‘গন্তব্য’ নাটকে আবুল হায়াত

সম্প্রতি নতুন একটি নাটকে ভিন্নধর্মী এক চরিত্রে অভিনয় করলেন আবুল হায়াত। জামাল হোসেনের গল্প অবলম্বনে ‘গন্তব্য’ নামের এই নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। এ নাটকে আবুল হায়াতকে অবসারপ্রাপ্ত এক বিচারকের চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। এ নাটক প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম বঙ্কেশর রায়। একটি পারিবারিক গল্পের কাহিনী। কাজটি করে আমার ভালো লেগেছে। এটি সবার ভালো লাগবে আশা করি।’ নির্মাতা ইয়ামিন ইলান বলেন, ‘জামাল হোসেন স্যারের লেখা আমি অনেক পছন্দ করি। একদিন গল্প করতে করতেই তিনি আমাকে এই গল্পটি পড়তে দেন। আমার কাছে মনে হল এই গল্পটার চিত্রায়ন চমৎকার হবে। পুরনো বাংলা নাটক যে কারণে মানুষের মনে দাগ কাটত তার প্রধান কারণ ছিল গল্প। ‘গন্তব্য’ নাটকটি তেমনই একটি গল্প।’ এ নাটকে আবুল হায়াত ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিলি বাশার, ইমতু, তিতান চৌধুরী, রাহুলসহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছে ই-নেটওয়ার্ক। খুব শিগগিরই এনটিভিতে প্রচার হবে নাটকটি।

রবিবার, ০৭ জুলাই ২০১৯ , ২৩ আষাঢ় ১৪২৫, ৩ জ্বিলকদ ১৪৪০

‘গন্তব্য’ নাটকে আবুল হায়াত

বিনোদন প্রতিবেদক

image

সম্প্রতি নতুন একটি নাটকে ভিন্নধর্মী এক চরিত্রে অভিনয় করলেন আবুল হায়াত। জামাল হোসেনের গল্প অবলম্বনে ‘গন্তব্য’ নামের এই নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইয়ামিন ইলান। এ নাটকে আবুল হায়াতকে অবসারপ্রাপ্ত এক বিচারকের চরিত্রে দর্শকরা দেখতে পাবেন। এ নাটক প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম বঙ্কেশর রায়। একটি পারিবারিক গল্পের কাহিনী। কাজটি করে আমার ভালো লেগেছে। এটি সবার ভালো লাগবে আশা করি।’ নির্মাতা ইয়ামিন ইলান বলেন, ‘জামাল হোসেন স্যারের লেখা আমি অনেক পছন্দ করি। একদিন গল্প করতে করতেই তিনি আমাকে এই গল্পটি পড়তে দেন। আমার কাছে মনে হল এই গল্পটার চিত্রায়ন চমৎকার হবে। পুরনো বাংলা নাটক যে কারণে মানুষের মনে দাগ কাটত তার প্রধান কারণ ছিল গল্প। ‘গন্তব্য’ নাটকটি তেমনই একটি গল্প।’ এ নাটকে আবুল হায়াত ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিলি বাশার, ইমতু, তিতান চৌধুরী, রাহুলসহ অনেকে। নাটকটি প্রযোজনা করেছে ই-নেটওয়ার্ক। খুব শিগগিরই এনটিভিতে প্রচার হবে নাটকটি।