শেরপুরে পরীক্ষার নামে ফি বাণিজ্য

বগুড়ার শেরপুর উপজেলার পাঁচদেওলী পলাশ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ উঠেছে। পাঁচদেওলী গ্রামের ফিরোজ হোসেন বকুলসহ ১১ জন অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে এই অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ফিরোজ হোসেন বকুলের মেয়ে পাঁচদেওলী পলাশ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী মোছা. ইয়ানুন খাতুনের কাছে থেকে অর্ধবার্ষিকী পরীক্ষার ফি বাবদ ৩৫০ টাকা, খেলাধুলা বাবদ ২০০ টাকা ও বিদ্যুত বিল বাবদ ২০ টাকাসহ মোট ৫৮০ টাকা নেয়া হয়েছে। অভিযোগে আরও বলা হয় খেলাধুলা বাবদ ফি নেওয়া হলেও গত ২ বছরে পাঁচদেওলী পলাশ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে খেলাধুলার কোন আয়োজন করা হয়নি। অভিযোগটিতে স্বাক্ষর করেছেন ১১ জন অভিভাবক। এ ব্যাপারে পাঁচদেওলী পলাশ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অর্ধবার্ষিকী পরীক্ষার ফি বাবদ ৩৫০ টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন যে প্রতিবছর এভাবেই নেয়া হয়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক অফিসার এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন অর্ধবার্ষিকী পরীক্ষার ফি বাবদ ৫০-১০০ টাকার বেশি নেয়ার কথা নয়। তিনি আরও বলেন, অন্যান্য স্কুলে কিভাবে নেয়া হচ্ছে সেই খোঁজ খবর নিয়ে আপনাকে পরে জানাব।

রবিবার, ৩০ জুন ২০১৯ , ১৬ আষাঢ় ১৪২৫, ২৬ শাওয়াল ১৪৪০

শেরপুরে পরীক্ষার নামে ফি বাণিজ্য

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুর উপজেলার পাঁচদেওলী পলাশ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার অতিরিক্ত ফি নেয়ার অভিযোগ উঠেছে। পাঁচদেওলী গ্রামের ফিরোজ হোসেন বকুলসহ ১১ জন অভিভাবক উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিতভাবে এই অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, ফিরোজ হোসেন বকুলের মেয়ে পাঁচদেওলী পলাশ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী মোছা. ইয়ানুন খাতুনের কাছে থেকে অর্ধবার্ষিকী পরীক্ষার ফি বাবদ ৩৫০ টাকা, খেলাধুলা বাবদ ২০০ টাকা ও বিদ্যুত বিল বাবদ ২০ টাকাসহ মোট ৫৮০ টাকা নেয়া হয়েছে। অভিযোগে আরও বলা হয় খেলাধুলা বাবদ ফি নেওয়া হলেও গত ২ বছরে পাঁচদেওলী পলাশ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে খেলাধুলার কোন আয়োজন করা হয়নি। অভিযোগটিতে স্বাক্ষর করেছেন ১১ জন অভিভাবক। এ ব্যাপারে পাঁচদেওলী পলাশ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অর্ধবার্ষিকী পরীক্ষার ফি বাবদ ৩৫০ টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন যে প্রতিবছর এভাবেই নেয়া হয়। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক অফিসার এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন অর্ধবার্ষিকী পরীক্ষার ফি বাবদ ৫০-১০০ টাকার বেশি নেয়ার কথা নয়। তিনি আরও বলেন, অন্যান্য স্কুলে কিভাবে নেয়া হচ্ছে সেই খোঁজ খবর নিয়ে আপনাকে পরে জানাব।