আজ ঢাকা থিয়েটারের ‘ধাবমান’

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে ঢাকা থিয়েটারের নাটক ‘ধাবমান’। সেলিম আল দীনের রচনায় এ নাটকের নির্দেশনা দিয়েছেন শিমুল ইউসুফ। এ নাটকের মূল পটভূমি সাজানো হয়েছে বৃহত্তর ময়মনসিংহের বিরিশিরি দুর্গাপুরের বিস্তীর্ণ অঞ্চল এবং সোমেশ্বরী নদীকে ঘিরে। বাঙালি এবং গারো এই দুই জাতির প্রান্তিক মানুষদের জীবন নিয়েই নাটকটি আবৃত হয়েছে। রাজনৈতিক ও সামাজিক নানা টানা-পোড়েন, দুই জাতির দ্বন্দ্ব ও সহাবস্থান, পারস্পরিক সহমর্মিতা ইত্যাদি বিষয় এ নাটকে উঠে এসেছে। পুরো নাটকে পশুপ্রেমের এক চিত্র ফুটে উঠেছে। যেখানে মানুষ আর গবাদি পশুর মধ্যকার আত্মিক মমত্ব ব্যতিক্রমী এক রসায়ন তৈরি করেছে। ‘ধাবমান’-এ অভিনয় করছেন শিমুল ইউসুফ, শহিদুজ্জামান সেলিম, নাসরিন নাহার, চন্দন চৌধুরী, রোজী সিদ্দিকী, এশা ইউসুফ, রাজিব, নার্গিস আক্তার প্রমুখ।

রবিবার, ৩০ জুন ২০১৯ , ১৬ আষাঢ় ১৪২৫, ২৬ শাওয়াল ১৪৪০

আজ ঢাকা থিয়েটারের ‘ধাবমান’

বিনোদন প্রতিবেদক

image

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে ঢাকা থিয়েটারের নাটক ‘ধাবমান’। সেলিম আল দীনের রচনায় এ নাটকের নির্দেশনা দিয়েছেন শিমুল ইউসুফ। এ নাটকের মূল পটভূমি সাজানো হয়েছে বৃহত্তর ময়মনসিংহের বিরিশিরি দুর্গাপুরের বিস্তীর্ণ অঞ্চল এবং সোমেশ্বরী নদীকে ঘিরে। বাঙালি এবং গারো এই দুই জাতির প্রান্তিক মানুষদের জীবন নিয়েই নাটকটি আবৃত হয়েছে। রাজনৈতিক ও সামাজিক নানা টানা-পোড়েন, দুই জাতির দ্বন্দ্ব ও সহাবস্থান, পারস্পরিক সহমর্মিতা ইত্যাদি বিষয় এ নাটকে উঠে এসেছে। পুরো নাটকে পশুপ্রেমের এক চিত্র ফুটে উঠেছে। যেখানে মানুষ আর গবাদি পশুর মধ্যকার আত্মিক মমত্ব ব্যতিক্রমী এক রসায়ন তৈরি করেছে। ‘ধাবমান’-এ অভিনয় করছেন শিমুল ইউসুফ, শহিদুজ্জামান সেলিম, নাসরিন নাহার, চন্দন চৌধুরী, রোজী সিদ্দিকী, এশা ইউসুফ, রাজিব, নার্গিস আক্তার প্রমুখ।