দুদকে হাজির হননি মিজান ও বাছির

পুলিশের বিতর্কিত ডিআইজি (সাময়িক বরখাস্ত) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছির ব্যক্তিগত ও অসুস্থতার কারণ দেখিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি। গতকাল দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানান। ঘুষ কেলেঙ্কারির (অডিও প্রকাশ) অভিযোগ খতিয়ে দেখতে মিজান ও বাছিরকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে গত ২৪ জুলাই তলব করে নোটিশ পাঠায় দুদক। গতকাল তাদের হাজির হওয়ার কথা থাকলেও কারণ দেখিয়ে তারা হাজির হননি।

এনামুল বাছির অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হননি। অন্যদিকে গত রোববার ডিআইজি মিজান দুদককে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি ব্যক্তিগত সমস্যায় আছেন। তাই তার সময়ের প্রয়োজন। পরবর্তী যেকোন সময় বক্তব্য দিতে আপত্তি থাকবে না। এর আগে গত ২৫ জুন রাতে তাকে বরখাস্ত করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়। গতকাল তিনি আগাম জামিন নিতে হাইকোর্টে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। তিন কোটি সাত লাখ টাকার সম্পদ গোপন এবং তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৪ জুন ডিআইজি মিজানসহ আরও তিনজনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার বাকি তিন আসামি হলো- মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান।

আরও খবর
শ্রদ্ধা-ভালোবাসায় হলি আর্টিজানে হামলায় নিহতদের স্মরণ
পাঠ্যপুস্তক প্রস্তুতকারীদের প্রতি শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
প্রতি উপজেলা ফায়ার সার্ভিসের সেবার আওতায় আনা হবে
এরশাদকে দেখতে হাসপাতালে কাদের
হলি আর্টিজানসহ আলোচিত মামলাসমূহের বিচার দ্রুত শেষ হবে
আজ সূর্যগ্রহণ
জেএমবি জঙ্গিরা এখন ইন্টারনেটে সক্রিয়
নদী ‘জীবন্ত সত্তা’
ভয়াবহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবি
এলএনজি ব্যবসায়ীদের পকেট ভারী করতে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়
জড়িত মানব পাচারকারীদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
জীবিকার নিশ্চয়তা না থাকায় উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ কমেছে

মঙ্গলবার, ০২ জুলাই ২০১৯ , ১৮ আষাঢ় ১৪২৫, ২৮ শাওয়াল ১৪৪০

দুদকে হাজির হননি মিজান ও বাছির

নিজস্ব বার্তা পরিবেশক

পুলিশের বিতর্কিত ডিআইজি (সাময়িক বরখাস্ত) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্তকৃত পরিচালক খন্দকার এনামুল বাছির ব্যক্তিগত ও অসুস্থতার কারণ দেখিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি। গতকাল দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানান। ঘুষ কেলেঙ্কারির (অডিও প্রকাশ) অভিযোগ খতিয়ে দেখতে মিজান ও বাছিরকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হতে গত ২৪ জুলাই তলব করে নোটিশ পাঠায় দুদক। গতকাল তাদের হাজির হওয়ার কথা থাকলেও কারণ দেখিয়ে তারা হাজির হননি।

এনামুল বাছির অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হননি। অন্যদিকে গত রোববার ডিআইজি মিজান দুদককে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি ব্যক্তিগত সমস্যায় আছেন। তাই তার সময়ের প্রয়োজন। পরবর্তী যেকোন সময় বক্তব্য দিতে আপত্তি থাকবে না। এর আগে গত ২৫ জুন রাতে তাকে বরখাস্ত করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়। গতকাল তিনি আগাম জামিন নিতে হাইকোর্টে গেলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। তিন কোটি সাত লাখ টাকার সম্পদ গোপন এবং তিন কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৪ জুন ডিআইজি মিজানসহ আরও তিনজনকে আসামি করে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার বাকি তিন আসামি হলো- মিজানুর রহমানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান।