বাজেট পেশ কাল : পাস ৩০ জুন

একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশন গতকাল শুরু হয়েছে। চলবে ১১ জুলাই পর্যন্ত। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার এ অধিবেশনেই তাদের প্রথম বাজেট পেশ করবে। গতকাল অধিবেশন শুরুর দিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাসহ অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্য সংসদে উপস্থিত ছিলেন। এ অধিবেশনেই আগামীকাল অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করবেন এবং বাজেটের উপর আলোচনা শেষে আগামী ৩০ জুন তা পাস হওয়ার কথা রয়েছে।

অধিবেশনের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী সব সংসদ সদস্য ও দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাজেট অধিবেশন খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যরা সরকারি আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুচিন্তিত মতামত দিয়ে বাজেটকে আরও বাস্তবমুখী করার ওপর আলোচনা করবেন। অধিবেশনের শুরুতে সংসদে পাঁচ সদস্যের সভাপতিম-লীর মনোনয়ন দেয়া হয় এবং উত্থাপিত শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কার্যউপদেষ্টা কমিটির বৈঠক : অধিবেশন শুরুর আগে বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে অধিবেশন ১১ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। প্রয়োজনে এ সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন বলেও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মো. ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ এবং নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বৈঠকের কার্যপত্র উপস্থাপন করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। ১৪ ও ১৫ জুন দুইদিন বন্ধ থাকার পর ১৬ জুন সম্পূরক বাজেটের উপর আলোচনা শুরু হবে। ১৭ জুন সম্পূরক বাজেট পাস করা হবে। ১৮ জুন হতে বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হবে। আগামী ২২ ও ২৯ জুন এই দুই শনিবার অধিবেশন কার্যক্রম চলবে। ৩০ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস করা হবে। এরপর ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত অধিবেশন বন্ধ থাকবে। ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত এ অধিবেশন চলবে। প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে।

সভায় জানানো হয়, একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদে উত্থাপনের জন্য কোন সরকারি বিলের নোটিস পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন ৩টি সরকারি বিল পাসের জন্য কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বেসরকারি সদস্যদের কাছ হতে কোন বিলের নোটিশ পাওয়া যায়নি। পূর্বে প্রাপ্ত ও অনিষ্পন্ন ১টি বেসরকারি বিল রয়েছে। এ অধিবেশনের জন্য এ পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্য ৮৩টি ও সাধারণ প্রশ্ন ১ হাজার ৮৫১টিসহ প্রাপ্ত মোট প্রশ্নের সংখ্যা ১ হাজার ৯৩৪টি। এছাড়া ১৭০টি সিদ্ধান্ত প্রস্তাব (বিধি ১৩১) ও ৪৭টি মনোযোগ আর্কষণের নোটিশ (বিধি ৭১) পাওয়া গেছে।

সভাপতিম-লীর সদস্য মনোনয়ন : এর আগে অধিবেশনের সভাপতিম-লীর সদস্য মনোনয়ন দেয়া হয়। যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন। সভাপতিম-লীর সদস্যরা হলেন- মেজর (অব.) রফিকুল ইসলাম, এ বি তাজুল ইসলাম, হাবিবে মিল্লাত, কাজী ফিরোজ রশিদ ও মেহের আফরোজ চুমকি। তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।

সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত : সংসদে উত্থাপতি শোকপ্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন। যাদের নামে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে তারা হলেন, সাবেক সংসদ সদস্য এবিএম তালেব আলী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল হক, সাবেক সংসদ সদস্য আবদুল আলী মৃধা, মো. আবদুল মজিদ মাস্টার ও এ.কে.এম বজলুল করিম। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ভাসুর রফিক আহমেদ সিদ্দিক, বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমেদ, একুশে প্রদকপ্রাপ্ত বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী, একুশে প্রদকপ্রাপ্ত কবি হায়াৎ সাইফ, একুশে প্রদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন, কঙ্গোয় জাতিসংঘ মিশনে সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত আইজি রৌশন আরা, বিশিষ্ট কৌতুক অভিনেতা আনিসুর রহমান, অভিনেতা সালেহ আহমেদ, এবং অভিনেত্রী মায়া ঘোষের মৃত্যুতে সংসদ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া ঘূর্ণিঝড় ফণীর আঘাতে, রাশিয়ায় বিমান দুর্ঘটনায় এবং দেশ-বিদেশে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে সংসদ থেকে গভীর শোক প্রকাশ, সব বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকাসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়। সংসদে মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের ফরিদুল হক খান।

