‘রঙ্গের খেলায় সুরের ভেলায়’ অনুষ্ঠানে চম্পা

‘দূরন্ত’ টিভির গান শেখার অনুষ্ঠান ‘রঙ্গের খেলায় সুরের ভেলায়’ অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের এখন নিয়মিত গান শেখাচ্ছেন চম্পা বণিক। চম্পা বণিক বলেন, ‘গেলো ২২ আমার বাবা মনি লাল বণিক মারা যান। আমার বাবা ছোট ছোট বাচ্চাদের খুব পছন্দ করতেন। তাদের সঙ্গে খেলা করতে, সময় কাটাতে ভালোবাসতেন। বাবার সেই স্বভাবটি আমার মধ্যে আছে। আর তাই রঙ্গেও খেলায় সুরের ভেলায় অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চাদের যখন গান শেখাই, তখন বাবার কথা ভীষণ মনে পড়ে, চোখে জল চলে আসে। দূরন্ত টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ আমাকে এমন একটি অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের গান শেখানোর সুযোগ সৃষ্টি করে দেবার জন্য। এমন একটি অনুষ্ঠানে গান শেখাতে পেরে আমি সত্যিই গর্ববোধ করি।’ চম্পা বণিক জানান, এর আগে তিনি একই অনুষ্ঠানে শিশুদের নজরুল সঙ্গীত শেখাতেন আর এখন তিনি দেশাত্ববোধক গান শেখাচ্ছেন। চম্পা বনিকের একমাত্র গানের অ্যালবাম ‘স্বপ্নের আঙ্গিনায়’। এদিকে এরইমধ্যে লেজার ভিশনের ইউটিউব চ্যানেল এবং চম্পা’র নিজস্ব ইউটিউব চ্যানেল ‘চম্পা বণিক’এ তার দুটো গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গান দুটির একটি হচ্ছে রবীন্দ্র সঙ্গীত ‘মায়াবন বিহারিণী’ এবং অন্যটি রবিউল ইসলাম জীবনের লেখা এবং আরিফিন রুমীর সুর সঙ্গীতে ‘মন শুধু তোমাকে চায়’। আগামী ১৪ জুলাই থেকে দূরন্ত টিভিতে ‘রঙ্গের খেলায় সুরের ভেলায়’র নতুন সিজন শুরু হবে বলে জানিয়েছেন চম্পা বণিক।

রবিবার, ৩০ জুন ২০১৯ , ১৬ আষাঢ় ১৪২৫, ২৬ শাওয়াল ১৪৪০

‘রঙ্গের খেলায় সুরের ভেলায়’ অনুষ্ঠানে চম্পা

বিনোদন প্রতিবেদক

image

‘দূরন্ত’ টিভির গান শেখার অনুষ্ঠান ‘রঙ্গের খেলায় সুরের ভেলায়’ অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের এখন নিয়মিত গান শেখাচ্ছেন চম্পা বণিক। চম্পা বণিক বলেন, ‘গেলো ২২ আমার বাবা মনি লাল বণিক মারা যান। আমার বাবা ছোট ছোট বাচ্চাদের খুব পছন্দ করতেন। তাদের সঙ্গে খেলা করতে, সময় কাটাতে ভালোবাসতেন। বাবার সেই স্বভাবটি আমার মধ্যে আছে। আর তাই রঙ্গেও খেলায় সুরের ভেলায় অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চাদের যখন গান শেখাই, তখন বাবার কথা ভীষণ মনে পড়ে, চোখে জল চলে আসে। দূরন্ত টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ আমাকে এমন একটি অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের গান শেখানোর সুযোগ সৃষ্টি করে দেবার জন্য। এমন একটি অনুষ্ঠানে গান শেখাতে পেরে আমি সত্যিই গর্ববোধ করি।’ চম্পা বণিক জানান, এর আগে তিনি একই অনুষ্ঠানে শিশুদের নজরুল সঙ্গীত শেখাতেন আর এখন তিনি দেশাত্ববোধক গান শেখাচ্ছেন। চম্পা বনিকের একমাত্র গানের অ্যালবাম ‘স্বপ্নের আঙ্গিনায়’। এদিকে এরইমধ্যে লেজার ভিশনের ইউটিউব চ্যানেল এবং চম্পা’র নিজস্ব ইউটিউব চ্যানেল ‘চম্পা বণিক’এ তার দুটো গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গান দুটির একটি হচ্ছে রবীন্দ্র সঙ্গীত ‘মায়াবন বিহারিণী’ এবং অন্যটি রবিউল ইসলাম জীবনের লেখা এবং আরিফিন রুমীর সুর সঙ্গীতে ‘মন শুধু তোমাকে চায়’। আগামী ১৪ জুলাই থেকে দূরন্ত টিভিতে ‘রঙ্গের খেলায় সুরের ভেলায়’র নতুন সিজন শুরু হবে বলে জানিয়েছেন চম্পা বণিক।