তিন জেলায় নিহত ৫

পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৫ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জে ৩ জন, নাটোরে ১ জন, নিহত ও চট্টগ্রামে ১ জন প্রাণ হারায়।

প্রতিনিধিদের পাঠানো খবর :

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সড়ক দূর্ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মা, মেয়েসহ ৩ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আলী রেজা জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কাঁচপুর ব্রিজসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম ঢাকা-সিলেট মোড় দিয়ে রাস্তা পার হচ্ছিলেন পথচারীরা। এমন সময় সিলেটগামী রাসেল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-২৩১৯) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে কন্টেইনারবাহী একটি লরিকে ধাক্কা মারে। এ সময় বাসের চাপায় পথচারী সোনারগাঁয়ের পশ্চিম বেহাকৈর এলাকার দুলাল বর্মণের স্ত্রী সংগীতা বর্মণ, মেয়ে বর্ষা বর্মণ (১৪), ও তার নিকটাত্মীয় দেবী বর্মণ (৪৮) ঘটনাস্থলেই মারা যান। তারা নারায়ণগঞ্জ থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শেষে বাড়ি ফিরছিল।

লালপুর (নাটোর) : নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া-লালপুর সড়কে মাইক্রোবাস ও বাইসাইকেল সংঘর্ষে বিমল কুমার শার্মা (৩৫) নামের এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন ও অমৃত (২৫) নামের এক কাঠমিস্ত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ জুন) রাত সাতটার দিকে ওয়ালিয়া-লালপুর সড়কের দিয়াড়পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। জানা গেছে, গোপালপুর থেকে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দিয়াড়পাড়া নামক স্থানে পৌঁছালে (ঢাকা- মেট্রো- চ ৫৩৪৯৩২) সাদা রঙের একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে বাইসাকেলচালক বিমল ঘটনাস্থলেই নিহত হয় এবং অমৃত আহত হয়।

বোয়ালখালী (চট্টগ্রাম) : বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মো. হান্নান মিয়াজী (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। তিনি গতকাল (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল চালানোর সময় উপজেলার আরাকান সড়কের নোয়া রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়রা ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতেই মারা যান বলে জানিয়েছেন ভাতিজা মীর আশরাফুল হক।

শনিবার, ০৬ জুলাই ২০১৯ , ২২ আষাঢ় ১৪২৫, ২ জ্বিলকদ ১৪৪০

সড়ক দুর্ঘটনা

তিন জেলায় নিহত ৫

সংবাদ ডেস্ক

পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ৫ জন নিহত ও ৯ জন আহত হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জে ৩ জন, নাটোরে ১ জন, নিহত ও চট্টগ্রামে ১ জন প্রাণ হারায়।

প্রতিনিধিদের পাঠানো খবর :

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সড়ক দূর্ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মা, মেয়েসহ ৩ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) আলী রেজা জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কাঁচপুর ব্রিজসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম ঢাকা-সিলেট মোড় দিয়ে রাস্তা পার হচ্ছিলেন পথচারীরা। এমন সময় সিলেটগামী রাসেল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-২৩১৯) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে কন্টেইনারবাহী একটি লরিকে ধাক্কা মারে। এ সময় বাসের চাপায় পথচারী সোনারগাঁয়ের পশ্চিম বেহাকৈর এলাকার দুলাল বর্মণের স্ত্রী সংগীতা বর্মণ, মেয়ে বর্ষা বর্মণ (১৪), ও তার নিকটাত্মীয় দেবী বর্মণ (৪৮) ঘটনাস্থলেই মারা যান। তারা নারায়ণগঞ্জ থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শেষে বাড়ি ফিরছিল।

লালপুর (নাটোর) : নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া-লালপুর সড়কে মাইক্রোবাস ও বাইসাইকেল সংঘর্ষে বিমল কুমার শার্মা (৩৫) নামের এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন ও অমৃত (২৫) নামের এক কাঠমিস্ত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ জুন) রাত সাতটার দিকে ওয়ালিয়া-লালপুর সড়কের দিয়াড়পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। জানা গেছে, গোপালপুর থেকে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে দিয়াড়পাড়া নামক স্থানে পৌঁছালে (ঢাকা- মেট্রো- চ ৫৩৪৯৩২) সাদা রঙের একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে বাইসাকেলচালক বিমল ঘটনাস্থলেই নিহত হয় এবং অমৃত আহত হয়।

বোয়ালখালী (চট্টগ্রাম) : বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মো. হান্নান মিয়াজী (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। তিনি গতকাল (৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল চালানোর সময় উপজেলার আরাকান সড়কের নোয়া রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়রা ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাতেই মারা যান বলে জানিয়েছেন ভাতিজা মীর আশরাফুল হক।