২০১৯-২০ অর্থবছরের বাজেট : আগামীকাল অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সংসদে ২০১৯-২০ অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাবনা উত্থাপন করবেন। এবারের বাজেটের আকার হবে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকারও বেশি। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। এবারও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বাজেট উপস্থাপন ও বক্তৃতা করবেন অর্থমন্ত্রী। এবার তার সঙ্গে যুক্ত হবে একটি ভিডিওচিত্র। ওই ভিডিওচিত্রে বর্তমান সরকারের সামগ্রিক সাফল্য তুলে ধরা হবে। সংশ্লিষ্টরা জানান, বাজেট সংসদে উপস্থাপনের আগে তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন নেয়া হবে। মন্ত্রিসভার বৈঠক সংসদ ভবনে হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। এই দিন সংসদ ভবনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। তিনি অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুনবেন। সংসদে উত্থাপিত প্রস্তাবনা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন পাস হবে। এরআগে চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট পাস হবে।

image
আরও খবর
সামষ্টিক অর্থনীতি চাপের মুখে
আরও আড়াই লাখ টন ধান কিনবে সরকার
ব্রিস্টলে বৃষ্টিতে ভাসল বাংলাদেশের আশা
ম্যাচ না হওয়ায় খুবই হতাশ বাংলাদেশ কোচ
গ্রামীণ জীবনে শহরের সুবিধা দিতে থাকবে দিকনির্দেশনা
খেলাপি ঋণের অর্ধেকের বেশি রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের
তদন্ত কর্মকর্তার দুর্নীতির দায় এড়াতে পারে না দুদক
ধর্ষণের শিকার নারী ও শিশুদের পুনর্বাসন নীতিমালা তৈরিতে রুল
প্রাণ ও ড্যানিশসহ ১৮ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
সব রেকর্ড আছে, কমিশন ডাকলে পেশ করব -ডিআইজি মিজান
স্কুলছাত্রী জান্নাতিকে পুড়িয়ে হত্যায় থানায় মামলা হয়নি
ওসি মোয়াজ্জেম ঢাকায় লুকিয়ে আছে
বাড়তি ভাড়াসহ নানা দুর্ভোগ নিয়েই ঢাকা ফিরছে মানুষ

বুধবার, ১২ জুন ২০১৯ , ২৯ জৈষ্ঠ্য ১৪২৫, ৮ শাওয়াল ১৪৪০

বাজেট পেশ কাল : পাস ৩০ জুন

সংসদ বার্তা পরিবেশক

image

একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশন গতকাল শুরু হয়েছে। চলবে ১১ জুলাই পর্যন্ত। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার এ অধিবেশনেই তাদের প্রথম বাজেট পেশ করবে। গতকাল অধিবেশন শুরুর দিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাসহ অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্য সংসদে উপস্থিত ছিলেন। এ অধিবেশনেই আগামীকাল অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করবেন এবং বাজেটের উপর আলোচনা শেষে আগামী ৩০ জুন তা পাস হওয়ার কথা রয়েছে।

অধিবেশনের শুরুতেই স্পিকার শিরীন শারমিন চৌধুরী সব সংসদ সদস্য ও দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাজেট অধিবেশন খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যরা সরকারি আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সুচিন্তিত মতামত দিয়ে বাজেটকে আরও বাস্তবমুখী করার ওপর আলোচনা করবেন। অধিবেশনের শুরুতে সংসদে পাঁচ সদস্যের সভাপতিম-লীর মনোনয়ন দেয়া হয় এবং উত্থাপিত শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কার্যউপদেষ্টা কমিটির বৈঠক : অধিবেশন শুরুর আগে বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে অধিবেশন ১১ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। প্রয়োজনে এ সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন বলেও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া কমিটির সদস্য রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মো. ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ এবং নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বৈঠকের কার্যপত্র উপস্থাপন করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। ১৪ ও ১৫ জুন দুইদিন বন্ধ থাকার পর ১৬ জুন সম্পূরক বাজেটের উপর আলোচনা শুরু হবে। ১৭ জুন সম্পূরক বাজেট পাস করা হবে। ১৮ জুন হতে বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হবে। আগামী ২২ ও ২৯ জুন এই দুই শনিবার অধিবেশন কার্যক্রম চলবে। ৩০ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস করা হবে। এরপর ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত অধিবেশন বন্ধ থাকবে। ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত এ অধিবেশন চলবে। প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে।

