শেরপুরে বিদ্যুতে গৃহবধূর মৃত্যু

বগুড়ার শেরপুরে ডিশ লাইনের তার লাগাতে গিয়ে বিদ্যুত পিষ্ট হয়ে মালঞ্চা বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের মো. বেল্লাল হোসেনের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। তারা হলেন- উপজেলার বাগড়া কলোনী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ওমর আলী (৫০) ও একই গ্রামের আব্দুল লতিফের ছেলে আশরাফ আলী (৩৫)।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, খবর ও নাটক দেখার জন্য বাড়ির টেলিভিশনে ডিশ লাইনের তারের জ্যাক লাগাচ্ছিলেন গৃহবধূ মালঞ্চা বেগম। কিন্তু ডিশ লাইন বিদ্যুতায়িত হয়েছিল সে বিষয়টি আঁচ করতে পারেননি তিনি। লাইন লাগানোর সময় জ্যাকে হাত পড়লেই মালঞ্চা বেগম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গৃহবধূ মালঞ্চাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশি ওই দুই ব্যক্তি নিজেরাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আরও খবর
আউটসোর্সিং কর্মীদের ভাতার টাকা আত্মসাৎ
বিলীন হচ্ছে কক্সবাজার সৈকতের ঝাউ বাগান
বদরগঞ্জে মহিলা বিষয়ক কর্তার অনিয়ম : তদন্ত শুরু
প্রতিযোগিতায় টিকতে চাই পেশাগত জ্ঞান
বরুড়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ২৫ হাজার
শাজাহানপুরে এলজিএসপি’র টাকায় নিম্নমানের কাজ
পটিয়ায় মসজিদের নাম নিয়ে দ্বন্দ্বে জনতা-পুলিশ
রেলের অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের টাকা আত্মসাতে জালিয়াতি
মীরসরাই পাবলিক লাইব্রেরিতে বই পড়তে দেয়া হয় না!
মাধবদীতে কালভার্ট ভাঙা রাস্তা চলাচলের অযোগ্য
ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর নতুন সেতু চালু শীঘ্রই
সাভারে ঝুঁকিপূর্ণ দুই ভবন সিলগালা
নরসিংদীতে পবিসের প্রিপেইড মিটারের প্রতিবাদে মানববন্ধন
শ্রীপুরের জৈনাবাজার দেশের বৃহত্তম কাঁঠালের হাট
সাভারে তুরাগে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯ , ১৮ আষাঢ় ১৪২৫, ২৮ শাওয়াল ১৪৪০

শেরপুরে বিদ্যুতে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে ডিশ লাইনের তার লাগাতে গিয়ে বিদ্যুত পিষ্ট হয়ে মালঞ্চা বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের মো. বেল্লাল হোসেনের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি। তারা হলেন- উপজেলার বাগড়া কলোনী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ওমর আলী (৫০) ও একই গ্রামের আব্দুল লতিফের ছেলে আশরাফ আলী (৩৫)।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, খবর ও নাটক দেখার জন্য বাড়ির টেলিভিশনে ডিশ লাইনের তারের জ্যাক লাগাচ্ছিলেন গৃহবধূ মালঞ্চা বেগম। কিন্তু ডিশ লাইন বিদ্যুতায়িত হয়েছিল সে বিষয়টি আঁচ করতে পারেননি তিনি। লাইন লাগানোর সময় জ্যাকে হাত পড়লেই মালঞ্চা বেগম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া গৃহবধূ মালঞ্চাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশি ওই দুই ব্যক্তি নিজেরাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।