দুটি তদন্ত কমিটি গঠন

রেলের ওপর অতিরিক্ত চাপ পড়ায় এ দুর্ঘটনা : রেলমন্ত্রী

উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে রেল মন্ত্রণালয়। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রেল দুর্ঘটনায় জোনাল প্রধান পর্যায়ে এবং বিভাগীয় কর্মকর্তা পর্যায়ের নিম্ন বর্ণিত সদস্যদের নিয়ে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। জোনাল প্রধান পর্যায়ে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমানকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- পূর্বাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার আবদুল জলিল, চিফ অপারেটিং সুপারেন্টেন্ডেন্ট (সিওপিএস) সুজিত কুমার ও চিফ সিগনাল অ্যান্ড টেলিকম অফিসার (পূর্ব)-ময়নুল ইসলাম।

এছাড়া ঢাকা বিভাগীয় ডিটিও মো. ময়নুল ইসলামকে আহ্বায়ক করে বিভাগীয় পর্যায়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- পূর্বাঞ্চলের ডিএমই শাহ সুফী নূর মোহাম্মদ, ঢাকা বিভাগীয় ডিএমও ডা. আ. আহাদ, ঢাকা বিভাগীয় ডিএসটিই আবু হেনা মোস্তফা আলম ও ঢাকা বিভাগীয় ডিইএন-২ আহসান জাবির।

রেলের উপর অতিরিক্ত চাপ

পড়ায় দুর্ঘটনা ঘটেছে : রেলমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়কে অব্যবস্থাপনার কারণে রেলের ওপর অতিরিক্ত চাপ পড়ায় মৌলভীবাজারের কুলাউড়ায় ‘উপবন এক্সপ্রেস’ ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে বলে মন্ত্রিসভাকে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে গতকাল তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রেলমন্ত্রী এই তথ্য জানান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বৈঠকের শুরুতেই রেলমন্ত্রী মন্ত্রিসভাকে বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা ও সিলেটের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে। মন্ত্রী বলেন, ‘মানুষ হুমড়ি খেয়ে রেলে ওঠে। তাই এই দুর্ঘটনা। রেল সচিব মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে আছেন। ঢাকা থেকে সামগ্রিক যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। দ্রুতই ঢাকা ও সিলেটের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।’

দুর্ঘটনায় দায়ীদের শাস্তি দাবি যাত্রী কল্যান সমিতির

মৌলভীবাজারে উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। গতকাল এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রেলওয়ের পদে পদে অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও দায়িত্ব পালনে গাফিলতির মহোৎসব চলছে। এখানে দুর্নীতিবাজরা পুরস্কৃত হচ্ছে, সৎ অফিসাররা কোণঠাঁসা হয়ে পড়ছে। যাত্রী সেবার মান ও ট্রেনের গতি গাণিতিক হারে নিম্নমুখী হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রেলকে গতিশীল করতে প্রায় অর্ধশত যাত্রীবান্ধব প্রকল্প বাস্তবায়নে প্রায় লক্ষ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করে এসব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এই রেল দুর্ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতিকারী অথবা ইঞ্জিনিয়ারিং ত্রুটি, ঠিকাদারের দুর্নীতিÑ যারাই দায়ী হোক না কেন, জড়িত তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। এছাড়া এই দুর্ঘটনায় হতাহত প্রতিটি পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও যথাযথ চিকিৎসা সুনিশ্চিত করার দাবি জানান তিনি।

মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ , ১১ আষাঢ় ১৪২৫, ২১ শাওয়াল ১৪৪০

দুটি তদন্ত কমিটি গঠন

রেলের ওপর অতিরিক্ত চাপ পড়ায় এ দুর্ঘটনা : রেলমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক |

উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে রেল মন্ত্রণালয়। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রেল দুর্ঘটনায় জোনাল প্রধান পর্যায়ে এবং বিভাগীয় কর্মকর্তা পর্যায়ের নিম্ন বর্ণিত সদস্যদের নিয়ে দুটি তদন্ত কমিটি করা হয়েছে। জোনাল প্রধান পর্যায়ে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমানকে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- পূর্বাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার আবদুল জলিল, চিফ অপারেটিং সুপারেন্টেন্ডেন্ট (সিওপিএস) সুজিত কুমার ও চিফ সিগনাল অ্যান্ড টেলিকম অফিসার (পূর্ব)-ময়নুল ইসলাম।

এছাড়া ঢাকা বিভাগীয় ডিটিও মো. ময়নুল ইসলামকে আহ্বায়ক করে বিভাগীয় পর্যায়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- পূর্বাঞ্চলের ডিএমই শাহ সুফী নূর মোহাম্মদ, ঢাকা বিভাগীয় ডিএমও ডা. আ. আহাদ, ঢাকা বিভাগীয় ডিএসটিই আবু হেনা মোস্তফা আলম ও ঢাকা বিভাগীয় ডিইএন-২ আহসান জাবির।

রেলের উপর অতিরিক্ত চাপ

পড়ায় দুর্ঘটনা ঘটেছে : রেলমন্ত্রী

ঢাকা-সিলেট মহাসড়কে অব্যবস্থাপনার কারণে রেলের ওপর অতিরিক্ত চাপ পড়ায় মৌলভীবাজারের কুলাউড়ায় ‘উপবন এক্সপ্রেস’ ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে বলে মন্ত্রিসভাকে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে গতকাল তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রেলমন্ত্রী এই তথ্য জানান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বৈঠকের শুরুতেই রেলমন্ত্রী মন্ত্রিসভাকে বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা ও সিলেটের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে। মন্ত্রী বলেন, ‘মানুষ হুমড়ি খেয়ে রেলে ওঠে। তাই এই দুর্ঘটনা। রেল সচিব মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে আছেন। ঢাকা থেকে সামগ্রিক যোগাযোগ রাখা হচ্ছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। দ্রুতই ঢাকা ও সিলেটের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে।’

দুর্ঘটনায় দায়ীদের শাস্তি দাবি যাত্রী কল্যান সমিতির

মৌলভীবাজারে উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। গতকাল এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রেলওয়ের পদে পদে অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও দায়িত্ব পালনে গাফিলতির মহোৎসব চলছে। এখানে দুর্নীতিবাজরা পুরস্কৃত হচ্ছে, সৎ অফিসাররা কোণঠাঁসা হয়ে পড়ছে। যাত্রী সেবার মান ও ট্রেনের গতি গাণিতিক হারে নিম্নমুখী হচ্ছে। অথচ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রেলকে গতিশীল করতে প্রায় অর্ধশত যাত্রীবান্ধব প্রকল্প বাস্তবায়নে প্রায় লক্ষ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সরকারের নির্বাচনী অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করে এসব প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, এই রেল দুর্ঘটনায় দায়িত্ব পালনে গাফিলতিকারী অথবা ইঞ্জিনিয়ারিং ত্রুটি, ঠিকাদারের দুর্নীতিÑ যারাই দায়ী হোক না কেন, জড়িত তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। এছাড়া এই দুর্ঘটনায় হতাহত প্রতিটি পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও যথাযথ চিকিৎসা সুনিশ্চিত করার দাবি জানান তিনি।