ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আইনশৃঙ্খলা কমিটির সভা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাব-রেজিস্ট্রার জুয়েল মিয়ার বিরুদ্ধে দালালের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশনের জন্য অবৈধভাবে ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক। গত সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ অভিযোগ উত্থাপন করেন। সাব-রেজিস্ট্রার জুয়েল মিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নূন্যতম ২ হাজার টাকা ঘুষ গ্রহণ ছাড়া কোন দলিল পাশ করেন না ওই সাব-রেজিস্ট্রার জুয়েল মিয়া। দলিল ভেদে কখনো কখনো ৫ হাজার, আবার জাতীয় পরিচয়পত্রে হালকা ত্রুটিজনিত কারণে ক্রেতা বিক্রেতা উভয়ের কাছেই ২ থেকে ৩ হাজার টাকা দাবি করে থাকেন তিনি। এছাড়াও দালালের দৌরাত্ম্য, রেজিস্ট্রেশনের নামে অবৈধভাবে বিভিন্ন ফি আদায়ের অভিযোগ করেন জাসদ নেতা একেএম ছামেদুল হক। আইনশৃঙ্খলা সভায় সাব-রেজিস্ট্রারের ঘুষ গ্রহণ বন্ধে কমিটির উপদেষ্টা ও সভাপতির দৃষ্টি কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান জাসদ সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার অভিযোগে সত্যতা বিষয়ে জানতে চাইলে ঝিনাইগাতী উপজেলার সাব- রেজিস্ট্রার জুয়েল মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আইনশৃঙ্খলা কমিটির সদস্য নয়। কিন্তু গত সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থাকায় সভার পাশেই বসা ছিলাম। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তা আমি শুনেছি। তবে ঘুষ গ্রহণ ও অনিয়মের বিষয়টি তিনি অস্বীকার করেন।

আরও খবর
খাল দখলে সংকটাপন্ন নৌপথ
শেরপুরে প্রতিপক্ষের গুলিতে দুই ছাত্রলীগ কর্মী আহত
মির্জাপুরে গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় মেলেনি আড়াই মাসেও
এদেশের মানবসম্পদে অর্থনীতির ভিত দৃঢ় করা সম্ভব
চাকরির কথা বলে ওমানে যৌনদাস হিসেবে বিক্রি : আদালতে মামলা
বাগেরহাটে পুলিশি বাঁধায় যুবদলের সমাবেশ পন্ড
‘সমস্যা চিহ্নিত করে সমাধানের তাগিদ’
মাছের পেটায় সচ্ছল হাজারো নারী শ্রমিক
শিবচরে ২ বাড়িতে ডাকাতি : বন্দুক লুট, আহত ১
শিবালয়ে শ্বশুর বাড়িতে জামাতার রহস্য মৃত্যু
কেশবপুর পৌরসভায় ৩ বছরে উন্নয়ন ব্যয় সাড়ে ৩৫ কোটি
সৈয়দপুরে বাল্যবিয়ে বর দন্ডিত
কটিয়াদীতে মেছো বাঘ উদ্ধার
চট্টগ্রামে দুজনের মৃত্যু
ধামরাইয়ে ৪শ’বর্ষী রথযাত্রা উৎসব ২৬ দিনব্যাপী
সোনারগাঁয়ে তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
বাঁশখালীতে ছিনতাইকারী মাদক বিক্রেতা ধৃত

সোমবার, ০১ জুলাই ২০১৯ , ১৭ আষাঢ় ১৪২৫, ২৭ শাওয়াল ১৪৪০

ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রতিনিধি, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাব-রেজিস্ট্রার জুয়েল মিয়ার বিরুদ্ধে দালালের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশনের জন্য অবৈধভাবে ফি আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখার সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক। গত সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ অভিযোগ উত্থাপন করেন। সাব-রেজিস্ট্রার জুয়েল মিয়ার বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নূন্যতম ২ হাজার টাকা ঘুষ গ্রহণ ছাড়া কোন দলিল পাশ করেন না ওই সাব-রেজিস্ট্রার জুয়েল মিয়া। দলিল ভেদে কখনো কখনো ৫ হাজার, আবার জাতীয় পরিচয়পত্রে হালকা ত্রুটিজনিত কারণে ক্রেতা বিক্রেতা উভয়ের কাছেই ২ থেকে ৩ হাজার টাকা দাবি করে থাকেন তিনি। এছাড়াও দালালের দৌরাত্ম্য, রেজিস্ট্রেশনের নামে অবৈধভাবে বিভিন্ন ফি আদায়ের অভিযোগ করেন জাসদ নেতা একেএম ছামেদুল হক। আইনশৃঙ্খলা সভায় সাব-রেজিস্ট্রারের ঘুষ গ্রহণ বন্ধে কমিটির উপদেষ্টা ও সভাপতির দৃষ্টি কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান জাসদ সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার অভিযোগে সত্যতা বিষয়ে জানতে চাইলে ঝিনাইগাতী উপজেলার সাব- রেজিস্ট্রার জুয়েল মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আইনশৃঙ্খলা কমিটির সদস্য নয়। কিন্তু গত সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থাকায় সভার পাশেই বসা ছিলাম। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তা আমি শুনেছি। তবে ঘুষ গ্রহণ ও অনিয়মের বিষয়টি তিনি অস্বীকার করেন।