বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ জয়ী

বগুড়া-৬ (সদর) শূন্য আসনের নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোট ১৪১টি কেন্দ্রের মধ্যে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী এসএম টি জামান নিকেতা ভোট পেয়েছেন ৩২ হাজার ২৯৭টি ভোট। এছাড়া জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর (লাঙল) ৭ হাজার ২৭১, বাংলাদেশ কংগ্রেস মনসুর রহমান (ডাব) ৪৫৬, স্বতন্ত্র মিনহাজ (আপেল) ২ হাজার ৯২০, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম (হারিকেন) ৫৫৪ ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ (ট্রাক) ৬৩০ ভোট পেয়েছেন।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। একাদশ নির্বাচনে বগুড়ার এই আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়ে শপথগ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষিত হয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ ভোটারের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৮৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। শতকরা হিসাবে ৩৪.৫৫ শতাংশ ভোট পড়েছে।

মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ , ১১ আষাঢ় ১৪২৫, ২১ শাওয়াল ১৪৪০

বগুড়া-৬ উপনির্বাচন

বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ জয়ী

প্রতিনিধি, বগুড়া

বগুড়া-৬ (সদর) শূন্য আসনের নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোট ১৪১টি কেন্দ্রের মধ্যে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী এসএম টি জামান নিকেতা ভোট পেয়েছেন ৩২ হাজার ২৯৭টি ভোট। এছাড়া জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর (লাঙল) ৭ হাজার ২৭১, বাংলাদেশ কংগ্রেস মনসুর রহমান (ডাব) ৪৫৬, স্বতন্ত্র মিনহাজ (আপেল) ২ হাজার ৯২০, বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম (হারিকেন) ৫৫৪ ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ (ট্রাক) ৬৩০ ভোট পেয়েছেন।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। একাদশ নির্বাচনে বগুড়ার এই আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়ে শপথগ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষিত হয়। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ ভোটারের মধ্যে ১ লাখ ৩৩ হাজার ৮৭০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। শতকরা হিসাবে ৩৪.৫৫ শতাংশ ভোট পড়েছে।