কাঙ্গাল হরিনাথ

জন্ম : ১৮৩৩, কুমারখালী, কুষ্টিয়া

মৃত্যু : ১৬ এপ্রিল, ১৮৯৬

কাঙ্গাল হরিনাথের আসল নাম হরিনাথ মজুমদার। ১৮৬০ সালের দিকে সাহিত্যিক ও সাংবাদিক হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে। ব্রিটিশ নীলকর এবং ঠাকুর পরিবারের জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন। ১৮৬০ সালের এপ্রিলে কাঙ্গাল ‘গ্রামবার্তা প্রকাশিকা’ নামক একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। পত্রিকায় তিনি প্রতিবাদমূলক নিবন্ধ ও সংবাদ প্রকাশ করতেন। এছাড়াও সাহিত্য, দর্শন ও বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, ছড়া ইত্যাদি প্রকাশিত হতো। ব্রিটিশ শাসক এবং দেশি জমিদারদের হুমকি সত্ত্বেও দায়িত্ব পালনে তিনি কখনও পিছপা হননি। হরিনাথ আজীবন শিক্ষাবিস্তার ও সবরকম শোষণমুক্তির সংগ্রাম চালিয়ে গেছেন।

১২৭১ সনের আষাঢ় মাস থেকে গ্রামবার্তা প্রকাশিকা পাক্ষিক হিসেবে ছাপা হতে থাকে। বাংলা ১২৭৮ সনের বৈশাখ থেকে পত্রিকাটি সাপ্তাহিকে পরিণত হয়। শুরুতে পত্রিকাটি কলকাতার গিরিশ বিদ্যারতœ প্রেস থেকে ছাপা হতো। ১৮৬৪ সালে কুমারখালীতে মথুরানাথ প্রেস স্থাপিত হলে পত্রিকাটি সেখানেই মুদ্রিত হতে শুরু করে। প্রখ্যাত ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়র পিতা মথুরানাথ মৈত্রেয় কাঙ্গাল হরিনাথকে ছাপাখানাটি উপহার দিয়েছিলেন।

হরিনাথ মজুমদার একটি বাউলের দল করেছিলেন। তিনি গানও লিখতেন। তার লেখা বইয়ের সংখ্যা আঠারো। এর মধ্যে বিজয় বসন্ত, চারুচরিত্র, কবিতা কৌমুদী ও কাঙাল ফিকির চাঁদ ফকিরের গীতাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য। ইন্টারনেট

আরও খবর

রবিবার, ৩০ জুন ২০১৯ , ১৬ আষাঢ় ১৪২৫, ২৬ শাওয়াল ১৪৪০

কাঙ্গাল হরিনাথ

জন্ম : ১৮৩৩, কুমারখালী, কুষ্টিয়া

মৃত্যু : ১৬ এপ্রিল, ১৮৯৬

কাঙ্গাল হরিনাথের আসল নাম হরিনাথ মজুমদার। ১৮৬০ সালের দিকে সাহিত্যিক ও সাংবাদিক হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে। ব্রিটিশ নীলকর এবং ঠাকুর পরিবারের জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেন। ১৮৬০ সালের এপ্রিলে কাঙ্গাল ‘গ্রামবার্তা প্রকাশিকা’ নামক একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। পত্রিকায় তিনি প্রতিবাদমূলক নিবন্ধ ও সংবাদ প্রকাশ করতেন। এছাড়াও সাহিত্য, দর্শন ও বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, ছড়া ইত্যাদি প্রকাশিত হতো। ব্রিটিশ শাসক এবং দেশি জমিদারদের হুমকি সত্ত্বেও দায়িত্ব পালনে তিনি কখনও পিছপা হননি। হরিনাথ আজীবন শিক্ষাবিস্তার ও সবরকম শোষণমুক্তির সংগ্রাম চালিয়ে গেছেন।

১২৭১ সনের আষাঢ় মাস থেকে গ্রামবার্তা প্রকাশিকা পাক্ষিক হিসেবে ছাপা হতে থাকে। বাংলা ১২৭৮ সনের বৈশাখ থেকে পত্রিকাটি সাপ্তাহিকে পরিণত হয়। শুরুতে পত্রিকাটি কলকাতার গিরিশ বিদ্যারতœ প্রেস থেকে ছাপা হতো। ১৮৬৪ সালে কুমারখালীতে মথুরানাথ প্রেস স্থাপিত হলে পত্রিকাটি সেখানেই মুদ্রিত হতে শুরু করে। প্রখ্যাত ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয়র পিতা মথুরানাথ মৈত্রেয় কাঙ্গাল হরিনাথকে ছাপাখানাটি উপহার দিয়েছিলেন।

হরিনাথ মজুমদার একটি বাউলের দল করেছিলেন। তিনি গানও লিখতেন। তার লেখা বইয়ের সংখ্যা আঠারো। এর মধ্যে বিজয় বসন্ত, চারুচরিত্র, কবিতা কৌমুদী ও কাঙাল ফিকির চাঁদ ফকিরের গীতাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য। ইন্টারনেট