ঢাকায় আসা হলো না সিলেট নার্সিং কলেজের দুই ছাত্রীর

ঢাকায় যাওয়ার জন্য রোববার রাতে উপবন এক্সপ্রেসে রওনা হয়েছিলেন সিলেট নার্সিং কলেজের ছাত্রী সানজিদা আক্তার ও ফাহমিদা ইয়াসমিন ইভা। কিন্তু ঢাকায় পৌঁছা হয়নি তাদের। মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন তারা। তাদের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে সিলেট নার্সিং কলেজ এবং ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে।

নিহত সানজিদা আক্তার বাগেরহাট জেলার মোল্লারহাট থানার আতজুরী ভানদরখোলা গ্রামের আকরাম মোল্লার মেয়ে ও ফাহমিদা ইয়াসমিন ইভা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের আবদুল্লাহপুর গ্রামের আবদুল বারীর মেয়ে। তারা সিলেট নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক জানান, জালালপুরের ফাহমিদা ইয়াসমিন ইভার লাশ ইতোমধ্যে তার পরিবারের সদস্যরা গ্রহণ করেছেন। অন্যদিকে বাগেরহাটের সানজিদা আক্তারের লাশ নার্স নেতারা গ্রহণ করে গতকাল জানাজা শেষে ওসমানী মেডিকেলের হিমাগারে রাখা হয়েছে। আজ সকালে তার পরিবারের লোকজন সিলেট পৌঁছার কথা।

রোববার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ৪৮ মিনিটে কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বড়ছড়া ব্রিজের ওপর মারাত্মক দুর্ঘটনাকবলিত হয়। এতে সড়কপথের পর রেলপথেও সিলেটের সঙ্গে ঢাকাসহ সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে দুই ছাত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

মঙ্গলবার, ২৫ জুন ২০১৯ , ১১ আষাঢ় ১৪২৫, ২১ শাওয়াল ১৪৪০

ঢাকায় আসা হলো না সিলেট নার্সিং কলেজের দুই ছাত্রীর

বিশেষ প্রতিনিধি

image

ঢাকায় যাওয়ার জন্য রোববার রাতে উপবন এক্সপ্রেসে রওনা হয়েছিলেন সিলেট নার্সিং কলেজের ছাত্রী সানজিদা আক্তার ও ফাহমিদা ইয়াসমিন ইভা। কিন্তু ঢাকায় পৌঁছা হয়নি তাদের। মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন তারা। তাদের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে সিলেট নার্সিং কলেজ এবং ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে।

নিহত সানজিদা আক্তার বাগেরহাট জেলার মোল্লারহাট থানার আতজুরী ভানদরখোলা গ্রামের আকরাম মোল্লার মেয়ে ও ফাহমিদা ইয়াসমিন ইভা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরের আবদুল্লাহপুর গ্রামের আবদুল বারীর মেয়ে। তারা সিলেট নার্সিং কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক জানান, জালালপুরের ফাহমিদা ইয়াসমিন ইভার লাশ ইতোমধ্যে তার পরিবারের সদস্যরা গ্রহণ করেছেন। অন্যদিকে বাগেরহাটের সানজিদা আক্তারের লাশ নার্স নেতারা গ্রহণ করে গতকাল জানাজা শেষে ওসমানী মেডিকেলের হিমাগারে রাখা হয়েছে। আজ সকালে তার পরিবারের লোকজন সিলেট পৌঁছার কথা।

রোববার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত ১১টা ৪৮ মিনিটে কুলাউড়া উপজেলার বরমচাল স্টেশনের পাশে বড়ছড়া ব্রিজের ওপর মারাত্মক দুর্ঘটনাকবলিত হয়। এতে সড়কপথের পর রেলপথেও সিলেটের সঙ্গে ঢাকাসহ সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এদিকে দুই ছাত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।