আবারও বিজ্ঞাপনে শান্তা জাহান

চলতি সপ্তাহে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন শান্তা জাহান। ফেরদৌস হাসান প্রিন্সের পরিচালনায় একটি নতুন বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের টিভি বিজ্ঞাপনে মডেল হয়েছেন শান্তা জাহান। এতে তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন ওমর মালিক। শান্তা জাহান বলেন, ‘সত্যি বলতে কী অনেক বিজ্ঞাপনেই মডেল হিসেবে কাজ করার প্রস্তাব পাই। কিন্তু অনেক সময় উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকার কারণে ব্যাটে বলে মিলে না। এটা সত্যি উপস্থাপনার চেয়ে বিজ্ঞাপনে কাজ করলে পারিশ্রমিক বেশি পাওয়া যায়। কিন্তু উপস্থাপনাটা আমার আরাধনার জায়গা। আর মডেলিংটা আমার ভালোলাগা, ভালোবাসার জায়গা। সুযোগ পেলেই এখানে কাজ করার চেষ্টা করি। যেহেতু কাজের বিরতি ছিল তাই এই বিজ্ঞাপনে কাজ করেছি। বিজ্ঞাপনটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে আশা করি।’ নির্মাতা প্রিন্স বলেন, ‘শান্তা আপুকে নিয়ে কাজ করার আগ্রহ ছিল আমার। যে কারণে তার শিডিউল মিলিয়ে কাজটি করেছি। উন্নত প্রযুক্তিতে একটি ভালো বিজ্ঞাপন নির্মাণ করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।’ চলতি মাসেই দেশের প্রায় সবগুলো চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারে আসবে। এদিকে গেল বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ক্লাবে ‘হারানো সেই সুর’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন শান্তা জাহান। এতে তার উপস্থাপনায় গান গেয়েছেন আগুন, মৌটুসী, সাব্বির ও নন্দিতা। এছাড়া গেল ৩০ জুন রংপুর পুলিশ লাইন্সের বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করেন শান্তা জাহান।

মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯ , ১৮ আষাঢ় ১৪২৫, ২৮ শাওয়াল ১৪৪০

আবারও বিজ্ঞাপনে শান্তা জাহান

বিনোদন প্রতিবেদক

image

চলতি সপ্তাহে নতুন একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন শান্তা জাহান। ফেরদৌস হাসান প্রিন্সের পরিচালনায় একটি নতুন বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের টিভি বিজ্ঞাপনে মডেল হয়েছেন শান্তা জাহান। এতে তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন ওমর মালিক। শান্তা জাহান বলেন, ‘সত্যি বলতে কী অনেক বিজ্ঞাপনেই মডেল হিসেবে কাজ করার প্রস্তাব পাই। কিন্তু অনেক সময় উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকার কারণে ব্যাটে বলে মিলে না। এটা সত্যি উপস্থাপনার চেয়ে বিজ্ঞাপনে কাজ করলে পারিশ্রমিক বেশি পাওয়া যায়। কিন্তু উপস্থাপনাটা আমার আরাধনার জায়গা। আর মডেলিংটা আমার ভালোলাগা, ভালোবাসার জায়গা। সুযোগ পেলেই এখানে কাজ করার চেষ্টা করি। যেহেতু কাজের বিরতি ছিল তাই এই বিজ্ঞাপনে কাজ করেছি। বিজ্ঞাপনটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে আশা করি।’ নির্মাতা প্রিন্স বলেন, ‘শান্তা আপুকে নিয়ে কাজ করার আগ্রহ ছিল আমার। যে কারণে তার শিডিউল মিলিয়ে কাজটি করেছি। উন্নত প্রযুক্তিতে একটি ভালো বিজ্ঞাপন নির্মাণ করেছি। আশা করি দর্শকের ভালো লাগবে।’ চলতি মাসেই দেশের প্রায় সবগুলো চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচারে আসবে। এদিকে গেল বৃহস্পতিবার রাজধানীর উত্তরা ক্লাবে ‘হারানো সেই সুর’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন শান্তা জাহান। এতে তার উপস্থাপনায় গান গেয়েছেন আগুন, মৌটুসী, সাব্বির ও নন্দিতা। এছাড়া গেল ৩০ জুন রংপুর পুলিশ লাইন্সের বিশেষ অনুষ্ঠানের উপস্থাপনা করেন শান্তা জাহান।