিত্ব করেন।