নতুনভাবে আসছে ‘রোবোকপ’

নতুনরূপে আসছে ১৯৮৭ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘রোবোকপ’। তবে সিনেমার সিক্যুয়েল হিসেবে ‘রোবোকপ রিটার্ন্স’ নাম আসতে পারে বলে জানা গেছে। সিনেমাটি পরিচালনা করবেন নেইল ব্লুমক্যাম্প। ব্লুমক্যাম্প জানিয়েছেন সিক্যুয়েলে রোবোকপের পোশাক বদল না হলেও সিনেমায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। সিনেমার স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। ১৯৮৭ সালের ‘রোবোকপ’ সিনেমায় প্রধান চরিত্র অ্যালেক্স মারফি বা রোবোকপের চরিত্রে অভিনয় করেছিলেন পিটার ওয়েলার। নতুনরূপে কে থাকছেন তা এখনও জানা যায়নি। ক্ল্যাসিক সেই সাইন্স ফিকশন সিনেমাটি পরিচালনা করেছিলেন পল ভারহোএভেন।

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ , ২০ আষাঢ় ১৪২৫, ৩০ শাওয়াল ১৪৪০

নতুনভাবে আসছে ‘রোবোকপ’

বিনোদন ডেস্ক

image

নতুনরূপে আসছে ১৯৮৭ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘রোবোকপ’। তবে সিনেমার সিক্যুয়েল হিসেবে ‘রোবোকপ রিটার্ন্স’ নাম আসতে পারে বলে জানা গেছে। সিনেমাটি পরিচালনা করবেন নেইল ব্লুমক্যাম্প। ব্লুমক্যাম্প জানিয়েছেন সিক্যুয়েলে রোবোকপের পোশাক বদল না হলেও সিনেমায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। সিনেমার স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। ১৯৮৭ সালের ‘রোবোকপ’ সিনেমায় প্রধান চরিত্র অ্যালেক্স মারফি বা রোবোকপের চরিত্রে অভিনয় করেছিলেন পিটার ওয়েলার। নতুনরূপে কে থাকছেন তা এখনও জানা যায়নি। ক্ল্যাসিক সেই সাইন্স ফিকশন সিনেমাটি পরিচালনা করেছিলেন পল ভারহোএভেন।