সিস্টেম লস কমানোর সুপারিশ সংসদীয় কমিটির

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সিস্টেম লস আরও কমানোর সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া গ্রাহক পর্যায়ে ভোগান্তি লাঘবে অনিয়মে জড়িত ঠিকাদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মনিটরিং সেল গঠন করার সুপারিশ করেছে কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে অন্য সদস্য আবু জাহির, এসএম জগলুল হায়দার, নূরুল ইসলাম তালুকদার, আছলাম হোসেন সওদাগর, খালেদা খানম ও বেগম নার্গিস রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের চলমান মেগাপ্রকল্পগুলো সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ , ২০ আষাঢ় ১৪২৫, ৩০ শাওয়াল ১৪৪০

পিডিবি ও আরইবির

সিস্টেম লস কমানোর সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব বার্তা পরিবেশক

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সিস্টেম লস আরও কমানোর সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এছাড়া গ্রাহক পর্যায়ে ভোগান্তি লাঘবে অনিয়মে জড়িত ঠিকাদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মনিটরিং সেল গঠন করার সুপারিশ করেছে কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে অন্য সদস্য আবু জাহির, এসএম জগলুল হায়দার, নূরুল ইসলাম তালুকদার, আছলাম হোসেন সওদাগর, খালেদা খানম ও বেগম নার্গিস রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের চলমান মেগাপ্রকল্পগুলো সরেজমিন পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।