অপো’র আন্ডার-স্ক্রিন ক্যামেরা প্রযুক্তি

চীনের সাংহাইতে সদ্য শেষ হওয়া ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, সাংহাই ২০১৯’ এ শতভাগ বডি-টু-স্ক্রিন রেশিও সমৃদ্ধ স্মার্টফোন তৈরিতে আন্ডার-স্ক্রিন ক্যামেরা প্রযুক্তি, ফাইভ-জি নেটওয়ার্ক, আইওটি ও স্মার্ট হোম জোন এর মতো যুগান্তকারী সব উদ্ভাবন উন্মোচন করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। অপোর এই আন্ডারস্ক্রিন ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে বিশেষ ব্যবস্থায় স্ক্রিনের নিচেই স্থাপন করা হচ্ছে সেলফি ক্যামেরাটি, ফলে ফোনের বাইরের দিকে আলাদা কোনো প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন পড়ছে না সেলফি ক্যামেরা স্থাপনের জন্য। এছাড়া অপো উদ্ভাবিত স্মার্ট হোম জোন প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থান থেকে স্মার্টফোনেই নিয়ন্ত্রণ করা যাবে ২৬০টির অধিক ব্র্যান্ডের ২০ প্রকারের অ্যাপলায়েন্স। এমডাব্লিউসি-সাংহাই নিয়ে অপো’র প্রোডাক্ট ম্যানেজার কিয়াও জিয়াদং বলেন, “নতুন নতুন পণ্য আর প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফোন ব্যবহারকারীদের উন্নতর ও মানসম্পন্ন অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে কাজ করে চলেছে অপো। আন্ডার-স্ক্রিন ক্যামেরা, আইওটি, ৫জি নেটওয়ার্ক উপযোগী ও স্মার্ট হোম জোন প্রযুক্তি অপো’র প্রযুক্তি উদ্ভাবনে নিরন্তর প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ”। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ০৩ জুলাই ২০১৯ , ১৯ আষাঢ় ১৪২৫, ২৯ শাওয়াল ১৪৪০

অপো’র আন্ডার-স্ক্রিন ক্যামেরা প্রযুক্তি

image

চীনের সাংহাইতে সদ্য শেষ হওয়া ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, সাংহাই ২০১৯’ এ শতভাগ বডি-টু-স্ক্রিন রেশিও সমৃদ্ধ স্মার্টফোন তৈরিতে আন্ডার-স্ক্রিন ক্যামেরা প্রযুক্তি, ফাইভ-জি নেটওয়ার্ক, আইওটি ও স্মার্ট হোম জোন এর মতো যুগান্তকারী সব উদ্ভাবন উন্মোচন করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। অপোর এই আন্ডারস্ক্রিন ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে বিশেষ ব্যবস্থায় স্ক্রিনের নিচেই স্থাপন করা হচ্ছে সেলফি ক্যামেরাটি, ফলে ফোনের বাইরের দিকে আলাদা কোনো প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন পড়ছে না সেলফি ক্যামেরা স্থাপনের জন্য। এছাড়া অপো উদ্ভাবিত স্মার্ট হোম জোন প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থান থেকে স্মার্টফোনেই নিয়ন্ত্রণ করা যাবে ২৬০টির অধিক ব্র্যান্ডের ২০ প্রকারের অ্যাপলায়েন্স। এমডাব্লিউসি-সাংহাই নিয়ে অপো’র প্রোডাক্ট ম্যানেজার কিয়াও জিয়াদং বলেন, “নতুন নতুন পণ্য আর প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফোন ব্যবহারকারীদের উন্নতর ও মানসম্পন্ন অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে কাজ করে চলেছে অপো। আন্ডার-স্ক্রিন ক্যামেরা, আইওটি, ৫জি নেটওয়ার্ক উপযোগী ও স্মার্ট হোম জোন প্রযুক্তি অপো’র প্রযুক্তি উদ্ভাবনে নিরন্তর প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ”। সংবাদ বিজ্ঞপ্তি।