ধামরাইয়ে ৪শ’বর্ষী রথযাত্রা উৎসব ২৬ দিনব্যাপী

রথের রশিতে টান বৃহস্পতিবার

উপমহাদেশে বিখ্যাত ঢাকার ধামরাইয়ের হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব যশোমাধবের রথযাত্রা আগামী ৪ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে। রথযাত্রা উপলক্ষে সেখানে ২৬ দিন ধরে চলবে রথমেলা। এ উৎসবকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। আগত অতিথি ও দর্শকদের জন্য নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে ধোওয়া মোছা ও রং তুলির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৪ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঢাকার ধামরাইয়ে রথযাত্রা। এবার রথযাত্রা উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রতিবছর চন্দ্র আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ফিরে আসে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধব রথযাত্রা। যশোমাধব বিগ্রহসহ ওইদিন শ্বশুরবাড়ি যাবেন ধামরাইয়ে যাত্রাবাড়ী মন্দিরে। সেখানে তিনি নয়দিন থাকবেন। ৯দিন পর আবার রথে উঠে যাবেন কায়েতপাড়ায় যশোমাধব মন্দিরে। গ্রাম-বাংলার মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া এ উৎসব মূলত হিন্দু ধর্মীয় চেতনা ওপর প্রতিষ্ঠিত হলেও এর স্নাতধারা নির্দিষ্ট গন্ডিতে সীমাবদ্ধ থাকে না। দেশ-বিদেশ থেকে হিন্দু-মুসলমানসহ বিভিন্ন ধর্মের হাজার হাজার ভক্ত ও দর্শক ধামরাইয়ে এ উৎসবে সমবেত হয়। রথযাত্রায় শেষ হয়েছে ধোওয়া মুছা ও রং তুলির কাজ।

রথযাত্রাকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির যুগ্ম-সম্পাদক নন্দ গোপাল সেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ধামরাইয়ের স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবার রথযাত্রায় নিরাপত্তায় কাজ করবেন বলে জানিয়েছেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।

এ বিষয়ে র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রথযাত্রায় মোতায়েন থাকবে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নজরদারি করবে রথযাত্রায় তিনি আরও বলেন এবার রথযাত্রা উপলক্ষে কোন হুমকি বা অপ্রীতিকর ঘটনা নেই। এছাড়া রথযাত্রা উপলক্ষে সেখানে বসবে ম্যাসব্যাপী গ্রামীণ মেলা। ইতোমধ্যে মেলা সাজানোর কাজ হচ্ছে। দর্শনার্থীরা জানিয়েছে এবার রথযাত্রায় হাজার হাজার লোকজন আসবে বলে মনে করেন তারা। এই রথ উৎসব শুরু হয়েছিল ১০৭৯ বঙ্গাব্দে। ধামরাইয়ে যে রথটি টানা হবে সেটি ২০১০ সালের তৈরি। ৩৭ ফুট দৈর্ঘ্য, ২০ ফুট প্রস্থ ও ৪১ ফুট উচ্চতার তিনতলা রথের অবকাঠামোতে রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ ও দেব- দেবীর মূর্তিচিহ্ন। লোহার পাত দিয়ে তৈরি। সেগুন কাঠের পাতলা স্তর বসিয়ে ঢেকে দেয়া হয়েছে লোহার পাত। এটি চলবে ১৫টি চাকায় ভর করে। সামনে থাকবে কাঠের তৈরি দুটি তেজস্বী ঘোড়া। সুষ্ঠু ও সুন্দরভাবে এবারের রথ অনুষ্ঠিত হবে এমনটাই আশা করেন ধামরাইয়ের হিন্দুধর্মাবলম্বীরা।

image

ধামরাই : রথযাত্রা উৎসবের জন্য প্রস্তুত রথ -সংবাদ

আরও খবর
খাল দখলে সংকটাপন্ন নৌপথ
শেরপুরে প্রতিপক্ষের গুলিতে দুই ছাত্রলীগ কর্মী আহত
মির্জাপুরে গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় মেলেনি আড়াই মাসেও
এদেশের মানবসম্পদে অর্থনীতির ভিত দৃঢ় করা সম্ভব
চাকরির কথা বলে ওমানে যৌনদাস হিসেবে বিক্রি : আদালতে মামলা
বাগেরহাটে পুলিশি বাঁধায় যুবদলের সমাবেশ পন্ড
‘সমস্যা চিহ্নিত করে সমাধানের তাগিদ’
ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
মাছের পেটায় সচ্ছল হাজারো নারী শ্রমিক
শিবচরে ২ বাড়িতে ডাকাতি : বন্দুক লুট, আহত ১
শিবালয়ে শ্বশুর বাড়িতে জামাতার রহস্য মৃত্যু
কেশবপুর পৌরসভায় ৩ বছরে উন্নয়ন ব্যয় সাড়ে ৩৫ কোটি
সৈয়দপুরে বাল্যবিয়ে বর দন্ডিত
কটিয়াদীতে মেছো বাঘ উদ্ধার
চট্টগ্রামে দুজনের মৃত্যু
সোনারগাঁয়ে তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
বাঁশখালীতে ছিনতাইকারী মাদক বিক্রেতা ধৃত

