বিশ্বকাপে সাকিবের হাজার রান

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক হাজার রানের কীর্তি গড়লেন সাকিব আল হাসান। মাইলফলক থেকে ৩৫ রান দূরে দাঁড়িয়ে গতকাল ব্যাটিংয়ে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার। দৌলত জাদরানের বলে স্কয়ার লেগে একটি রান নিয়ে ঈর্ষণীয় মাইলফলকে পৌঁছালেন তিনি।

এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন সাকিব। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ রানও এখন তার। সাকিবের বহু অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি পালক। রোজ বোল স্টেডিয়ামে মাইলফলকের পথে ভিভ রিচার্ডস (১০১৩), সৌরভ গাঙ্গুলী (১০০৬) ও মার্ক ওয়াহকে (১০০৪) পেছনে ফেলেছেন সাকিব। বিশ্বকাপে হাজার রান করা ১৬তম ব্যাটসম্যান তিনি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি রান টেন্ডুলকারের। ৪৫ ম্যাচে ২ হাজার ২৭৮ রান করেছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। ৪৬ ম্যাচে ১ হাজার ৭৪৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং। শ্রীলঙ্কার সাঙ্গাকারা ৩৭ ম্যাচে ১ হাজার ৫৩২ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন।

সোমবার মুখোমুখি হওয়া প্রথম বলে রশিদ খানের গুগলিতে অবশ্য পরাস্ত হয়েছিলেন। পরে রশিদের বলেই ব্যক্তিগত ২৬ রানে এলবিডাব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান সাকিব।

টুর্নামেন্টে তৃতীয় হাফসেঞ্চুরি করে আনন্দের হিল্লোল তুলেছেন গ্যালারিতে। কিন্তু এরপর বেশিক্ষণ থাকতে পারেননি। মুজিব উর রহমানের বলে সেই এলবিডাব্লিউর ফাঁদেই পড়েছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার। ৬৯ বলে খেলা ৫১ রানের ইনিংসে চার মাত্র একটি।

বিশ্বকাপে ২৭ ইনিংসে সাকিবের এখন ১ হাজার ১৬ রান। দুটি দুর্দান্ত সেঞ্চুরি ছাড়াও তার নামের পাশে জ্বলজ্বল করছে ৮টি হাফসেঞ্চুরি।

আবারও শীর্ষে সাকিব

দ্বাদশ বিশ্বকাপে আবারও সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তালিকার শীর্ষে উঠলেন সাকিব আল হাসান। গতকাল সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের বিপক্ষে ৬৯ বলে ৫১ রান করে আউট হন সাকিব। এ ইনিংসের মাধ্যমে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠেন তিনি।

৬ ম্যাচের ৬ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৭৬ রান করেছেন সাকিব। ব্যাটিং গড়- ৯৫ দশমিক ২০। এবারের আসরে এখন পর্যন্ত ৪৮টি চার ও ২টি ছক্কা মেরেছেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে ৭৫, নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪, ইংল্যান্ডের বিপক্ষে ১২১, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রান করেছিলেন সাকিব।

৬ ম্যাচের ৬ ইনিংসে ব্যাট করে ৪৪৭ রান নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ার্নার। ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪২৪ রান নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। ওয়েবসাইট।

মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ , ১১ আষাঢ় ১৪২৫, ২১ শাওয়াল ১৪৪০

বিশ্বকাপে সাকিবের হাজার রান

সংবাদ স্পোর্টস ডেস্ক

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে এক হাজার রানের কীর্তি গড়লেন সাকিব আল হাসান। মাইলফলক থেকে ৩৫ রান দূরে দাঁড়িয়ে গতকাল ব্যাটিংয়ে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার। দৌলত জাদরানের বলে স্কয়ার লেগে একটি রান নিয়ে ঈর্ষণীয় মাইলফলকে পৌঁছালেন তিনি।

এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন সাকিব। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। টুর্নামেন্টে সর্বোচ্চ রানও এখন তার। সাকিবের বহু অর্জনের মুকুটে যোগ হলো আরেকটি পালক। রোজ বোল স্টেডিয়ামে মাইলফলকের পথে ভিভ রিচার্ডস (১০১৩), সৌরভ গাঙ্গুলী (১০০৬) ও মার্ক ওয়াহকে (১০০৪) পেছনে ফেলেছেন সাকিব। বিশ্বকাপে হাজার রান করা ১৬তম ব্যাটসম্যান তিনি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি রান টেন্ডুলকারের। ৪৫ ম্যাচে ২ হাজার ২৭৮ রান করেছেন ভারতের ব্যাটিং কিংবদন্তি। ৪৬ ম্যাচে ১ হাজার ৭৪৩ রান নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং। শ্রীলঙ্কার সাঙ্গাকারা ৩৭ ম্যাচে ১ হাজার ৫৩২ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন।

সোমবার মুখোমুখি হওয়া প্রথম বলে রশিদ খানের গুগলিতে অবশ্য পরাস্ত হয়েছিলেন। পরে রশিদের বলেই ব্যক্তিগত ২৬ রানে এলবিডাব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান সাকিব।

টুর্নামেন্টে তৃতীয় হাফসেঞ্চুরি করে আনন্দের হিল্লোল তুলেছেন গ্যালারিতে। কিন্তু এরপর বেশিক্ষণ থাকতে পারেননি। মুজিব উর রহমানের বলে সেই এলবিডাব্লিউর ফাঁদেই পড়েছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার। ৬৯ বলে খেলা ৫১ রানের ইনিংসে চার মাত্র একটি।

বিশ্বকাপে ২৭ ইনিংসে সাকিবের এখন ১ হাজার ১৬ রান। দুটি দুর্দান্ত সেঞ্চুরি ছাড়াও তার নামের পাশে জ্বলজ্বল করছে ৮টি হাফসেঞ্চুরি।

আবারও শীর্ষে সাকিব

দ্বাদশ বিশ্বকাপে আবারও সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান তালিকার শীর্ষে উঠলেন সাকিব আল হাসান। গতকাল সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের বিপক্ষে ৬৯ বলে ৫১ রান করে আউট হন সাকিব। এ ইনিংসের মাধ্যমে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠেন তিনি।

৬ ম্যাচের ৬ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৭৬ রান করেছেন সাকিব। ব্যাটিং গড়- ৯৫ দশমিক ২০। এবারের আসরে এখন পর্যন্ত ৪৮টি চার ও ২টি ছক্কা মেরেছেন সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে ৭৫, নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৪, ইংল্যান্ডের বিপক্ষে ১২১, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ রান করেছিলেন সাকিব।

৬ ম্যাচের ৬ ইনিংসে ব্যাট করে ৪৪৭ রান নিয়ে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ার্নার। ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪২৪ রান নিয়ে তালিকার তৃতীয়স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। ওয়েবসাইট।