ছাড়পত্র পেল ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’

ছাড়পত্র লাভ করেছে সিনেমা ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’। সিনেমাটির কাজ শেষ হয়েছে বছর তিনেক আগে। সিনেমাটি নির্মাণ করেছেন ডায়েল রহমান। শুরুতে এ সিনেমার নাম ছিল ‘দুদু মিয়া’। তবে সেন্সর বোর্ডে জমা দেয়ার আগে সেই নাম পরিবর্তন করে ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’ দেন নির্মাতা। নতুন নামেই ছাড়পত্র লাভ করেছে সিনেমাটি। গত ২৭ জুন সেন্সর বোর্ড সিনেমাটিকে মুক্তির অনুমতি দিয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমার গল্প আবর্তিত হয়েছে ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সংগঠিত ফরায়েজী আন্দোলনের অন্যতম নেতা দুদু মিয়ার জীবনকে ঘিরে। তার জীবন, আন্দোলন ও সেই সময়কার পরিস্থিতি তুলে ধরা হয়েছে এ সিনেমায়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র তথা দুদু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন আমিন খান। তার বিপরীতে অভিনয় করেছেন নওশীন।

মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯ , ১৮ আষাঢ় ১৪২৫, ২৮ শাওয়াল ১৪৪০

ছাড়পত্র পেল ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’

বিনোদন প্রতিবেদক

image

ছাড়পত্র লাভ করেছে সিনেমা ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’। সিনেমাটির কাজ শেষ হয়েছে বছর তিনেক আগে। সিনেমাটি নির্মাণ করেছেন ডায়েল রহমান। শুরুতে এ সিনেমার নাম ছিল ‘দুদু মিয়া’। তবে সেন্সর বোর্ডে জমা দেয়ার আগে সেই নাম পরিবর্তন করে ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’ দেন নির্মাতা। নতুন নামেই ছাড়পত্র লাভ করেছে সিনেমাটি। গত ২৭ জুন সেন্সর বোর্ড সিনেমাটিকে মুক্তির অনুমতি দিয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমার গল্প আবর্তিত হয়েছে ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সংগঠিত ফরায়েজী আন্দোলনের অন্যতম নেতা দুদু মিয়ার জীবনকে ঘিরে। তার জীবন, আন্দোলন ও সেই সময়কার পরিস্থিতি তুলে ধরা হয়েছে এ সিনেমায়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র তথা দুদু মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন আমিন খান। তার বিপরীতে অভিনয় করেছেন নওশীন।