তিন জেএমবি সদস্যের ১০ বছর করে কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জের একটি মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৩ সদস্যের ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, সেলিম ওরফে হারুন মিস্ত্রী (৩৬), শাহাদাত ওরফে নয়ন (৪২), আবদুল মোমিন (৩৪)। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০০৯ সালের ৭ জুলাই দুপুর ১টার দিকে র‌্যাব ও বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর বকরিপাড়া গ্রামে আত্মগোপনে থাকা জেএমবি’র শীর্ষ সন্ত্রাসী সেলিম ওরফে হারুন মিস্ত্রীর নতুন বাড়িতে যৌথভাবে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ তাকে গ্রেফতার করে। পরে, তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর জেএমবি সদস্য শাহাদাৎ ও মোমিনকে আটক করে। এ ঘটনায় নবাবগঞ্জ সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়। পরে, গত ২০১৬ সালের ৩০ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য-প্রমাণাদি শেষে, বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ৩ জনকে উপরোক্ত রায়ে দন্ডিত করেন।

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০১৯ , ২০ আষাঢ় ১৪২৫, ৩০ শাওয়াল ১৪৪০

চাঁপাইনবাবগঞ্জে

তিন জেএমবি সদস্যের ১০ বছর করে কারাদন্ড

জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের একটি মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ৩ সদস্যের ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, সেলিম ওরফে হারুন মিস্ত্রী (৩৬), শাহাদাত ওরফে নয়ন (৪২), আবদুল মোমিন (৩৪)। মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০০৯ সালের ৭ জুলাই দুপুর ১টার দিকে র‌্যাব ও বিজিবি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর বকরিপাড়া গ্রামে আত্মগোপনে থাকা জেএমবি’র শীর্ষ সন্ত্রাসী সেলিম ওরফে হারুন মিস্ত্রীর নতুন বাড়িতে যৌথভাবে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ তাকে গ্রেফতার করে। পরে, তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর জেএমবি সদস্য শাহাদাৎ ও মোমিনকে আটক করে। এ ঘটনায় নবাবগঞ্জ সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়। পরে, গত ২০১৬ সালের ৩০ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কামরুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য-প্রমাণাদি শেষে, বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ৩ জনকে উপরোক্ত রায়ে দন্ডিত করেন।