পার্কিং-এরজায়গায় অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের

রাজধানীতে বিভিন্ন সড়কের পাশের ভবনগুলোয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত গাড়ি পার্কিংয়ের জায়গায় নির্মাণ করা দোকানপাট বা অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে ভবন মালিকরা স্বেচ্ছায় অবৈধ স্থাপনা অপসারণ না করলে রাজউককে তা ভাঙার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এ বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে দুটি ইংরেজি ও বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতেও রাজউককে নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরশেদ আর রাজউকের পক্ষে আইনজীবী এনাম হাসান।

আদালত তার রায়ে রাজউকের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে পার্কিংয়ের জায়গায় অবৈধ স্থাপনা অপসারণের বিষয়টি সবাইকে অবহিত করতে বলেছেন। এর পাশাপাশি এসব স্থাপনা অপসারণের অগ্রগতির ব্যাপারে আদালতকে অবহিত করতে রাজউক, সিটি করপোরেশন ও মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে ২০১৫ সালে ওই বিষয়ে রিট করা হলে হাইকোর্ট রুল জারি ও অন্তবরর্তীকালীন আদেশ দেন। মানবাধিকার ও পরিবেশ বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা ওই রিটের শুনানি শেষে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ , ২০ আষাঢ় ১৪২৫, ৩০ শাওয়াল ১৪৪০

গাড়ি

পার্কিং-এরজায়গায় অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীতে বিভিন্ন সড়কের পাশের ভবনগুলোয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত গাড়ি পার্কিংয়ের জায়গায় নির্মাণ করা দোকানপাট বা অবৈধ স্থাপনা ভাঙার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে ভবন মালিকরা স্বেচ্ছায় অবৈধ স্থাপনা অপসারণ না করলে রাজউককে তা ভাঙার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এ বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে দুটি ইংরেজি ও বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতেও রাজউককে নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরশেদ আর রাজউকের পক্ষে আইনজীবী এনাম হাসান।

আদালত তার রায়ে রাজউকের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিংয়ের মাধ্যমে পার্কিংয়ের জায়গায় অবৈধ স্থাপনা অপসারণের বিষয়টি সবাইকে অবহিত করতে বলেছেন। এর পাশাপাশি এসব স্থাপনা অপসারণের অগ্রগতির ব্যাপারে আদালতকে অবহিত করতে রাজউক, সিটি করপোরেশন ও মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে ২০১৫ সালে ওই বিষয়ে রিট করা হলে হাইকোর্ট রুল জারি ও অন্তবরর্তীকালীন আদেশ দেন। মানবাধিকার ও পরিবেশ বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা ওই রিটের শুনানি শেষে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।