আজ ঢাকা থিয়েটার মঞ্চের ‘বহিপীর’

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল থিয়েটার হলে মঞ্চায়ন হবে ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ‘বহিপীর’। নাটকটি রচনা করেছেন সৈয়দ ওয়ালীউল্লাহ্। নির্দেশনা দিয়েছেন আফরিন হুদা। এ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহাদুল আমিন, অরনিকা শ্রাবণী, নূরুল আলম, সাফায়েত দুর্জয় প্রমুখ। বহিপীর’ নাটকটিতে দেখা যায়, জমিদার হাশেম আলি সূর্যাস্ত আইনে জমিদারি হারাতে বসেছেন, যা রক্ষা করতে বজরায় করে স্ত্রী খোদেজা ও পুত্র হাশেমকে নিয়ে রওনা হন তিনি। পথে তাদের বজরায় ঠাঁই পায় সদ্য বিবাহিত তরুণী তাহেরা ও বৃদ্ধ বহিপীর। বহিপীর যখন তার স্ত্রীকে উদ্ধারের নানা প্রচেষ্টায় রত ঠিক তখনই জীবন সচেতন হাশেম যে কোনো মূল্যেই পীরের কাছ থেকে তাহেরাকে রক্ষা করতে চায়। জমিদারের স্ত্রী চিরায়িত মুসলিম বাঙালি নারীর চিন্তার প্রকাশ। তাহেরা কার আশ্রিতা হবে তাই নিয়ে চিন্তা যখন চূড়ান্তে পৌঁছায় তখন জমিদার তার জমিদারি ধরে রাখতে ব্যর্থ হন। পীর সচেতনতার সঙ্গে অর্থের বিনিময়ে স্ত্রীর চুক্তিপত্র রচনা করেন। আশ্রিতা তাহেরা কাউকেই খুশি করতে পারে না। এ নিয়েই এগিয়ে যায় নাটকের কাহিনী। গ্রামীণ জীবনে ‘পীর’ প্রথার নামে ভ-ামি অশিক্ষা-কুশিক্ষা ও জীবনবর্জিত আচার-আচরণ তুলে ধরা হয়েছে নাটকে।

বুধবার, ০৩ জুলাই ২০১৯ , ১৯ আষাঢ় ১৪২৫, ২৯ শাওয়াল ১৪৪০

আজ ঢাকা থিয়েটার মঞ্চের ‘বহিপীর’

বিনোদন প্রতিবেদক

image

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল থিয়েটার হলে মঞ্চায়ন হবে ঢাকা থিয়েটার মঞ্চের নাটক ‘বহিপীর’। নাটকটি রচনা করেছেন সৈয়দ ওয়ালীউল্লাহ্। নির্দেশনা দিয়েছেন আফরিন হুদা। এ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহাদুল আমিন, অরনিকা শ্রাবণী, নূরুল আলম, সাফায়েত দুর্জয় প্রমুখ। বহিপীর’ নাটকটিতে দেখা যায়, জমিদার হাশেম আলি সূর্যাস্ত আইনে জমিদারি হারাতে বসেছেন, যা রক্ষা করতে বজরায় করে স্ত্রী খোদেজা ও পুত্র হাশেমকে নিয়ে রওনা হন তিনি। পথে তাদের বজরায় ঠাঁই পায় সদ্য বিবাহিত তরুণী তাহেরা ও বৃদ্ধ বহিপীর। বহিপীর যখন তার স্ত্রীকে উদ্ধারের নানা প্রচেষ্টায় রত ঠিক তখনই জীবন সচেতন হাশেম যে কোনো মূল্যেই পীরের কাছ থেকে তাহেরাকে রক্ষা করতে চায়। জমিদারের স্ত্রী চিরায়িত মুসলিম বাঙালি নারীর চিন্তার প্রকাশ। তাহেরা কার আশ্রিতা হবে তাই নিয়ে চিন্তা যখন চূড়ান্তে পৌঁছায় তখন জমিদার তার জমিদারি ধরে রাখতে ব্যর্থ হন। পীর সচেতনতার সঙ্গে অর্থের বিনিময়ে স্ত্রীর চুক্তিপত্র রচনা করেন। আশ্রিতা তাহেরা কাউকেই খুশি করতে পারে না। এ নিয়েই এগিয়ে যায় নাটকের কাহিনী। গ্রামীণ জীবনে ‘পীর’ প্রথার নামে ভ-ামি অশিক্ষা-কুশিক্ষা ও জীবনবর্জিত আচার-আচরণ তুলে ধরা হয়েছে নাটকে।