মানহানির দুই মামলায় খালেদার জামিন

মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরফলে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন পেলেই খালেদা জিয়া মুক্তি পাবেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, এ কে এম এহসানুর রহমান প্রমুখ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, জিয়া চ্যারিটেবল মামলায়ও জামিন আবেদন করা হয়েছে। ওই মামলার নথি আসতে আর ১২ দিন বাকি আছে। আশা করি, ১২ দিন পর ওই মামলায় তার জামিনের শুনানি হবে।

তিনি বলেন, খালেদা জিয়া কারাবন্দী থাকতে বিভিন্ন মামলা দিয়ে তাকে কী করে আরও বেশি দিন জেলখানায় রাখা যায়, সেই ব্যবস্থা সরকার করেছিল। মানহানির যে দুটি মামলা আজকে (মঙ্গলবার) হাইকোর্ট পর্যন্ত এসেছে, এটা হাইকোর্ট পর্যন্ত আসার কথা না। এগুলো মামুলি মামলা। এগুলো কোন মামলাই না। যাই হোক, আজকে দুটো মামলাতেই ছয় মাসের জামিন দেয়া হয়েছে। এ আদেশ আমাদের জন্য সহায়ক হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে থাকা মামলা দু’টি বিচারাধীন রয়েছে। ওই দুই মামলায় খালেদা জিয়া জামিন চেয়ে আবেদন করলে গত ১৭ জুন হাইকোর্টে শুনানি শেষ হয়।

আরও খবর
পাঁচ প্রকল্পে অনিয়ম দুর্নীতি
ব্যর্থতার দায় স্বীকার জাতিসংঘের
ড্রেসিং রুমে কেউই মনে করেননি কাজটা কঠিন হবে : সাকিব
সাকিব-লিটনের অবিস্মরণীয় জুটিতে বাংলাদেশের স্বপ্ন সফল হতে পারে
আবার ইংল্যান্ডের রানের পাহাড়
সর্বজনীন পেনশন চালু করতে চায় সরকার
ফলের রাসায়নিক পরীক্ষার যন্ত্র নেই
ডিআইজি মিজানের শাস্তির ব্যবস্থা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসে এক মাস সময় দিলেন হাইকোর্ট
এলিভিটেড এক্সপ্রেসওয়ের কাজ সমাপ্ত ২০২২ সালে
আসামি রুহুলের মুক্তি চেয়ে আ’লীগের নামে পোস্টার
বিলুপ্তির পথে শিল্পী পাখি বাবুইয়ের গড়া নীড়
মোবাইলের মাধ্যমে চলছে মাদক ব্যবসা

বুধবার, ১৯ জুন ২০১৯ , ৫ আষাঢ় ১৪২৫, ১৫ শাওয়াল ১৪৪০

মানহানির দুই মামলায় খালেদার জামিন

আদালত বার্তা পরিবেশক

মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এরফলে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন পেলেই খালেদা জিয়া মুক্তি পাবেন বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, এ কে এম এহসানুর রহমান প্রমুখ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, জিয়া চ্যারিটেবল মামলায়ও জামিন আবেদন করা হয়েছে। ওই মামলার নথি আসতে আর ১২ দিন বাকি আছে। আশা করি, ১২ দিন পর ওই মামলায় তার জামিনের শুনানি হবে।

তিনি বলেন, খালেদা জিয়া কারাবন্দী থাকতে বিভিন্ন মামলা দিয়ে তাকে কী করে আরও বেশি দিন জেলখানায় রাখা যায়, সেই ব্যবস্থা সরকার করেছিল। মানহানির যে দুটি মামলা আজকে (মঙ্গলবার) হাইকোর্ট পর্যন্ত এসেছে, এটা হাইকোর্ট পর্যন্ত আসার কথা না। এগুলো মামুলি মামলা। এগুলো কোন মামলাই না। যাই হোক, আজকে দুটো মামলাতেই ছয় মাসের জামিন দেয়া হয়েছে। এ আদেশ আমাদের জন্য সহায়ক হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে থাকা মামলা দু’টি বিচারাধীন রয়েছে। ওই দুই মামলায় খালেদা জিয়া জামিন চেয়ে আবেদন করলে গত ১৭ জুন হাইকোর্টে শুনানি শেষ হয়।