৭৪ শতাংশ ব্যাংকের শেয়ার দরে ধস

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৪৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আর ব্যাংক খাতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৪ শতাংশের শেয়ারদর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে গতকাল ৩০টি ব্যাংক লেনদেনে অংশ নেয়। ব্যাংকগুলোর মধ্যে ৪টি বা ১৩ শতাংশের শেয়ারদর বেড়েছে এবং ২২টি বা ৭৪ শতাংশের কমেছে। শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ৪টি বা ১৩ শতাংশ ব্যাংকের। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ার। প্রতিষ্ঠানটির ১ টাকা ৩০ পয়সা কমেছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা ১০ পয়সা কমেছে ব্র্যাক ব্যাংক ও তৃতীয় সর্বোচ্চ ১ টাকা করে কমেছে প্রাইম ও রূপালী ব্যাংকের। এ ছাড়া উত্তরা ব্যাংকের ৮০, ইস্টার্ন ব্যাংকের ৭০ এবং ইউনাইটেড কমার্শিয়াল, শাহজালাল ইসলামী, যমুনা ও সিটি ব্যাংকের ৫০ এবং এক্সিম ও ইসলামী ব্যাংকের ৩০ এবং সাউথইস্ট, প্রিমিয়ার, এনসিসি ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২০ এবং এবি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইএফআইসি, মার্কেন্টাইল, পূবালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারদর ১০ পয়সা কমেছে।

শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। ব্যাংকটির ৬০ পয়সা বেড়েছে এদিন। এছাড়া ট্রাস্ট ব্যাংকের ৩০ এবং আইসিবি ইসলামিক ও ব্যাংক এশিয়ার শেয়ারদর ১০ পয়সা বেড়েছে। এদিন লেনদেন শেষে শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪টি ব্যাংকের। ব্যাংকগুলো হলো সোস্যাল ইসলামী, ওয়ান, ন্যাশনাল ও ঢাকা ব্যাংক।

বুধবার, ০৩ জুলাই ২০১৯ , ১৯ আষাঢ় ১৪২৫, ২৯ শাওয়াল ১৪৪০

৭৪ শতাংশ ব্যাংকের শেয়ার দরে ধস

অর্থনৈতিক বার্তা পরিবেশক

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৪৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আর ব্যাংক খাতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৪ শতাংশের শেয়ারদর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে গতকাল ৩০টি ব্যাংক লেনদেনে অংশ নেয়। ব্যাংকগুলোর মধ্যে ৪টি বা ১৩ শতাংশের শেয়ারদর বেড়েছে এবং ২২টি বা ৭৪ শতাংশের কমেছে। শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ৪টি বা ১৩ শতাংশ ব্যাংকের। এদিন শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে ডাচ্-বাংলা ব্যাংকের শেয়ার। প্রতিষ্ঠানটির ১ টাকা ৩০ পয়সা কমেছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ টাকা ১০ পয়সা কমেছে ব্র্যাক ব্যাংক ও তৃতীয় সর্বোচ্চ ১ টাকা করে কমেছে প্রাইম ও রূপালী ব্যাংকের। এ ছাড়া উত্তরা ব্যাংকের ৮০, ইস্টার্ন ব্যাংকের ৭০ এবং ইউনাইটেড কমার্শিয়াল, শাহজালাল ইসলামী, যমুনা ও সিটি ব্যাংকের ৫০ এবং এক্সিম ও ইসলামী ব্যাংকের ৩০ এবং সাউথইস্ট, প্রিমিয়ার, এনসিসি ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ২০ এবং এবি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইএফআইসি, মার্কেন্টাইল, পূবালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারদর ১০ পয়সা কমেছে।

শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের। ব্যাংকটির ৬০ পয়সা বেড়েছে এদিন। এছাড়া ট্রাস্ট ব্যাংকের ৩০ এবং আইসিবি ইসলামিক ও ব্যাংক এশিয়ার শেয়ারদর ১০ পয়সা বেড়েছে। এদিন লেনদেন শেষে শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪টি ব্যাংকের। ব্যাংকগুলো হলো সোস্যাল ইসলামী, ওয়ান, ন্যাশনাল ও ঢাকা ব্যাংক।