ভালুকায় সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন

ভালুকার সীডস্টোর-সখীপুর সড়কের দ্রুত সংস্কার ও এলজিইডি থেকে সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তরের দাবিতে গত শুক্রবার সকালে বাটাজোর বাজারে যৌথ খামারের উদ্যোগে এলাকাবাসী এক মানববন্ধন করেছে। এ সময় বাটাজোর যৌথ খামারের ম্যানেজার উপজেলা সিপিবি সভাপতি মোজাম্মেল হক জানান সীডস্টোর বাজার হতে বাটাজোর বাজার হয়ে সখীপুর পর্যন্ত ২৪ কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশ খানা খন্দ বড় বড় গর্ত হওয়ায় পানি জমে থাকায় যানবাহন চালক ও জন সাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এছাড়া এ সড়কটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সীডস্টোর বাজার থেকে বাটাজোর বাজার হয়ে পার্শ্ববর্তী সখীপুর উপজেলা অতিক্রম করে টাঙ্গাইলের এলেঙ্গা নামক স্থানে যমুনা সেতুতে মিলিত হয়ে উত্তর বঙ্গের সঙ্গে এ অঞ্চলের যোগাযোগের স্বল্প দৈর্ঘ্য রাস্তা। এ রাস্তাটি দীর্ঘদিন ধরে যান চলাচলের অযোগ্য হয়ে গেলেও এলজিইিডি কর্তৃপক্ষ সড়ক মেরামতে কোন উদ্যোগ নিচ্ছেন না, এলাকাবাসীর দাবি এ অঞ্চলের মানুষের যাতায়াত ও মালামাল পরিবহনে সড়ক উন্নয়নে এ সড়কটিকে এলজিইডি থেকে সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তর করা হউক।

মৎস্য খামারি সাদিকুর রহমান লিটন জানান তারা বাটাজোর থেকে চাষ করা মাছ এলাকার উৎপাদিত কৃষিপন্য ও সখিপুর এলাকার লোকজন ও ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ট্রাক ও বিভিন্ন যানবাহনে এ সড়কে আনা নেয়া করে থাকেন রাস্তার দূরাবস্থার কারণে সকলেই দুর্ভোগ পোহাচ্ছেন।

ডেইরি খামারি আশরাফুজ্জামান আশু জানান তাদের এলাকায় অনেক ডেইরি, পোল্ট্রি ও মৎস্য খামারি রয়েছেন যারা এ সড়কে গরু, মুরগি ও মাছের খাদ্য আনা নেয়াসহ নিজেদের উৎপাদিত মাছ, ডিম, দুধ বাজারজাত করে থাকেন। এছাড়াও চলমান মৌসুমের কৃষকের অর্থকরী ফসল কাঠাল, আম, লিচু, বরবটি, চিচিংগা ইত্যাদি গ্রাম থেকে এ সড়কে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। রাস্তার দূরবস্থার কারণে চাষিরা তাদের কৃষি পণ্য বাজারজাত করতে না পারায় লোকসানের মুখে পড়ছেন। বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজের সাবেক শরীরচর্চা শিক্ষক সফিকুল ইসলাম জানান একটি এ এলাকায় একটি কলেজ, একটি ফাজিল চারটি দাখিল মাদরাসা, একটি গার্লস হাই স্কুল, ছয়টি উচ্চ বিদ্যালয় বেশকটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা রাস্তার বেহাল দশার কারণে সময় মতো বিদ্যালয়ে না পৌঁছতে পারায় লেখাপড়ার ব্যাঘাত ঘটছে।

image

ভালুকা (ময়মনসিংহ) : সিডস্টোর-সখীপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী -সংবাদ

আরও খবর
অ্যান্টিবায়োটিকমুক্ত ব্রয়লারে সফল বিদেশ ফেরত আলী
একশ’ টাকা বিবাদে ছাত্রলীগ নেতা খুন : ধৃত ১
গৃহবধূর আত্মহত্যা
বেগমগঞ্জে চোরের উপদ্রব বেড়েছে
সোনাইমুড়ীতে কিশোরী গণধর্ষণ গ্রেফতার ১
শেরপুরে পরীক্ষার নামে ফি বাণিজ্য
মধুপুর গড়ে পাঁচ হেক্টরে বনায়ন
গলাচিপায় জমি বিবাদে যুবক খুন : ধৃত ১৪
সিরাজগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
জাবির বাজেটে উপেক্ষিত শিক্ষা ও গবেষণা খাত
নানা কারণে বিলুপ্ত হচ্ছে দেশি মাছ
বাগেরহাটে বাল্যবিয়ে বরের কারাদন্ড
গাংনীতে দুইপক্ষে গোলাগুলি : হত ১
মধ্যপ্রাচ্যে এফ-২২ যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

রবিবার, ৩০ জুন ২০১৯ , ১৬ আষাঢ় ১৪২৫, ২৬ শাওয়াল ১৪৪০

ভালুকায় সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

image

ভালুকা (ময়মনসিংহ) : সিডস্টোর-সখীপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী -সংবাদ

ভালুকার সীডস্টোর-সখীপুর সড়কের দ্রুত সংস্কার ও এলজিইডি থেকে সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তরের দাবিতে গত শুক্রবার সকালে বাটাজোর বাজারে যৌথ খামারের উদ্যোগে এলাকাবাসী এক মানববন্ধন করেছে। এ সময় বাটাজোর যৌথ খামারের ম্যানেজার উপজেলা সিপিবি সভাপতি মোজাম্মেল হক জানান সীডস্টোর বাজার হতে বাটাজোর বাজার হয়ে সখীপুর পর্যন্ত ২৪ কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশ খানা খন্দ বড় বড় গর্ত হওয়ায় পানি জমে থাকায় যানবাহন চালক ও জন সাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এছাড়া এ সড়কটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সীডস্টোর বাজার থেকে বাটাজোর বাজার হয়ে পার্শ্ববর্তী সখীপুর উপজেলা অতিক্রম করে টাঙ্গাইলের এলেঙ্গা নামক স্থানে যমুনা সেতুতে মিলিত হয়ে উত্তর বঙ্গের সঙ্গে এ অঞ্চলের যোগাযোগের স্বল্প দৈর্ঘ্য রাস্তা। এ রাস্তাটি দীর্ঘদিন ধরে যান চলাচলের অযোগ্য হয়ে গেলেও এলজিইিডি কর্তৃপক্ষ সড়ক মেরামতে কোন উদ্যোগ নিচ্ছেন না, এলাকাবাসীর দাবি এ অঞ্চলের মানুষের যাতায়াত ও মালামাল পরিবহনে সড়ক উন্নয়নে এ সড়কটিকে এলজিইডি থেকে সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তর করা হউক।

মৎস্য খামারি সাদিকুর রহমান লিটন জানান তারা বাটাজোর থেকে চাষ করা মাছ এলাকার উৎপাদিত কৃষিপন্য ও সখিপুর এলাকার লোকজন ও ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ট্রাক ও বিভিন্ন যানবাহনে এ সড়কে আনা নেয়া করে থাকেন রাস্তার দূরাবস্থার কারণে সকলেই দুর্ভোগ পোহাচ্ছেন।

ডেইরি খামারি আশরাফুজ্জামান আশু জানান তাদের এলাকায় অনেক ডেইরি, পোল্ট্রি ও মৎস্য খামারি রয়েছেন যারা এ সড়কে গরু, মুরগি ও মাছের খাদ্য আনা নেয়াসহ নিজেদের উৎপাদিত মাছ, ডিম, দুধ বাজারজাত করে থাকেন। এছাড়াও চলমান মৌসুমের কৃষকের অর্থকরী ফসল কাঠাল, আম, লিচু, বরবটি, চিচিংগা ইত্যাদি গ্রাম থেকে এ সড়কে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। রাস্তার দূরবস্থার কারণে চাষিরা তাদের কৃষি পণ্য বাজারজাত করতে না পারায় লোকসানের মুখে পড়ছেন। বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজের সাবেক শরীরচর্চা শিক্ষক সফিকুল ইসলাম জানান একটি এ এলাকায় একটি কলেজ, একটি ফাজিল চারটি দাখিল মাদরাসা, একটি গার্লস হাই স্কুল, ছয়টি উচ্চ বিদ্যালয় বেশকটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা রাস্তার বেহাল দশার কারণে সময় মতো বিদ্যালয়ে না পৌঁছতে পারায় লেখাপড়ার ব্যাঘাত ঘটছে।