সভায় জানানো হয়, একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদে উত্থাপনের জন্য কোন সরকারি বিলের নোটিস পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন ৩টি সরকারি বিল পাসের জন্য কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। বেসরকারি সদস্যদের কাছ হতে কোন বিলের নোটিশ পাওয়া যায়নি। পূর্বে প্রাপ্ত ও অনিষ্পন্ন ১টি বেসরকারি বিল রয়েছে। এ অধিবেশনের জন্য এ পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্য ৮৩টি ও সাধারণ প্রশ্ন ১ হাজার ৮৫১টিসহ প্রাপ্ত মোট প্রশ্নের সংখ্যা ১ হাজার ৯৩৪টি। এছাড়া ১৭০টি সিদ্ধান্ত প্রস্তাব (বিধি ১৩১) ও ৪৭টি মনোযোগ আর্কষণের নোটিশ (বিধি ৭১) পাওয়া গেছে।

সভাপতিম-লীর সদস্য মনোনয়ন : এর আগে অধিবেশনের সভাপতিম-লীর সদস্য মনোনয়ন দেয়া হয়। যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বৈঠক পরিচালনা করবেন। সভাপতিম-লীর সদস্যরা হলেন- মেজর (অব.) রফিকুল ইসলাম, এ বি তাজুল ইসলাম, হাবিবে মিল্লাত, কাজী ফিরোজ রশিদ ও মেহের আফরোজ চুমকি। তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।

সর্বসম্মতিক্রমে শোকপ্রস্তাব গৃহীত : সংসদে উত্থাপতি শোকপ্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গতকাল সংসদে শোকপ্রস্তাব উত্থাপন করেন। যাদের নামে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে তারা হলেন, সাবেক সংসদ সদস্য এবিএম তালেব আলী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার আমিনুল হক, সাবেক সংসদ সদস্য আবদুল আলী মৃধা, মো. আবদুল মজিদ মাস্টার ও এ.কে.এম বজলুল করিম। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ভাসুর রফিক আহমেদ সিদ্দিক, বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমেদ, একুশে প্রদকপ্রাপ্ত বরেণ্য সংগীত শিল্পী সুবীর নন্দী, একুশে প্রদকপ্রাপ্ত কবি হায়াৎ সাইফ, একুশে প্রদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন, কঙ্গোয় জাতিসংঘ মিশনে সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত আইজি রৌশন আরা, বিশিষ্ট কৌতুক অভিনেতা আনিসুর রহমান, অভিনেতা সালেহ আহমেদ, এবং অভিনেত্রী মায়া ঘোষের মৃত্যুতে সংসদ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া ঘূর্ণিঝড় ফণীর আঘাতে, রাশিয়ায় বিমান দুর্ঘটনায় এবং দেশ-বিদেশে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণে সংসদ থেকে গভীর শোক প্রকাশ, সব বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং শোকাসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়। সংসদে মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সরকারি দলের ফরিদুল হক খান।

২০১৯-২০ অর্থবছরের বাজেট : আগামীকাল অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সংসদে ২০১৯-২০ অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাবনা উত্থাপন করবেন। এবারের বাজেটের আকার হবে ৫ লাখ ২৩ হাজার কোটি টাকারও বেশি। যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট। এবারও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বাজেট উপস্থাপন ও বক্তৃতা করবেন অর্থমন্ত্রী। এবার তার সঙ্গে যুক্ত হবে একটি ভিডিওচিত্র। ওই ভিডিওচিত্রে বর্তমান সরকারের সামগ্রিক সাফল্য তুলে ধরা হবে। সংশ্লিষ্টরা জানান, বাজেট সংসদে উপস্থাপনের আগে তা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন নেয়া হবে। মন্ত্রিসভার বৈঠক সংসদ ভবনে হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। এই দিন সংসদ ভবনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। তিনি অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুনবেন। সংসদে উত্থাপিত প্রস্তাবনা নিয়ে দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন পাস হবে। এরআগে চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট পাস হবে।