বিশ্বব্যাংকের নতুন আবাসিক প্রতিনিধি টেম্বন

বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে নতুন আবাসিক প্রতিনিধি হয়েছেন আফ্রিকার দেশ ক্যামেরুনের মারসি মিয়াং টেম্বন।

১ জুলাই থেকে তিনি বাংলাদেশ ও ভুটানের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন। রোববার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ব্যাংকের কর্মকর্তা টেম্বনের ব্যাংক পরিচালনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অনেক দেশের সামাজিক উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে অবদান রাখার বিরল অভিজ্ঞতা রয়েছে। টেম্বন ২০০০ সালে বিশ্ব ব্যাংকে চাকরি শুরু করেন। বিভিন্ন দেশে শিক্ষা খাতের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

এর আগে তিনি আর্মেনিয়া, আজারবাইজান ও জর্জিয়ায় বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আফ্রিকার দেশ বুরুন্ডি ও বারকিনা ফাসোর কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। টেম্বনের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের যে অসাধারণ উন্নয়ন অভিজ্ঞতা রয়েছে তা বিশ্ববাসীকে জানাতে পারে।

মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯ , ১৮ আষাঢ় ১৪২৫, ২৮ শাওয়াল ১৪৪০

বিশ্বব্যাংকের নতুন আবাসিক প্রতিনিধি টেম্বন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে নতুন আবাসিক প্রতিনিধি হয়েছেন আফ্রিকার দেশ ক্যামেরুনের মারসি মিয়াং টেম্বন।

১ জুলাই থেকে তিনি বাংলাদেশ ও ভুটানের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন। রোববার বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ব্যাংকের কর্মকর্তা টেম্বনের ব্যাংক পরিচালনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অনেক দেশের সামাজিক উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে অবদান রাখার বিরল অভিজ্ঞতা রয়েছে। টেম্বন ২০০০ সালে বিশ্ব ব্যাংকে চাকরি শুরু করেন। বিভিন্ন দেশে শিক্ষা খাতের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

এর আগে তিনি আর্মেনিয়া, আজারবাইজান ও জর্জিয়ায় বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আফ্রিকার দেশ বুরুন্ডি ও বারকিনা ফাসোর কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন। টেম্বনের উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের যে অসাধারণ উন্নয়ন অভিজ্ঞতা রয়েছে তা বিশ্ববাসীকে জানাতে পারে।