আজ খুলছে অফিস

ঈদুল ফিতরের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস, আদালত ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। খুলছে অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও। ঢাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও খুলতে শুরু করেছে। এবার ঈদে ৪ থেকে ৮ জুন টানা পাঁচদিন ছুটি কাটায় সরকারি কর্মীরা।

গত বুধবার সারাদেশে পালিত হয় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এজন্য মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪, ৫ ও ৬ জুন) ছিল ঈদুল ফিতরের সরকারি ছুটি। ঈদের তিনদিনের পর শুক্রবার ও গতকাল শনিবার (৭ ও ৮ জুন) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরীজীবরা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পান।

গতকাল শেষ হয় টানা পাঁচদিনের ছুটি। এর ফলে আজ থেকে আবার কর্মচঞ্চল হবে অফিসপাড়া। খুলছে সরকারি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়ি গিয়েছিলেন তারা এখন কর্মস্থল রাজধানীমুখী হতে শুরু করেছেন। ফলে গতকাল থেকে শুরু হয় ঢাকামুখী যাত্রীদের চাপ। রাজধানীমুখী সড়ক পরিবহন এবং ট্রেন ও লঞ্চেও গতকাল উপচেপড়া ভিড় দেখা যায়। অনেকে বিমানে করে রাজধানীতে ফিরছেন।

বিগত সময়ে ঈদ উৎসবের সময় দেখা যায়, ছুটির পর অফিসপাড়া মতিঝিল ও সারাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথম দিন সাধারণ কাটে অনেকটা ঢিমেতালে। অধিকাংশ প্রতিষ্ঠানেই কাজের তেমন চাপ ও তাড়া থাকে না। এদিন সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়, গল্পগুজব করেই সাধারণত দিন কাটান কর্মকর্তা-কর্মচারীরা। মতিঝিল ব্যাংকপাড়ায়ও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।

গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে এবার ঢাকা ছাড়ে অসংখ্য মানুষ। এজন্য ব্যস্ততম ও যানজটের রাজধানী গতকালও ছিল অনেকটায় ফাঁকা। ঈদের পরের দিন বৃহস্পতিবার থেকেই ফের গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। পাঁচদিনের টানা ছুটির সঙ্গে বাড়তি বা ঐচ্ছিুক ছুটি না নেয়া চাকরিজীবীরা মূলত অফিস করার জন্য গতকালই ঢাকায় এসে উপস্থিত হয়। তবে কেউ কেউ আজ সকাল নাগাদ পৌঁছে অফিসে যোগদান করবেন।

ছুটি শেষে বাসে করে সাতক্ষীরা থেকে গতকাল ঢাকায় ফেরেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ছুটি শেষ হয়েছে; এজন্য আজ ঢাকায় এসেছি। আগামীকাল অফিস করবো।’ এবার ঢাকায় ফিরতে তেমন কোন সমস্যা হয়নি জানিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘গাড়ির কিছুটা সংকট রয়েছে। কারণ বেশির ভাগ গাড়িই এখন রাজধানীমুখী।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দূর-দূরান্তে গ্রামের বাড়ি ঈদ উৎসব করতে যাওয়া অনেকেই আজ অফিসে যোগ দিতে পারবেন না। কারণ এসব সরকারি কর্মী পাঁচদিনের টানা ছুটির সঙ্গে দু’একদিনের ঐচ্ছিক ছুটিও নিয়েছেন। রোববার প্রথম সরকারি অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। ঈদের আমেজ থাকবে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসে। পুরোদমে সরকারি অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান শুরু হতে আরও কয়েকদিন লাগবে।

রবিবার, ০৯ জুন ২০১৯ , ২৬ জৈষ্ঠ্য ১৪২৫, ৫ শাওয়াল ১৪৪০

ঈদের ছুটি শেষ

আজ খুলছে অফিস

নিজস্ব বার্তা পরিবেশক

ঈদুল ফিতরের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস, আদালত ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। খুলছে অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও। ঢাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোও খুলতে শুরু করেছে। এবার ঈদে ৪ থেকে ৮ জুন টানা পাঁচদিন ছুটি কাটায় সরকারি কর্মীরা।

গত বুধবার সারাদেশে পালিত হয় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এজন্য মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪, ৫ ও ৬ জুন) ছিল ঈদুল ফিতরের সরকারি ছুটি। ঈদের তিনদিনের পর শুক্রবার ও গতকাল শনিবার (৭ ও ৮ জুন) সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরীজীবরা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ পান।

গতকাল শেষ হয় টানা পাঁচদিনের ছুটি। এর ফলে আজ থেকে আবার কর্মচঞ্চল হবে অফিসপাড়া। খুলছে সরকারি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। ঈদের ছুটিতে যারা গ্রামের বাড়ি গিয়েছিলেন তারা এখন কর্মস্থল রাজধানীমুখী হতে শুরু করেছেন। ফলে গতকাল থেকে শুরু হয় ঢাকামুখী যাত্রীদের চাপ। রাজধানীমুখী সড়ক পরিবহন এবং ট্রেন ও লঞ্চেও গতকাল উপচেপড়া ভিড় দেখা যায়। অনেকে বিমানে করে রাজধানীতে ফিরছেন।

বিগত সময়ে ঈদ উৎসবের সময় দেখা যায়, ছুটির পর অফিসপাড়া মতিঝিল ও সারাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথম দিন সাধারণ কাটে অনেকটা ঢিমেতালে। অধিকাংশ প্রতিষ্ঠানেই কাজের তেমন চাপ ও তাড়া থাকে না। এদিন সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়, গল্পগুজব করেই সাধারণত দিন কাটান কর্মকর্তা-কর্মচারীরা। মতিঝিল ব্যাংকপাড়ায়ও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।

গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে এবার ঢাকা ছাড়ে অসংখ্য মানুষ। এজন্য ব্যস্ততম ও যানজটের রাজধানী গতকালও ছিল অনেকটায় ফাঁকা। ঈদের পরের দিন বৃহস্পতিবার থেকেই ফের গ্রাম থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। পাঁচদিনের টানা ছুটির সঙ্গে বাড়তি বা ঐচ্ছিুক ছুটি না নেয়া চাকরিজীবীরা মূলত অফিস করার জন্য গতকালই ঢাকায় এসে উপস্থিত হয়। তবে কেউ কেউ আজ সকাল নাগাদ পৌঁছে অফিসে যোগদান করবেন।

ছুটি শেষে বাসে করে সাতক্ষীরা থেকে গতকাল ঢাকায় ফেরেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ছুটি শেষ হয়েছে; এজন্য আজ ঢাকায় এসেছি। আগামীকাল অফিস করবো।’ এবার ঢাকায় ফিরতে তেমন কোন সমস্যা হয়নি জানিয়ে রফিকুল ইসলাম বলেন, ‘গাড়ির কিছুটা সংকট রয়েছে। কারণ বেশির ভাগ গাড়িই এখন রাজধানীমুখী।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দূর-দূরান্তে গ্রামের বাড়ি ঈদ উৎসব করতে যাওয়া অনেকেই আজ অফিসে যোগ দিতে পারবেন না। কারণ এসব সরকারি কর্মী পাঁচদিনের টানা ছুটির সঙ্গে দু’একদিনের ঐচ্ছিক ছুটিও নিয়েছেন। রোববার প্রথম সরকারি অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। ঈদের আমেজ থাকবে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসে। পুরোদমে সরকারি অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান শুরু হতে আরও কয়েকদিন লাগবে।