ব্রিস্টলে সূর্যের হাসিতে টাইগারদের অনুশীলন

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে সোমবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে অনুশীলন করল টাইগাররা। গত দুই ম্যাচের আগে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। তাই অনুশীলন করতে না পারার আক্ষেপ ছিল মাশরাফির দলের। তবে ব্রিস্টলে রোববার পা রেখে হতাশই হয়েছিল বাংলাদেশ। কারণ দুপুরের পর থেকে অবিরামভাবে আকাশ থেকে ঝড়েছে বৃষ্টি। আজ ব্রিস্টলের সকাল থেকেই সূর্যের দেখা মেলে। এতে চনমনে হয়ে উঠে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সম্ভব হয়নি। কেনিংটন ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ও কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগের দিন অঝোর ধারায় ধরেছে বৃষ্টি। তাই অনুশীলনও পরিত্যক্ত হয়, বাধ্য হয়ে ইনডোরে ঘাম ঝড়ায় দল। কিন্তু ইনডোর, আর আউটডোরে অনুশীলন করার পার্থক্য অনেকটা পানি-তেলের মিশতে না পারার মত। গতকাল সূর্যের হাসিতে পিচের পাশে তিন নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছে বাংলাদেশ। ফিল্ডিং অনুশীলন ছিল প্রায় তিন ঘণ্টার অনুশীলনে। রান খরায় থাকা তামিম ইকবালকে নেটে বেশি সময় ব্যয় করতে দেখা গেছে। নেটে ছিলেন সৌম্য, মুশফিক-মাহমুদুল্লাহরাও। বল হাতে নেটে দীর্ঘক্ষণ ঘাম ঝড়িয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমানও। অনুশীলন শেষে মঙ্গলবারের ম্যাচ নিয়ে টিম মিটিংও সাড়ে টাইগাররা। বাসস/ওয়েবসাইট।

আরও খবর
কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধিসহ অগ্রাধিকার পাচ্ছে পাঁচ বিষয়
বাজেট অধিবেশন আজ শুরু
বৃষ্টির শঙ্কা নিয়ে ব্রিস্টলে আজ বাংলা-লঙ্কা মুখোমুখি
ব্রিস্টলই কি স্বরূপে ফেরাবে মাশরাফিকে!
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেফতার
রাজধানীর ৯৩ শতাংশ ফার্মেসিতেই মেয়াদোত্তীর্ণ ওষুধ
দুদক পরিচালক বাছির সাময়িক বরখাস্ত
সড়ক দুর্ঘটনায় ১৪২ জন নিহত
এবার সড়কে দুর্ঘটনা কম মৃত্যু বেশি
১৮ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ আরব আমিরাতের
অভিযোগপত্র আদালতে গ্রহণ : শুনানি ২০ জুন
একদিনে সড়কে ঝরল আরও ৭ প্রাণ
বন্দুকযুদ্ধে নিহত সাইফুল বিতর্কিত বদির ভাইদের কথাও বলে গেছে
প্রথম পর্যায়ে মনোনীত ১৩ লাখ ১৮,৮৬৬ শিক্ষার্থী

মঙ্গলবার, ১১ জুন ২০১৯ , ২৮ জৈষ্ঠ্য ১৪২৫, ৭ শাওয়াল ১৪৪০

ব্রিস্টলে সূর্যের হাসিতে টাইগারদের অনুশীলন

সংবাদ স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে সোমবার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে অনুশীলন করল টাইগাররা। গত দুই ম্যাচের আগে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। তাই অনুশীলন করতে না পারার আক্ষেপ ছিল মাশরাফির দলের। তবে ব্রিস্টলে রোববার পা রেখে হতাশই হয়েছিল বাংলাদেশ। কারণ দুপুরের পর থেকে অবিরামভাবে আকাশ থেকে ঝড়েছে বৃষ্টি। আজ ব্রিস্টলের সকাল থেকেই সূর্যের দেখা মেলে। এতে চনমনে হয়ে উঠে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সম্ভব হয়নি। কেনিংটন ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে ও কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগের দিন অঝোর ধারায় ধরেছে বৃষ্টি। তাই অনুশীলনও পরিত্যক্ত হয়, বাধ্য হয়ে ইনডোরে ঘাম ঝড়ায় দল। কিন্তু ইনডোর, আর আউটডোরে অনুশীলন করার পার্থক্য অনেকটা পানি-তেলের মিশতে না পারার মত। গতকাল সূর্যের হাসিতে পিচের পাশে তিন নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছে বাংলাদেশ। ফিল্ডিং অনুশীলন ছিল প্রায় তিন ঘণ্টার অনুশীলনে। রান খরায় থাকা তামিম ইকবালকে নেটে বেশি সময় ব্যয় করতে দেখা গেছে। নেটে ছিলেন সৌম্য, মুশফিক-মাহমুদুল্লাহরাও। বল হাতে নেটে দীর্ঘক্ষণ ঘাম ঝড়িয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমানও। অনুশীলন শেষে মঙ্গলবারের ম্যাচ নিয়ে টিম মিটিংও সাড়ে টাইগাররা। বাসস/ওয়েবসাইট।