নরসিংদীতে পবিসের প্রিপেইড মিটারের প্রতিবাদে মানববন্ধন

নরসিংদীতে পল্লী বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে মাধবদী বাসস্ট্যান্ডে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নরসিংদী সদর উপজেলা শাখা, মাধবদী থানা শাখা,হিউম্যান রাইডস রিভিউ মাধবদী শাখা ও ভুক্তভোগীদের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে মাধবদী পৌর এলাকা, কবিরাজপুর, কান্দাপাড়া, টাটাপাড়া, বিরামপুর, নুরালাপুর, আমদিয়া, কাঠালিয়া, আনন্দী ও আশপাশ এলাকার প্রায় ৫ শতাধিক ভুক্তভোগী গ্রাহক এতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপনের কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল খরচ, বাড়তি মিটার ভাড়া, ডিমান্ড চার্জসহসহ নানা ভোগান্তি বাড়লেও গ্রাহকের ইচ্ছের বিরুদ্ধেই মিটার স্থাপন করা হচ্ছে। এতে অসন্তোষ ছড়িয়ে পড়েছে গ্রাহকদের মধ্যে।

এসব মিটার স্থাপনের ফলে আগের তুলনায় বাড়তি বিদ্যুৎ বিল, অতিরিক্ত ৩০ টাকা মিটার ভাড়া ও পর্যাপ্ত রিচার্জ সুবিধা না থাকার ভোগান্তি ক্রমেই বাড়ছে। এছাড়া সময় মতো রিচার্জ করতে না পাড়লে বিদ্যুৎ সংযোগ গভীর রাতেও বন্ধ হয়ে যায়। এসব নতুন বিড়ম্বনার কারণেই প্রিপেইড মিটারের প্রতি অনাগ্রহী সব ধরণের গ্রাহকরা।

আরও খবর
আউটসোর্সিং কর্মীদের ভাতার টাকা আত্মসাৎ
বিলীন হচ্ছে কক্সবাজার সৈকতের ঝাউ বাগান
বদরগঞ্জে মহিলা বিষয়ক কর্তার অনিয়ম : তদন্ত শুরু
প্রতিযোগিতায় টিকতে চাই পেশাগত জ্ঞান
বরুড়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ২৫ হাজার
শাজাহানপুরে এলজিএসপি’র টাকায় নিম্নমানের কাজ
পটিয়ায় মসজিদের নাম নিয়ে দ্বন্দ্বে জনতা-পুলিশ
রেলের অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা আত্মসাতে জালিয়াতি
মীরসরাই পাবলিক লাইব্রেরিতে বই পড়তে দেয়া হয় না!
মাধবদীতে কালভার্ট ভাঙা রাস্তা চলাচলের অযোগ্য
ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর নতুন সেতু চালু শীঘ্রই
সাভারে ঝুঁকিপূর্ণ দুই ভবন সিলগালা
শ্রীপুরের জৈনাবাজার দেশের বৃহত্তম কাঁঠালের হাট
সাভারে তুরাগে ডুবে শিশুর মৃত্যু
শেরপুরে বিদ্যুতে গৃহবধূর মৃত্যু

মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯ , ১৮ আষাঢ় ১৪২৫, ২৮ শাওয়াল ১৪৪০

নরসিংদীতে পবিসের প্রিপেইড মিটারের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে পল্লী বিদ্যুতের ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে মাধবদী বাসস্ট্যান্ডে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নরসিংদী সদর উপজেলা শাখা, মাধবদী থানা শাখা,হিউম্যান রাইডস রিভিউ মাধবদী শাখা ও ভুক্তভোগীদের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে মাধবদী পৌর এলাকা, কবিরাজপুর, কান্দাপাড়া, টাটাপাড়া, বিরামপুর, নুরালাপুর, আমদিয়া, কাঠালিয়া, আনন্দী ও আশপাশ এলাকার প্রায় ৫ শতাধিক ভুক্তভোগী গ্রাহক এতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপনের কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল খরচ, বাড়তি মিটার ভাড়া, ডিমান্ড চার্জসহসহ নানা ভোগান্তি বাড়লেও গ্রাহকের ইচ্ছের বিরুদ্ধেই মিটার স্থাপন করা হচ্ছে। এতে অসন্তোষ ছড়িয়ে পড়েছে গ্রাহকদের মধ্যে।

এসব মিটার স্থাপনের ফলে আগের তুলনায় বাড়তি বিদ্যুৎ বিল, অতিরিক্ত ৩০ টাকা মিটার ভাড়া ও পর্যাপ্ত রিচার্জ সুবিধা না থাকার ভোগান্তি ক্রমেই বাড়ছে। এছাড়া সময় মতো রিচার্জ করতে না পাড়লে বিদ্যুৎ সংযোগ গভীর রাতেও বন্ধ হয়ে যায়। এসব নতুন বিড়ম্বনার কারণেই প্রিপেইড মিটারের প্রতি অনাগ্রহী সব ধরণের গ্রাহকরা।