ভারত-নিউজিল্যান্ড ম্যাচও পরিত্যক্ত

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠানরত এবারের ক্রিকেট বিশ্বকাপ শুরু থেকেই পড়েছে বৃষ্টির কবলে। অনেকটা বৃষ্টির শঙ্কা নিয়েই আসলে শুরু হয়েছিল চলতি আসর। বৃষ্টির বাগড়ায় সর্বশেষ নটিংহামে পরিত্যক্ত হয়েছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। এর মধ্য দিয়ে চারটা ম্যাচ পরিত্যক্ত হলো বৈরী আবহাওয়ায়। যা কিনা, এক টুর্নামেন্টে ইতিমধ্যে সর্বোচ্চ পরিত্যক্ত হওয়া ম্যাচের রেকর্ডে নাম লিখিয়েছে। এ রকম একটা পরিবেশে ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজন নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পড়েছে সমালোচনার মধ্যে। আন্তর্জাতিক মিডিয়ামুখর হয়েছে আইসিসির এহেন সিদ্ধান্তে। বলা হচ্ছে, অন্তত পাঁচ-ছয়টা ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হলে বা রিজার্ভ ডে রাখা হলে এ রকম বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হতো না।

বিশ্বকাপের ফিক্সচার চূড়ান্ত হওয়ার সময়েই নটিংহামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের দিনে বৃষ্টিভেজা আবহাওয়ার পূর্বাভাস ছিল। আবহাওয়া দফতরের ভবিষ্যদ্বাণী যে সত্য হয়েছে তা নতুন করে বলার প্রয়োজন নেই। তবে ক্রিকেটপাগল দর্শকরা মাঠে এসেছিলেন ঠিকই। তারা ফিরেছেন বৃষ্টিভেজা হয়েই। টানা বৃষ্টির কারণে দফায় দফায় টস বিলম্বিত হচ্ছিল। কিন্তু পরিস্থিতি এতটাই বাজে আকার ধারণ করে যে, নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ম্যাচ অফিসিয়ালরা খেলাটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। এই সিদ্ধান্তের ফলে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। প্রত্যেকেই একটি করে পয়েন্ট পেয়েছে।

বাজে আবহাওয়ার কারণে ক্রিকেট ভক্তরা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দুটো দলের খেলা থেকে বঞ্চিত হলেন, যারা কিনা চলতি আসরে এখন পর্যন্ত পরাজয়ের স্বাদ পায়নি। কিউইরা নিজেদের প্রথম তিনটা ম্যাচে শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে। দেরিতে বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচ শুরু করা ভারত জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

পয়েন্ট ভাগাভাগির পর চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড, তিন খেলায় পাঁচ পয়েন্ট নিয়ে ভারত আছে চতুর্থ স্থানে।

বিশ্বকাপের জন্য সবচেয়ে বাজে খবর হলো আগামী রোববার ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান মহারণেও বৃষ্টিবাগড়া দেবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

উল্লেখ করা যেতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা, পাকিস্তান-শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

আরও খবর
বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ
সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে
৪৮ বছরে বাজেট বেড়েছে ৬৬৬ গুণ
সঠিক সময়ে রাজস্ব আদায়ই বড় চ্যালেঞ্জ
আ’লীগের ইশতেহার অনুযায়ী সুনির্দিষ্ট পদক্ষেপ নেই
বাজেট বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ
প্রস্তাবিত বাজেটে নতুন কিছু নেই
দেড় হাজার কোটি টাকা বরাদ্দ বেড়েছে
জননিরাপত্তায় ব্যয় ২১ হাজার ৯২৩ কোটি ১৭ লাখ 
করমুক্ত আয়সীমা আগের মতোই
আবারও এমপিওভুক্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষা খাতে বরাদ্দ ৬১ হাজার ১১৮ কোটি টাকা
স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে
বড় দলের বিপক্ষে লড়াই করার সামর্থ্য আছে বাংলাদেশের : কোচ রোডস
পরিবহন ও যোগাযোগে বরাদ্দ ৬৪ হাজার ৮২০ কোটি টাকা
তিন মোড়ল ছাড়া বাকি দেশগুলোর প্রতি কোন দায়দায়িত্ব বোধ আছে মনে করে না আইসিসি

শুক্রবার, ১৪ জুন ২০১৯ , ২৯ জৈষ্ঠ্য ১৪২৫, ১০ শাওয়াল ১৪৪০

ভারত-নিউজিল্যান্ড ম্যাচও পরিত্যক্ত

বিশেষ প্রতিনিধি

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠানরত এবারের ক্রিকেট বিশ্বকাপ শুরু থেকেই পড়েছে বৃষ্টির কবলে। অনেকটা বৃষ্টির শঙ্কা নিয়েই আসলে শুরু হয়েছিল চলতি আসর। বৃষ্টির বাগড়ায় সর্বশেষ নটিংহামে পরিত্যক্ত হয়েছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ। এর মধ্য দিয়ে চারটা ম্যাচ পরিত্যক্ত হলো বৈরী আবহাওয়ায়। যা কিনা, এক টুর্নামেন্টে ইতিমধ্যে সর্বোচ্চ পরিত্যক্ত হওয়া ম্যাচের রেকর্ডে নাম লিখিয়েছে। এ রকম একটা পরিবেশে ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজন নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পড়েছে সমালোচনার মধ্যে। আন্তর্জাতিক মিডিয়ামুখর হয়েছে আইসিসির এহেন সিদ্ধান্তে। বলা হচ্ছে, অন্তত পাঁচ-ছয়টা ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হলে বা রিজার্ভ ডে রাখা হলে এ রকম বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হতো না।

বিশ্বকাপের ফিক্সচার চূড়ান্ত হওয়ার সময়েই নটিংহামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের দিনে বৃষ্টিভেজা আবহাওয়ার পূর্বাভাস ছিল। আবহাওয়া দফতরের ভবিষ্যদ্বাণী যে সত্য হয়েছে তা নতুন করে বলার প্রয়োজন নেই। তবে ক্রিকেটপাগল দর্শকরা মাঠে এসেছিলেন ঠিকই। তারা ফিরেছেন বৃষ্টিভেজা হয়েই। টানা বৃষ্টির কারণে দফায় দফায় টস বিলম্বিত হচ্ছিল। কিন্তু পরিস্থিতি এতটাই বাজে আকার ধারণ করে যে, নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ম্যাচ অফিসিয়ালরা খেলাটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। এই সিদ্ধান্তের ফলে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। প্রত্যেকেই একটি করে পয়েন্ট পেয়েছে।

বাজে আবহাওয়ার কারণে ক্রিকেট ভক্তরা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দুটো দলের খেলা থেকে বঞ্চিত হলেন, যারা কিনা চলতি আসরে এখন পর্যন্ত পরাজয়ের স্বাদ পায়নি। কিউইরা নিজেদের প্রথম তিনটা ম্যাচে শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে। দেরিতে বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচ শুরু করা ভারত জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

পয়েন্ট ভাগাভাগির পর চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নিউজিল্যান্ড, তিন খেলায় পাঁচ পয়েন্ট নিয়ে ভারত আছে চতুর্থ স্থানে।

বিশ্বকাপের জন্য সবচেয়ে বাজে খবর হলো আগামী রোববার ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-পাকিস্তান মহারণেও বৃষ্টিবাগড়া দেবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

উল্লেখ করা যেতে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা, পাকিস্তান-শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।