পুশকিন

জন্ম : ৬ জুন, ১৭৯৯

মৃত্যু : ১০ ফেব্রুয়ারি, ১৮৩৭

পুশকিন আধুনিক রুশ লেখ্য ভাষার জনক। তিনি রুশ সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি ও প্রথম কথাসাহিত্যিক হিসেবে স্বীকৃত। উচ্চশিক্ষিত পুশকিন মাতৃভাষার পাশাপাশি ফরাসি ও ইংরেজি জানতেন।

অল্পবয়সেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটেছিল। তার ওপর রোমান্টিক ধারার ইংরেজ কবি বায়রনের প্রভাব ছিল। পুশকিনের প্রথম কবিতা প্রকাশিত হয় পনেরো বছর বয়সে। ছন্দে রচিত উপন্যাস ইভগিয়েনি আনিয়েগিন তার সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি। আট বছর ধরে তিনি সে কাব্য লিখেছিলেন।

তিনি বেশকিছু গল্পও লিখেছেন। বাংলায় তার কথাসাহিত্যের কয়েকটির অনুবাদ হয়েছে; সেসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ক্যাপ্টেনের মেয়ে, ইস্কাবনের বিবি, বেলকিনের গল্প।

পুশকিন চাকরি করেছেন সরকারি উচ্চপদে। তিনি ছিলেন বিদ্রোহী স্বভাবের, এ জন্য তাকে অনেক ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হতে হয়েছিল। রাজসভার গোপন চক্রান্তে ভিনদেশি একজনের সঙ্গে তাকে ডুয়েল লড়তে হয়েছিল। ডুয়েলে প্রতিপক্ষের পিস্তলের গুলিতে গুরুতরভাবে আহত হন তিনি। পরে প্রচন্ড রক্তক্ষরণে আহত পুশকিনের মৃত্যু ঘটে।

ইন্টারনেট

আরও খবর

শনিবার, ০৬ জুলাই ২০১৯ , ২২ আষাঢ় ১৪২৫, ২ জ্বিলকদ ১৪৪০

পুশকিন

জন্ম : ৬ জুন, ১৭৯৯

মৃত্যু : ১০ ফেব্রুয়ারি, ১৮৩৭

পুশকিন আধুনিক রুশ লেখ্য ভাষার জনক। তিনি রুশ সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবি ও প্রথম কথাসাহিত্যিক হিসেবে স্বীকৃত। উচ্চশিক্ষিত পুশকিন মাতৃভাষার পাশাপাশি ফরাসি ও ইংরেজি জানতেন।

অল্পবয়সেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটেছিল। তার ওপর রোমান্টিক ধারার ইংরেজ কবি বায়রনের প্রভাব ছিল। পুশকিনের প্রথম কবিতা প্রকাশিত হয় পনেরো বছর বয়সে। ছন্দে রচিত উপন্যাস ইভগিয়েনি আনিয়েগিন তার সর্বশ্রেষ্ঠ সাহিত্যকীর্তি। আট বছর ধরে তিনি সে কাব্য লিখেছিলেন।

তিনি বেশকিছু গল্পও লিখেছেন। বাংলায় তার কথাসাহিত্যের কয়েকটির অনুবাদ হয়েছে; সেসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ক্যাপ্টেনের মেয়ে, ইস্কাবনের বিবি, বেলকিনের গল্প।

পুশকিন চাকরি করেছেন সরকারি উচ্চপদে। তিনি ছিলেন বিদ্রোহী স্বভাবের, এ জন্য তাকে অনেক ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হতে হয়েছিল। রাজসভার গোপন চক্রান্তে ভিনদেশি একজনের সঙ্গে তাকে ডুয়েল লড়তে হয়েছিল। ডুয়েলে প্রতিপক্ষের পিস্তলের গুলিতে গুরুতরভাবে আহত হন তিনি। পরে প্রচন্ড রক্তক্ষরণে আহত পুশকিনের মৃত্যু ঘটে।

ইন্টারনেট