সোমবার, ০১ জুলাই ২০১৯ , ১৭ আষাঢ় ১৪২৫, ২৭ শাওয়াল ১৪৪০

ধামরাইয়ে ৪শ’বর্ষী রথযাত্রা উৎসব ২৬ দিনব্যাপী

রথের রশিতে টান বৃহস্পতিবার

আনোয়ার হোসেন, ধামরাই

image

ধামরাই : রথযাত্রা উৎসবের জন্য প্রস্তুত রথ -সংবাদ

উপমহাদেশে বিখ্যাত ঢাকার ধামরাইয়ের হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব যশোমাধবের রথযাত্রা আগামী ৪ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে। রথযাত্রা উপলক্ষে সেখানে ২৬ দিন ধরে চলবে রথমেলা। এ উৎসবকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। আগত অতিথি ও দর্শকদের জন্য নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে ধোওয়া মোছা ও রং তুলির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৪ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঢাকার ধামরাইয়ে রথযাত্রা। এবার রথযাত্রা উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রতিবছর চন্দ্র আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ফিরে আসে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধব রথযাত্রা। যশোমাধব বিগ্রহসহ ওইদিন শ্বশুরবাড়ি যাবেন ধামরাইয়ে যাত্রাবাড়ী মন্দিরে। সেখানে তিনি নয়দিন থাকবেন। ৯দিন পর আবার রথে উঠে যাবেন কায়েতপাড়ায় যশোমাধব মন্দিরে। গ্রাম-বাংলার মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া এ উৎসব মূলত হিন্দু ধর্মীয় চেতনা ওপর প্রতিষ্ঠিত হলেও এর স্নাতধারা নির্দিষ্ট গন্ডিতে সীমাবদ্ধ থাকে না। দেশ-বিদেশ থেকে হিন্দু-মুসলমানসহ বিভিন্ন ধর্মের হাজার হাজার ভক্ত ও দর্শক ধামরাইয়ে এ উৎসবে সমবেত হয়। রথযাত্রায় শেষ হয়েছে ধোওয়া মুছা ও রং তুলির কাজ।

রথযাত্রাকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির যুগ্ম-সম্পাদক নন্দ গোপাল সেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ধামরাইয়ের স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবার রথযাত্রায় নিরাপত্তায় কাজ করবেন বলে জানিয়েছেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।

এ বিষয়ে র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রথযাত্রায় মোতায়েন থাকবে। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে নজরদারি করবে রথযাত্রায় তিনি আরও বলেন এবার রথযাত্রা উপলক্ষে কোন হুমকি বা অপ্রীতিকর ঘটনা নেই। এছাড়া রথযাত্রা উপলক্ষে সেখানে বসবে ম্যাসব্যাপী গ্রামীণ মেলা। ইতোমধ্যে মেলা সাজানোর কাজ হচ্ছে। দর্শনার্থীরা জানিয়েছে এবার রথযাত্রায় হাজার হাজার লোকজন আসবে বলে মনে করেন তারা। এই রথ উৎসব শুরু হয়েছিল ১০৭৯ বঙ্গাব্দে। ধামরাইয়ে যে রথটি টানা হবে সেটি ২০১০ সালের তৈরি। ৩৭ ফুট দৈর্ঘ্য, ২০ ফুট প্রস্থ ও ৪১ ফুট উচ্চতার তিনতলা রথের অবকাঠামোতে রয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ ও দেব- দেবীর মূর্তিচিহ্ন। লোহার পাত দিয়ে তৈরি। সেগুন কাঠের পাতলা স্তর বসিয়ে ঢেকে দেয়া হয়েছে লোহার পাত। এটি চলবে ১৫টি চাকায় ভর করে। সামনে থাকবে কাঠের তৈরি দুটি তেজস্বী ঘোড়া। সুষ্ঠু ও সুন্দরভাবে এবারের রথ অনুষ্ঠিত হবে এমনটাই আশা করেন ধামরাইয়ের হিন্দুধর্মাবলম্বীরা।