এরশাদকে দেখতে হাসপাতালে কাদের

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সকালে এরশাদকে দেখতে সিএমএইচ’র আইসিইউতে যান তিনি। এ সময় তিনি জাপা চেয়ারম্যানের শারীরিক অবস্থার খোঁজ নেন। জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

অসুস্থ বোধ করায় এইচ এম এরশাদকে গত ২৬ জুন সিএমএইচ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। জাপার একটি সূত্র জানায় এইচ এম এরশদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতাকে দেখতে যান জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। তার সঙ্গে ছিলেন ছেলে রাহ্গীর আল মাহে এরশাদ ওরফে সাদ এরশাদ। রোববার রাতে এরশাদকে দেখতে যান জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। সর্বশেষ গত ২০ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান এরশাদ। সেখান থেকে ফেরেন ৪ ফেব্রুয়ারি। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ ২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এরশাদ। ভোটের মাত্র তিন দিন আগে ২৬ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।

আরও খবর
শ্রদ্ধা-ভালোবাসায় হলি আর্টিজানে হামলায় নিহতদের স্মরণ
পাঠ্যপুস্তক প্রস্তুতকারীদের প্রতি শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
প্রতি উপজেলা ফায়ার সার্ভিসের সেবার আওতায় আনা হবে
হলি আর্টিজানসহ আলোচিত মামলাসমূহের বিচার দ্রুত শেষ হবে
আজ সূর্যগ্রহণ
জেএমবি জঙ্গিরা এখন ইন্টারনেটে সক্রিয়
নদী ‘জীবন্ত সত্তা’
ভয়াবহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবি
এলএনজি ব্যবসায়ীদের পকেট ভারী করতে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়
জড়িত মানব পাচারকারীদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
দুদকে হাজির হননি মিজান ও বাছির
জীবিকার নিশ্চয়তা না থাকায় উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ কমেছে

মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯ , ১৮ আষাঢ় ১৪২৫, ২৮ শাওয়াল ১৪৪০

এরশাদকে দেখতে হাসপাতালে কাদের

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সকালে এরশাদকে দেখতে সিএমএইচ’র আইসিইউতে যান তিনি। এ সময় তিনি জাপা চেয়ারম্যানের শারীরিক অবস্থার খোঁজ নেন। জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

অসুস্থ বোধ করায় এইচ এম এরশাদকে গত ২৬ জুন সিএমএইচ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। জাপার একটি সূত্র জানায় এইচ এম এরশদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতাকে দেখতে যান জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। তার সঙ্গে ছিলেন ছেলে রাহ্গীর আল মাহে এরশাদ ওরফে সাদ এরশাদ। রোববার রাতে এরশাদকে দেখতে যান জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। সর্বশেষ গত ২০ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যান এরশাদ। সেখান থেকে ফেরেন ৪ ফেব্রুয়ারি। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ ২০১৮ সালের ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এরশাদ। ভোটের মাত্র তিন দিন আগে ২৬ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।