মিড রেঞ্জের চিপসেট কিরিন ৮১০ আনল হুয়াওয়ে

প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে নতুন কিরিন ৮১০ মডেলের চিপসেট উন্মোচন করেছে। বলা হচ্ছে, মধ্যম বাজেটের হ্যান্ডসেটের জন্য এটি সবচেয়ে সেরা চিপসেট। এর ফলে প্রতিযোগিতায় পড়তে যাচ্ছে বছরের পর বছর মার্কেট দাঁপিয়ে বেড়ানো কোয়ালকম এবং স্ন্যাপড্রাগন।

সম্প্রতি হুয়াওয়ে চীনের উহানে আনুষ্ঠানিকভাবে নতুন এ চিপসেট উন্মোচন করে। অনুষ্ঠানে নতুন তিনটি স্মার্টফোন নোভা ৫, নোভা ৫ প্রো এবং নোভা ৫ আই উন্মোচন করা হয়। এছাড়া চলতি বছরের মে মাস পর্যন্ত ১০ কোটি স্মার্টফোন বাজারে আনার ও ২০ লাখের বেশি জিটি স্মার্টওয়াচ বিক্রির কথা জানানো হয় অনুষ্ঠানে।

জানা গেছে, হুয়াওয়ে তাদের ফ্ল্যাগশিপ চিপসেট কিরিন ৯৮০ এর আদলে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে কিরিন ৮১০ তৈরি করেছে। আনটুটু বেঞ্চমার্ক পরীক্ষায় ২৩৭, ০০০ পয়েন্ট পেয়েছে নতুন এই চিপসেট যা কিরিন ৭১০ প্রসেসরের চেয়ে ১৬২ শতাংশ ভালো পারফরমেন্স দেবে।

নোভা ৫ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে নতুন কিরিন ৮১০ প্রসেসর। আর নোভা ৫ প্র্রোতে ব্যবহার করা হয়েছে কিরিন ৯৮০ প্রসেসর, যাএর আগে হুয়াওয়ের পি৩০ প্র্রোএবং মেইট ২০ ডিভাইসে দেখা গেছে। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ৩০ জুন ২০১৯ , ১৬ আষাঢ় ১৪২৫, ২৬ শাওয়াল ১৪৪০

মিড রেঞ্জের চিপসেট কিরিন ৮১০ আনল হুয়াওয়ে

image

প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে নতুন কিরিন ৮১০ মডেলের চিপসেট উন্মোচন করেছে। বলা হচ্ছে, মধ্যম বাজেটের হ্যান্ডসেটের জন্য এটি সবচেয়ে সেরা চিপসেট। এর ফলে প্রতিযোগিতায় পড়তে যাচ্ছে বছরের পর বছর মার্কেট দাঁপিয়ে বেড়ানো কোয়ালকম এবং স্ন্যাপড্রাগন।

সম্প্রতি হুয়াওয়ে চীনের উহানে আনুষ্ঠানিকভাবে নতুন এ চিপসেট উন্মোচন করে। অনুষ্ঠানে নতুন তিনটি স্মার্টফোন নোভা ৫, নোভা ৫ প্রো এবং নোভা ৫ আই উন্মোচন করা হয়। এছাড়া চলতি বছরের মে মাস পর্যন্ত ১০ কোটি স্মার্টফোন বাজারে আনার ও ২০ লাখের বেশি জিটি স্মার্টওয়াচ বিক্রির কথা জানানো হয় অনুষ্ঠানে।

জানা গেছে, হুয়াওয়ে তাদের ফ্ল্যাগশিপ চিপসেট কিরিন ৯৮০ এর আদলে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে কিরিন ৮১০ তৈরি করেছে। আনটুটু বেঞ্চমার্ক পরীক্ষায় ২৩৭, ০০০ পয়েন্ট পেয়েছে নতুন এই চিপসেট যা কিরিন ৭১০ প্রসেসরের চেয়ে ১৬২ শতাংশ ভালো পারফরমেন্স দেবে।

নোভা ৫ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে নতুন কিরিন ৮১০ প্রসেসর। আর নোভা ৫ প্র্রোতে ব্যবহার করা হয়েছে কিরিন ৯৮০ প্রসেসর, যাএর আগে হুয়াওয়ের পি৩০ প্র্রোএবং মেইট ২০ ডিভাইসে দেখা গেছে। সংবাদ বিজ্ঞপ্তি।