আইয়ুব বাচ্চুকে নিয়ে গাইলেন ফাহমিদা ও টুটুল

বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌলিক গান গাইলেন এস আই টুটুল ও ফাহমিদা নবী। তারা আইয়ুব বাচ্চুকে নিয়ে ‘মেনে নেওয়া যায় না’ শিরোনামের একটি গান গেয়েছেন। ‘না এভাবে মেনে নেওয়া যায় না, তোমার চলে যাওয়া, এই রূপালি গিটার ফেলে চলে একেলা’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন ও সুর করেছেন তিতাস কাজী। আগামী ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে গানটি অনলাইনে প্রকাশ করা হবে। গানটি প্রসঙ্গে এস আই টুটুল বলেন, ‘বাচ্চু ভাই ছিলেন আমার সঙ্গীতের শিক্ষকতুল্য। তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। একসঙ্গে ব্যান্ড করেছি আমরা। অনেক স্মৃতি জড়িয়ে আছে তার সঙ্গে। তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের জায়গা থেকেই গানটি করেছি। তিনি আমাদের মাঝে যেভাবে ছিলেন, সেভাবেই থেকে যাবেন সারা জীবন।’ ফাহমিদা নবী জানান, মেনে নেওয়া যায় না’ গানটির দুটি ভার্সন করা হয়েছে। একটি এস আই টুটুল গাইছেন, অন্যটি তিনি। তিনি বলেন, ‘বাংলা সঙ্গীতে আইয়ুব বাচ্চুর অবদান কতটা, সেটা আমরা সবাই জানি। তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা গানটি করেছি।’

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ , ২০ আষাঢ় ১৪২৫, ৩০ শাওয়াল ১৪৪০

আইয়ুব বাচ্চুকে নিয়ে গাইলেন ফাহমিদা ও টুটুল

বিনোদন প্রতিবেদক

image

বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মৌলিক গান গাইলেন এস আই টুটুল ও ফাহমিদা নবী। তারা আইয়ুব বাচ্চুকে নিয়ে ‘মেনে নেওয়া যায় না’ শিরোনামের একটি গান গেয়েছেন। ‘না এভাবে মেনে নেওয়া যায় না, তোমার চলে যাওয়া, এই রূপালি গিটার ফেলে চলে একেলা’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন ও সুর করেছেন তিতাস কাজী। আগামী ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে গানটি অনলাইনে প্রকাশ করা হবে। গানটি প্রসঙ্গে এস আই টুটুল বলেন, ‘বাচ্চু ভাই ছিলেন আমার সঙ্গীতের শিক্ষকতুল্য। তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। একসঙ্গে ব্যান্ড করেছি আমরা। অনেক স্মৃতি জড়িয়ে আছে তার সঙ্গে। তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের জায়গা থেকেই গানটি করেছি। তিনি আমাদের মাঝে যেভাবে ছিলেন, সেভাবেই থেকে যাবেন সারা জীবন।’ ফাহমিদা নবী জানান, মেনে নেওয়া যায় না’ গানটির দুটি ভার্সন করা হয়েছে। একটি এস আই টুটুল গাইছেন, অন্যটি তিনি। তিনি বলেন, ‘বাংলা সঙ্গীতে আইয়ুব বাচ্চুর অবদান কতটা, সেটা আমরা সবাই জানি। তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা গানটি করেছি।’