রাশিয়ায় ১৪ ক্রুর প্রাণহানি

রাশিয়ার নৌবাহিনীর একটি গবেষণা ডুবোজাহাজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে থাকা ১৪ ক্রু নিহত হয়েছেন। গত মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। বিবিসি।

সমুদ্রের তলদেশে গত সোমবার বায়োমেট্রিক মাপজোখ করার সময় ডুবোজাহাজটিতে আগুন লাগে এবং ক্রুরা সবাই বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। ডুবোজাহাজটি মারমেনস্ক অঞ্চলের সেভেরমরস্ক নৌঘাঁটিতে ছিল। যেটির মূল ঘাঁটি নর্দান ফ্লিট। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌবাহিনীর প্রধানের নেতৃত্বে তদন্ত হবে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গবেষণা কাজে নিয়োজিত ডুবোজাহাজগুলোকে ‘সাবমারসিবল’ বলে। যেটি ‘সাবমেরিন’ থেকে আলাদা। সাবমারসিবলের সহায়তায় সেটির সঙ্গে সবসময় একটি জাহাজ থাকে। কিন্তু সাবমেরিন স্বয়ংসম্পূর্ণ।

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ , ২০ আষাঢ় ১৪২৫, ৩০ শাওয়াল ১৪৪০

ডুবোজাহাজে আগুনে

রাশিয়ায় ১৪ ক্রুর প্রাণহানি

সংবাদ ডেস্ক

রাশিয়ার নৌবাহিনীর একটি গবেষণা ডুবোজাহাজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে থাকা ১৪ ক্রু নিহত হয়েছেন। গত মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। বিবিসি।

সমুদ্রের তলদেশে গত সোমবার বায়োমেট্রিক মাপজোখ করার সময় ডুবোজাহাজটিতে আগুন লাগে এবং ক্রুরা সবাই বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। ডুবোজাহাজটি মারমেনস্ক অঞ্চলের সেভেরমরস্ক নৌঘাঁটিতে ছিল। যেটির মূল ঘাঁটি নর্দান ফ্লিট। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌবাহিনীর প্রধানের নেতৃত্বে তদন্ত হবে বলেও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

গবেষণা কাজে নিয়োজিত ডুবোজাহাজগুলোকে ‘সাবমারসিবল’ বলে। যেটি ‘সাবমেরিন’ থেকে আলাদা। সাবমারসিবলের সহায়তায় সেটির সঙ্গে সবসময় একটি জাহাজ থাকে। কিন্তু সাবমেরিন স্বয়ংসম্পূর্ণ।