আরণ্যকের ‘দি জুবলী হোটেল’

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে আরণ্যক নাট্যদলের ‘দি জুবলী হোটেল’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা। এটি আরণ্যকের ৫৭তম প্রযোজনা। মফস্বল শহরের একটি বিখ্যাত চায়ের দোকানকে কেন্দ্র করে ‘দি জুবলী হোটেল’ নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, জুবলী হোটেলে শহরের সর্বস্তরের মানুষের নিয়মিত আড্ডা চলে। হারু মন্ডল নামের এক প্রবীণ নাট্য নির্দেশক তার দলবল নিয়ে এখানে নিয়মিত আড্ডা দেয় আর ‘সুলতান রাজিয়া’ নামক একটি নাটক করার জন্য নিয়মিত মিটিং করে। ২০ বছর ধরে এই প্রক্রিয়া চললেও অদ্যবধি সুলতান রাজিয়া মঞ্চে আসেনি। কারণ সুলতান রাজিয়া চরিত্রে অভিনয় করার জন্য কোনো অভিনেত্রী পাওয়া যাচ্ছে না।

শহরে আসে যাদুর দল ‘দি ঘোষ ম্যাজিক পার্টি’। সেই ম্যাজিক পার্টির নৃত্যশিল্পী হেমামালিনীকে দেখে হারু মন্ডলের মনে হয় সেই হতে পারে সুলতান রাজিয়া। হারু মন্ডল তাকে প্রস্তাব দেয় অভিনয় করার জন্য। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ম্যাজিক পার্টির সঙ্গে থাকা স্ট্যাম্পে চুক্তি। এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটিতে অভিনয় করবেন- মান্নান হীরা, তমালিকা কর্মকার, আরিফ হোসেন আপেল, সাজ্জাদ সাজু, রুবলী চৌধুরী, মনির জামান, অপু মেহেদী, ইশতিয়াক হোসেন, রিয়া, রানু, রিমা, আমানুল হক হেলাল, পার্থ চ্যাটার্জী, কৌশিক সাহা, মাহফুজ মুন্না, নিকিতা নন্দিনী, সাঈদ সুমন, মরু ভাস্কর, তাজউদ্দিন তাজু, রেজওয়ান পারভেজ, কামরুল হাসান, ফিরোজ মামুন, জুবায়ের জাহিদ, শাহরান, শেখ জিয়াদুল হক, এস রানা, আল আমিন, সুজাত শিমুল, সাক্ষ্য শাহীদ, আমিনুল হক প্রমুখ। নাটকটির সহকারী নির্দেশক হিসেবে রয়েছেন কামরুল হাসান, মঞ্চ ও আলোক পরিকল্পনায় ফয়েজ জহির, সংগীত পরিকল্পনা সুজেয় শ্যাম, পোশাক পরিকল্পনা সুরাইয়া শান্তা, কোরিওগ্রাফি প্রিয়াংকা পেরিস, পোস্টার ও প্রকাশনা মোস্তাফিজ কারিগর, অপু মেহেদী।

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ , ২০ আষাঢ় ১৪২৫, ৩০ শাওয়াল ১৪৪০

আরণ্যকের ‘দি জুবলী হোটেল’

বিনোদন প্রতিবেদক

image

আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে আরণ্যক নাট্যদলের ‘দি জুবলী হোটেল’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মান্নান হীরা। এটি আরণ্যকের ৫৭তম প্রযোজনা। মফস্বল শহরের একটি বিখ্যাত চায়ের দোকানকে কেন্দ্র করে ‘দি জুবলী হোটেল’ নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, জুবলী হোটেলে শহরের সর্বস্তরের মানুষের নিয়মিত আড্ডা চলে। হারু মন্ডল নামের এক প্রবীণ নাট্য নির্দেশক তার দলবল নিয়ে এখানে নিয়মিত আড্ডা দেয় আর ‘সুলতান রাজিয়া’ নামক একটি নাটক করার জন্য নিয়মিত মিটিং করে। ২০ বছর ধরে এই প্রক্রিয়া চললেও অদ্যবধি সুলতান রাজিয়া মঞ্চে আসেনি। কারণ সুলতান রাজিয়া চরিত্রে অভিনয় করার জন্য কোনো অভিনেত্রী পাওয়া যাচ্ছে না।

শহরে আসে যাদুর দল ‘দি ঘোষ ম্যাজিক পার্টি’। সেই ম্যাজিক পার্টির নৃত্যশিল্পী হেমামালিনীকে দেখে হারু মন্ডলের মনে হয় সেই হতে পারে সুলতান রাজিয়া। হারু মন্ডল তাকে প্রস্তাব দেয় অভিনয় করার জন্য। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ম্যাজিক পার্টির সঙ্গে থাকা স্ট্যাম্পে চুক্তি। এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটিতে অভিনয় করবেন- মান্নান হীরা, তমালিকা কর্মকার, আরিফ হোসেন আপেল, সাজ্জাদ সাজু, রুবলী চৌধুরী, মনির জামান, অপু মেহেদী, ইশতিয়াক হোসেন, রিয়া, রানু, রিমা, আমানুল হক হেলাল, পার্থ চ্যাটার্জী, কৌশিক সাহা, মাহফুজ মুন্না, নিকিতা নন্দিনী, সাঈদ সুমন, মরু ভাস্কর, তাজউদ্দিন তাজু, রেজওয়ান পারভেজ, কামরুল হাসান, ফিরোজ মামুন, জুবায়ের জাহিদ, শাহরান, শেখ জিয়াদুল হক, এস রানা, আল আমিন, সুজাত শিমুল, সাক্ষ্য শাহীদ, আমিনুল হক প্রমুখ। নাটকটির সহকারী নির্দেশক হিসেবে রয়েছেন কামরুল হাসান, মঞ্চ ও আলোক পরিকল্পনায় ফয়েজ জহির, সংগীত পরিকল্পনা সুজেয় শ্যাম, পোশাক পরিকল্পনা সুরাইয়া শান্তা, কোরিওগ্রাফি প্রিয়াংকা পেরিস, পোস্টার ও প্রকাশনা মোস্তাফিজ কারিগর, অপু মেহেদী।