চিকিৎসার সহায়তা ঘুমকুমারী

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী (৩০তম আবর্তন) জহির সুমন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। সৃজনশীল মেধাবী এই তরুণের চিকিৎসায় সহায়তা দেয়ার লক্ষ্যে আজ ১ জুলাই নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনা ‘ঘুমকুমারী’ নাটকের একটি বিশেষ মঞ্চায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এই মঞ্চায়ন থেকে প্রাপ্ত অর্থ সুমনের চিকিৎসার জন্যে দেয়া হবে। দ্য স্লিপিং বিউটি গল্পের ছায়া অবলম্বনে ঘুমকুমারী রচনা করেছেন আফসার আহমদ। নির্দেশনা দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ। মঞ্চে অভিনয় করবেন ফারজানা মুক্ত, শাহিনূর আক্তার প্রীতি, তামিম হোসেন, নাহিদ আল মবিন, আকাশ তুহিন, শচীন ভট্টাচার্য্য, রেজওয়ান রাশেদ সোয়ান, আরিফুল ইসলাম নীল, রিফা রাফিয়া, তুনতুন মজুমদার, সোহানা তানজীম, শাকিল আহমেদ, শুক্লা রায়, মেহেদী ইসলাম, আবু রায়হান, তানভীর পালোয়ান অপূব, আমিনুল ইসলাম জিসান, সাজ্জাদুল আলম শুভ, কৃষ্ণ চন্দ্র বর্মন, সিনথিয়া, মাজি, হ্রুই মুই সাং মারমা, প্রজয় বক্সী, অর্ণব মল্লিক।

সোমবার, ০১ জুলাই ২০১৯ , ১৭ আষাঢ় ১৪২৫, ২৭ শাওয়াল ১৪৪০

চিকিৎসার সহায়তা ঘুমকুমারী

বিনোদন প্রতিবেদক

image

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী (৩০তম আবর্তন) জহির সুমন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। সৃজনশীল মেধাবী এই তরুণের চিকিৎসায় সহায়তা দেয়ার লক্ষ্যে আজ ১ জুলাই নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রযোজনা ‘ঘুমকুমারী’ নাটকের একটি বিশেষ মঞ্চায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এই মঞ্চায়ন থেকে প্রাপ্ত অর্থ সুমনের চিকিৎসার জন্যে দেয়া হবে। দ্য স্লিপিং বিউটি গল্পের ছায়া অবলম্বনে ঘুমকুমারী রচনা করেছেন আফসার আহমদ। নির্দেশনা দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ। মঞ্চে অভিনয় করবেন ফারজানা মুক্ত, শাহিনূর আক্তার প্রীতি, তামিম হোসেন, নাহিদ আল মবিন, আকাশ তুহিন, শচীন ভট্টাচার্য্য, রেজওয়ান রাশেদ সোয়ান, আরিফুল ইসলাম নীল, রিফা রাফিয়া, তুনতুন মজুমদার, সোহানা তানজীম, শাকিল আহমেদ, শুক্লা রায়, মেহেদী ইসলাম, আবু রায়হান, তানভীর পালোয়ান অপূব, আমিনুল ইসলাম জিসান, সাজ্জাদুল আলম শুভ, কৃষ্ণ চন্দ্র বর্মন, সিনথিয়া, মাজি, হ্রুই মুই সাং মারমা, প্রজয় বক্সী, অর্ণব মল্লিক।