ভোটার তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে ঢাকা মহানগরীর (সূত্রাপুর, ওয়ারী ও ডেমরা থানা বাদে) নাগরিকদের তথ্য সংগ্রহ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি); চলবে ২৩ জুলাই পর্যন্ত। ভোটার হওয়ার যোগ্য নাগরিকের সঙ্গে যাদের বয়স ১৮ হয়নি এমন নাগরিকদের তথ্যও বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন দায়িত্বপ্রাপ্তরা। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব মো. আলমগীর। এ সময় ইসির যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, প্রথম পর্যায়ে ২৩ এপ্রিল থেকে ১৩৫টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। সেখানে এ পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ৩০৭ জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। সচিব বলেন, নির্ধারিত সময়ে কেউ ভোটার হতে না পারলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়েও যাথযথ নিয়মে ভোটার হওয়া যাবে।

তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ না করলে বা দায়িত্বে অবহেলা করলে, তাদের বিরুদ্ধে আইনে অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন ইসি সচিব আলগীর। এ ক্ষেত্রে কী ধরনের শাস্তির বিধান রয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আইনে অর্থদন্ড ও জেল জরিমানা উভয় দন্ডই আছে।

বুধবার, ০৩ জুলাই ২০১৯ , ১৯ আষাঢ় ১৪২৫, ২৯ শাওয়াল ১৪৪০

রাজধানীতে

ভোটার তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

নিজস্ব বার্তা পরিবেশক

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে ঢাকা মহানগরীর (সূত্রাপুর, ওয়ারী ও ডেমরা থানা বাদে) নাগরিকদের তথ্য সংগ্রহ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি); চলবে ২৩ জুলাই পর্যন্ত। ভোটার হওয়ার যোগ্য নাগরিকের সঙ্গে যাদের বয়স ১৮ হয়নি এমন নাগরিকদের তথ্যও বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন দায়িত্বপ্রাপ্তরা। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সচিব মো. আলমগীর। এ সময় ইসির যুগ্মসচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান আরজু উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, প্রথম পর্যায়ে ২৩ এপ্রিল থেকে ১৩৫টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। সেখানে এ পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ৩০৭ জন নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। সচিব বলেন, নির্ধারিত সময়ে কেউ ভোটার হতে না পারলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়েও যাথযথ নিয়মে ভোটার হওয়া যাবে।

তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ না করলে বা দায়িত্বে অবহেলা করলে, তাদের বিরুদ্ধে আইনে অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করেন ইসি সচিব আলগীর। এ ক্ষেত্রে কী ধরনের শাস্তির বিধান রয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আইনে অর্থদন্ড ও জেল জরিমানা উভয় দন্ডই আছে।