ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে নগরবাসীর সহযোগিতা চান ডিএনসিসি মেয়র

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে তিন দিনের বেশি কোথাও পানি জমতে না দিতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল ডিএনসিসি ৩৫নং ওয়ার্ডে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে সচেতনতাবিষয়ক এক প্রচারাভিযানের শুরুতে এ সহযোগিতা চান মেয়র।

স্বাস্থ্য অধিদফতরের সাম্প্রতিক জরিপে ডিএনসিসির আওতাধীন এলাকার মধ্যে ৩৫নং ওয়ার্ডে (মগবাজার এলাকা) ডেঙ্গু-চিকুনগুনিয়ার বাহক এডিস মশার লার্ভা সবচেয়ে বেশি পাওয়া যায়। নগরবাসীদের উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘরের ভেতরে বা বাইরে কোথাও ৩ দিনের বেশি পানি যেন জমতে না দিই। কারণ ৩ দিনের জমে থাকা স্বচ্ছ পানিতে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা বংশবিস্তার করে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ফ্রিজ-এসি থেকে নির্গত পানি, ফেলে দেয়া পাত্র, ডাবের খোসা ইত্যাদিতে পানি যেন জমে না থাকে।

প্রচারাভিযানকালে বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন ও ৩৫নং ওয়ার্ড মোক্তার সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রচারাভিযানটি দুপুর ১২টায় রাজধানীর মগবাজার মোড় থেকে শুরু হয়ে নয়াটোলায় গিয়ে শেষ হয়। প্রচারাভিযানের অংশ হিসেবে মগবাজার চৌরাস্তা জামে মসজিদে ৩৫নং ওয়ার্ডের সব ইমামকে নিয়ে এক বৈঠক করেন মেয়র।

বৈঠকে ইমামদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের কারণ, প্রতিকার ও প্রতিরোধের উপায় সম্পর্কে অবহিত করেন। জুমা নামাজের খোতবার আগে এবং অন্যান্য নামাজের আগে উপস্থিত মুসল্লিদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে সচেতনতামূলক উপদেশ দেয়ার জন্য তিনি ইমামদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইমামদের উপদেশ আমরা গুরুত্বসহকারে মেনে চলি, তাই জনগণকে সচেতন করার জন্য তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এ সময় ইমামদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগসংক্রান্ত তথ্যসংবলিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

বুধবার, ২৬ জুন ২০১৯ , ১২ আষাঢ় ১৪২৫, ২২ শাওয়াল ১৪৪০

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে নগরবাসীর সহযোগিতা চান ডিএনসিসি মেয়র

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে তিন দিনের বেশি কোথাও পানি জমতে না দিতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। গতকাল ডিএনসিসি ৩৫নং ওয়ার্ডে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে সচেতনতাবিষয়ক এক প্রচারাভিযানের শুরুতে এ সহযোগিতা চান মেয়র।

স্বাস্থ্য অধিদফতরের সাম্প্রতিক জরিপে ডিএনসিসির আওতাধীন এলাকার মধ্যে ৩৫নং ওয়ার্ডে (মগবাজার এলাকা) ডেঙ্গু-চিকুনগুনিয়ার বাহক এডিস মশার লার্ভা সবচেয়ে বেশি পাওয়া যায়। নগরবাসীদের উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা যে যেখানেই থাকি না কেন ঘরের ভেতরে বা বাইরে কোথাও ৩ দিনের বেশি পানি যেন জমতে না দিই। কারণ ৩ দিনের জমে থাকা স্বচ্ছ পানিতে ডেঙ্গু-চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশা বংশবিস্তার করে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ফ্রিজ-এসি থেকে নির্গত পানি, ফেলে দেয়া পাত্র, ডাবের খোসা ইত্যাদিতে পানি যেন জমে না থাকে।

প্রচারাভিযানকালে বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন ও ৩৫নং ওয়ার্ড মোক্তার সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রচারাভিযানটি দুপুর ১২টায় রাজধানীর মগবাজার মোড় থেকে শুরু হয়ে নয়াটোলায় গিয়ে শেষ হয়। প্রচারাভিযানের অংশ হিসেবে মগবাজার চৌরাস্তা জামে মসজিদে ৩৫নং ওয়ার্ডের সব ইমামকে নিয়ে এক বৈঠক করেন মেয়র।

বৈঠকে ইমামদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের কারণ, প্রতিকার ও প্রতিরোধের উপায় সম্পর্কে অবহিত করেন। জুমা নামাজের খোতবার আগে এবং অন্যান্য নামাজের আগে উপস্থিত মুসল্লিদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে সচেতনতামূলক উপদেশ দেয়ার জন্য তিনি ইমামদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইমামদের উপদেশ আমরা গুরুত্বসহকারে মেনে চলি, তাই জনগণকে সচেতন করার জন্য তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। এ সময় ইমামদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগসংক্রান্ত তথ্যসংবলিত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।