মাধবদীতে কালভার্ট ভাঙা রাস্তা চলাচলের অযোগ্য

মাধবদী পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে শীতলাবাড়ী রোড পাকা রাস্তা ও মধ্যখানের ব্রিজ ভেঙ্গে চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটির বহু জায়গায় ছোট বড় খাদের সৃষ্টি হয়েছে। ব্রিজের দু’পাশের রেলিং ভাঙ্গা। কোন কোন স্থানে পুরো সড়ক গভীর খাদে রূপ নিয়েছে।এসব গর্ত জায়গায় গাড়ি চলাচলের সময় এদিক ওদিক দুলতে থাকে। গর্ত দিয়ে চলার সময় দুটি গাড়ি ওভারটেক করার সময় একটি অন্যটির ওপর হেলে পড়ে জানালার কাচ ও অন্যন্য অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এমনকি যাত্রীরাও শারীরিকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। এ অবস্থায় দীর্ঘদিন মারাত্মক ঝুঁকি নিয়ে এ নড়বড়ে ব্রিজ দিয়েই প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ ও ছোট থেকে ভাড়ি যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। ঘটে চলেছে ছোটখাট দুর্ঘটনা। এ রাস্তায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট তো নিত্যদিনেরই দৃশ্য। মধাবদী ব্যাংক পট্রি থেকে মূল বাজারের গলিপথ গুলোও চলাচল অযোগ্য দীর্ঘদিন। এ ছাড়া শেখেরচর,ফুলতলা দিয়ে মাধবদীর প্রবেশপথ পর্যন্ত রাস্তাটিও কয়েক বছর বড় বড় গর্ত হয়ে চলাচল অযোগ্য এবং রাস্তার দু পাশে মিল ফ্যাক্টরীর সুতার ভিম রাখায় অন্যদিকে রাস্তার পাশ দিয়ে নেয়া ড্রেন ভেঙ্গে উপছে পড়া ময়লার দুর্গন্ধ এবং সঙ্কুচিত যাওয়ায় এ রাস্তায় সাধারণ মানুষ ও যান চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ফলে এক পাশ দিয়ে মানুষ চলাচল অন্যপাশে রিকশা ভ্যান গাড়ির যানজট এখন নিত্যদিনের দৃশ্য। কোথাও কোথাও খোলা ড্রেনের ময়লার দুর্গন্ধে চলাচল মারাতœক সমস্যা হয়ে পড়েছে। অটো রিকশা ও মালামালবহণকারী ভ্যান কভারভ্যান ঢুকলে দীর্ঘ সময়ের জন্য জ্যাম লেগে গাড়ি চলাচচল এবং সাধারণ মানুষও যাতায়াত করতে ৫ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লেগে যায় আধা ঘন্টা।

এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে প্রতিদিন। অপরদিকে বাসস্ট্যান্ড থেকে বাজার ও স্কুল-কলেজে যাতায়াতের ভাঙ্গা রাস্তায় যানজট দীর্ঘ সময় থাকায় চলচলকারীরা সমস্যায় পড়া এখন নিত্যদিনের ঘটনা। এ ছাড়াও বিরামপুর, নওপাড়া,টাটাপাড়ার রাস্তাও স্থানে স্থানে ভেঙ্গে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে খানাখন্দে মারাতœক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে মাধবদী পৌরসভার প্রাণকেন্দ্র কলেজ রোড, শীথলা বাড়ি থেকে মাধবদী বাসস্ট্যান্ড হয়ে পৌরসভায় ঢুকার রাস্তাটির অবস্থাও নাজুক। এ ব্যাপারে পৌরমেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনারদের সঙ্গে আলাপ করলে তারা জানান, সবগুলো রাস্তার ব্যাপারেই প্রকল্প দেওয়া হয়েছে। আশা করি শিঘ্রই কাজ শুরু হবে।

image

মাধবদী (নরসিংদী) : বাসস্ট্যান্ড-শীতলবাড়ী সড়কে নড়বড়ে কালভার্ট -সংবাদ

আরও খবর
আউটসোর্সিং কর্মীদের ভাতার টাকা আত্মসাৎ
বিলীন হচ্ছে কক্সবাজার সৈকতের ঝাউ বাগান
বদরগঞ্জে মহিলা বিষয়ক কর্তার অনিয়ম : তদন্ত শুরু
প্রতিযোগিতায় টিকতে চাই পেশাগত জ্ঞান
বরুড়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ২৫ হাজার
শাজাহানপুরে এলজিএসপি’র টাকায় নিম্নমানের কাজ
পটিয়ায় মসজিদের নাম নিয়ে দ্বন্দ্বে জনতা-পুলিশ
রেলের অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা আত্মসাতে জালিয়াতি
মীরসরাই পাবলিক লাইব্রেরিতে বই পড়তে দেয়া হয় না!
ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর নতুন সেতু চালু শীঘ্রই
সাভারে ঝুঁকিপূর্ণ দুই ভবন সিলগালা
নরসিংদীতে পবিসের প্রিপেইড মিটারের প্রতিবাদে মানববন্ধন
শ্রীপুরের জৈনাবাজার দেশের বৃহত্তম কাঁঠালের হাট
সাভারে তুরাগে ডুবে শিশুর মৃত্যু
শেরপুরে বিদ্যুতে গৃহবধূর মৃত্যু

মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯ , ১৮ আষাঢ় ১৪২৫, ২৮ শাওয়াল ১৪৪০

মাধবদীতে কালভার্ট ভাঙা রাস্তা চলাচলের অযোগ্য

প্রতিনিধি, মাধবদী (নরসিংদী)

image

মাধবদী (নরসিংদী) : বাসস্ট্যান্ড-শীতলবাড়ী সড়কে নড়বড়ে কালভার্ট -সংবাদ

মাধবদী পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে শীতলাবাড়ী রোড পাকা রাস্তা ও মধ্যখানের ব্রিজ ভেঙ্গে চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটির বহু জায়গায় ছোট বড় খাদের সৃষ্টি হয়েছে। ব্রিজের দু’পাশের রেলিং ভাঙ্গা। কোন কোন স্থানে পুরো সড়ক গভীর খাদে রূপ নিয়েছে।এসব গর্ত জায়গায় গাড়ি চলাচলের সময় এদিক ওদিক দুলতে থাকে। গর্ত দিয়ে চলার সময় দুটি গাড়ি ওভারটেক করার সময় একটি অন্যটির ওপর হেলে পড়ে জানালার কাচ ও অন্যন্য অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এমনকি যাত্রীরাও শারীরিকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। এ অবস্থায় দীর্ঘদিন মারাত্মক ঝুঁকি নিয়ে এ নড়বড়ে ব্রিজ দিয়েই প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ ও ছোট থেকে ভাড়ি যানবাহন মারাত্মক ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। ঘটে চলেছে ছোটখাট দুর্ঘটনা। এ রাস্তায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট তো নিত্যদিনেরই দৃশ্য। মধাবদী ব্যাংক পট্রি থেকে মূল বাজারের গলিপথ গুলোও চলাচল অযোগ্য দীর্ঘদিন। এ ছাড়া শেখেরচর,ফুলতলা দিয়ে মাধবদীর প্রবেশপথ পর্যন্ত রাস্তাটিও কয়েক বছর বড় বড় গর্ত হয়ে চলাচল অযোগ্য এবং রাস্তার দু পাশে মিল ফ্যাক্টরীর সুতার ভিম রাখায় অন্যদিকে রাস্তার পাশ দিয়ে নেয়া ড্রেন ভেঙ্গে উপছে পড়া ময়লার দুর্গন্ধ এবং সঙ্কুচিত যাওয়ায় এ রাস্তায় সাধারণ মানুষ ও যান চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ফলে এক পাশ দিয়ে মানুষ চলাচল অন্যপাশে রিকশা ভ্যান গাড়ির যানজট এখন নিত্যদিনের দৃশ্য। কোথাও কোথাও খোলা ড্রেনের ময়লার দুর্গন্ধে চলাচল মারাতœক সমস্যা হয়ে পড়েছে। অটো রিকশা ও মালামালবহণকারী ভ্যান কভারভ্যান ঢুকলে দীর্ঘ সময়ের জন্য জ্যাম লেগে গাড়ি চলাচচল এবং সাধারণ মানুষও যাতায়াত করতে ৫ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লেগে যায় আধা ঘন্টা।

এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে প্রতিদিন। অপরদিকে বাসস্ট্যান্ড থেকে বাজার ও স্কুল-কলেজে যাতায়াতের ভাঙ্গা রাস্তায় যানজট দীর্ঘ সময় থাকায় চলচলকারীরা সমস্যায় পড়া এখন নিত্যদিনের ঘটনা। এ ছাড়াও বিরামপুর, নওপাড়া,টাটাপাড়ার রাস্তাও স্থানে স্থানে ভেঙ্গে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে খানাখন্দে মারাতœক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে মাধবদী পৌরসভার প্রাণকেন্দ্র কলেজ রোড, শীথলা বাড়ি থেকে মাধবদী বাসস্ট্যান্ড হয়ে পৌরসভায় ঢুকার রাস্তাটির অবস্থাও নাজুক। এ ব্যাপারে পৌরমেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনারদের সঙ্গে আলাপ করলে তারা জানান, সবগুলো রাস্তার ব্যাপারেই প্রকল্প দেওয়া হয়েছে। আশা করি শিঘ্রই কাজ শুরু হবে।