লোক নাট্যদলের ৩৮ বছর পূর্তি অনুষ্ঠান

লোক নাট্যদলের ৩৮ বছর পূর্তি হচ্ছে ৬ জুলাই। এ উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে লিয়াকত আলী লাকীর নেতৃত্বাধীন লোক নাট্যদল। এই আয়োজনে ৫ জুলাই, সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দলের প্রযোজনা সোনাই মাধব এর মঞ্চায়ন হবে। ৬ জুলাই সন্ধ্যা ৬.৩০টা জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে লোক নাট্যদল স্বর্ণপদক ২০১৯ প্রদান অনুষ্ঠান ও দলের নতুন প্রযোজনা ‘আমরা তিনজন’ মঞ্চায়ন হবে। স্বর্ণপদক পাচ্ছেন কল্যাণ মিত্র, অধ্যাপক আব্দুস সেলিম ও তারিক আনাম খান। ১৯৮১ সালের ৬ জুলাই লিয়াকত আলী লাকীর নেতৃত্বে নাট্যপ্রেমী কিছু তরুণদের নিয়ে যাত্রা শুরু করে লোক নাট্যদল। দলটির উদ্যোগে ১৯৯০ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় শিশু-কিশোর ও যুবদের জাতীয় নাট্য সংঘ ‘পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (পিটিএ)’ এবং শিশু নাট্যদল ‘পিপলস লিটল থিয়েটার (পিএলটি)’। গত ২৯ বছরে পিটিএ’র সঙ্গে যুক্ত হয়েছে ২৮০টি সংগঠন। পিটিএ’র উদ্যোগে নিয়মিতভাবে শিশুদের নাট্যপাঠশালা, কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম, জাতীয় এবং আন্তর্জাতিক শিশু-কিশোর ও যুব নাট্যোৎসবের আয়োজন করা হয়।

বুধবার, ০৩ জুলাই ২০১৯ , ১৯ আষাঢ় ১৪২৫, ২৯ শাওয়াল ১৪৪০

লোক নাট্যদলের ৩৮ বছর পূর্তি অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক

image

লোক নাট্যদলের ৩৮ বছর পূর্তি হচ্ছে ৬ জুলাই। এ উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে লিয়াকত আলী লাকীর নেতৃত্বাধীন লোক নাট্যদল। এই আয়োজনে ৫ জুলাই, সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দলের প্রযোজনা সোনাই মাধব এর মঞ্চায়ন হবে। ৬ জুলাই সন্ধ্যা ৬.৩০টা জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে লোক নাট্যদল স্বর্ণপদক ২০১৯ প্রদান অনুষ্ঠান ও দলের নতুন প্রযোজনা ‘আমরা তিনজন’ মঞ্চায়ন হবে। স্বর্ণপদক পাচ্ছেন কল্যাণ মিত্র, অধ্যাপক আব্দুস সেলিম ও তারিক আনাম খান। ১৯৮১ সালের ৬ জুলাই লিয়াকত আলী লাকীর নেতৃত্বে নাট্যপ্রেমী কিছু তরুণদের নিয়ে যাত্রা শুরু করে লোক নাট্যদল। দলটির উদ্যোগে ১৯৯০ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় শিশু-কিশোর ও যুবদের জাতীয় নাট্য সংঘ ‘পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (পিটিএ)’ এবং শিশু নাট্যদল ‘পিপলস লিটল থিয়েটার (পিএলটি)’। গত ২৯ বছরে পিটিএ’র সঙ্গে যুক্ত হয়েছে ২৮০টি সংগঠন। পিটিএ’র উদ্যোগে নিয়মিতভাবে শিশুদের নাট্যপাঠশালা, কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম, জাতীয় এবং আন্তর্জাতিক শিশু-কিশোর ও যুব নাট্যোৎসবের আয়োজন করা হয়।