আবার বড় পর্দায় আমির-সালমান জুটি

নব্বইয়ের দশকে মুক্তি পেয়েছিল ‘আন্দাজ আপনা আপনা’। তারপর কেটে গেছে ২৫ বছর। এরপর আর এক সঙ্গে কোনও সিনেমায় দেখা যায়নি তাদের। আবার একসঙ্গে সিনেমার পর্দায় আসছেন আমির-সালমান। ‘আন্দাজ আপনা আপনা’র সিক্যুয়েলেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দুই তারকাকে। এছাড়া সিনেমার মূল চরিত্রের জন্য ভাবা হচ্ছে রণবীর সিং ও বরুণ ধবনকে। ১৯৯৪-এর মূল সিনেমায় ‘ক্রাইম মাস্টার গোগো’ এর চরিত্রে জনপ্রিয় হয়েছিলেন শক্তি কাপুর। তবে সিক্যুয়েলের সেই চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি। সিক্যুয়েলের চিত্রনাট্য লিখবেন ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার চিত্রনাট্যকার দিলীপ জোশী। জোশী বলেন, ‘সিক্যুয়েল লেখা সবসময়েই কঠিন। তবে সালমান ও আমিরকে ছাড়া সিনেমাটি বানালে তা অসম্পূর্ণ থেকে যাবে।’ আন্দাজ আপনা আপনা ২-এর প্রযোজক বিনয় সিনহা এবং প্রীতি সিনহা। প্রযোজকরা জানান, আন্দাজ আপনা আপনার সিকুয়েল হলেও আগের সিনেমার চিত্রনাট্যের সঙ্গে এটির কোনও সম্পর্ক নেই। এটি রিমেক ভাবলে ভুল হবে। এত জনপ্রিয় একটি সিনেমার সিক্যুয়েল করা বেশ কঠিন। কারণ, সিনেমাটি ভাল না হলে দর্শকরা আগের সিনেমাটির সঙ্গে তুলনা করবেন।

বুধবার, ০৩ জুলাই ২০১৯ , ১৯ আষাঢ় ১৪২৫, ২৯ শাওয়াল ১৪৪০

আবার বড় পর্দায় আমির-সালমান জুটি

বিনোদন ডেস্ক

নব্বইয়ের দশকে মুক্তি পেয়েছিল ‘আন্দাজ আপনা আপনা’। তারপর কেটে গেছে ২৫ বছর। এরপর আর এক সঙ্গে কোনও সিনেমায় দেখা যায়নি তাদের। আবার একসঙ্গে সিনেমার পর্দায় আসছেন আমির-সালমান। ‘আন্দাজ আপনা আপনা’র সিক্যুয়েলেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দুই তারকাকে। এছাড়া সিনেমার মূল চরিত্রের জন্য ভাবা হচ্ছে রণবীর সিং ও বরুণ ধবনকে। ১৯৯৪-এর মূল সিনেমায় ‘ক্রাইম মাস্টার গোগো’ এর চরিত্রে জনপ্রিয় হয়েছিলেন শক্তি কাপুর। তবে সিক্যুয়েলের সেই চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি। সিক্যুয়েলের চিত্রনাট্য লিখবেন ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার চিত্রনাট্যকার দিলীপ জোশী। জোশী বলেন, ‘সিক্যুয়েল লেখা সবসময়েই কঠিন। তবে সালমান ও আমিরকে ছাড়া সিনেমাটি বানালে তা অসম্পূর্ণ থেকে যাবে।’ আন্দাজ আপনা আপনা ২-এর প্রযোজক বিনয় সিনহা এবং প্রীতি সিনহা। প্রযোজকরা জানান, আন্দাজ আপনা আপনার সিকুয়েল হলেও আগের সিনেমার চিত্রনাট্যের সঙ্গে এটির কোনও সম্পর্ক নেই। এটি রিমেক ভাবলে ভুল হবে। এত জনপ্রিয় একটি সিনেমার সিক্যুয়েল করা বেশ কঠিন। কারণ, সিনেমাটি ভাল না হলে দর্শকরা আগের সিনেমাটির সঙ্গে তুলনা করবেন।