ওস্তাদের সুরে লিজা

ওস্তাদ মো. আনোয়ার হোসেনের সুরে গাইলেন সানিয়া সুলতানা লিজা। তার কাছে চতুর্থ শ্রেণীতে পড়াশুনার সময় থেকেই গানে তালিম নিয়ে আসছেন লিজা। ওস্তাদের সুর করা গান বিভিন্ন লাইভ অনুষ্ঠানে গাইলেও লিজার দীর্ঘদিনের ইচ্ছে ছিল তার ওস্তাদের সুরে গান রেকর্ড করে তা প্রকাশ করার। এরই ধারাবাহিকতায় গেল ৫ জুলাই রাজধানীর একটি স্টুডিওতে পাঁচটি গানের রেকর্ড করা হয়। পাঁচটি গানেরই সুর করেছেন লিজার ওস্তাদ মো. আনোয়ার হোসেন। গানগুলো হচ্ছে ‘জাতির পিতা-মহান নেতা’, ‘স্বাধীনতা’,‘ বাংলা ভাষা’, ‘আকাশ ভালো না থাকলে পৃথিবীর ভালো থাকা হয়না’ ও ‘শ্বেত পাথরে গড়া তাজমহল’। স্বাধীনতা গানটি লিখেছেন ফেরদৌস হীরা, আকাশ ভালো না থাকলে গানটি লিখেছেন প্রণব চৌধুরী এবং বাকী গানগুলো লিখেছেন নূরুল ইসলাম মানিক। এরমধ্যে লিজা তার ওস্তাদের সুরে গেয়েছেন ‘স্বাধীনতা’, ‘বাংলা ভাষা’ ও ‘আকাশ ভালো না থাকলে’ গান তিনটি। বাকি দুটি গান গেয়েছেন লিজার ওস্তাদ নিজেই। সব গানেরই সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। আনোয়ার বলেন, ‘লিজা আমার অনেক আদরের একজন ছাত্রী। তাকে আমার সাধনার সবটুকু দিয়েই একজন পূর্ণাঙ্গ সঙ্গীতশিল্পী হিসেবে পড়ে তোলার চেষ্টা করেছি। আমার ইচ্ছে ছিলো আমার নিজের সুর করা গান যেন কোন একদিন প্রকাশ পায়। লিজা সেই উদ্যোগ নিয়ে গান রেকর্ড করেছে। আমি যে কতটা খুশি, কতোটা আনন্দিত তা সত্যিই বলে বুঝাতে পারবোনা।’ লিজা বলেন, ‘ওস্তাদ’জির প্রতি আমি কৃতজ্ঞ। আমরা ছোটবেলায় শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ম্যাডামদের কন্ঠে যে ধরনের দেশের গান শুনতাম, ওস্তাদজির সুর করা এই দেশের গানগুলোতে সেসব গানেরই মায়া-ছায়া খুঁজে পাবেন।’

রবিবার, ০৭ জুলাই ২০১৯ , ২৩ আষাঢ় ১৪২৫, ৩ জ্বিলকদ ১৪৪০

ওস্তাদের সুরে লিজা

বিনোদন প্রতিবেদক

image

ওস্তাদ মো. আনোয়ার হোসেনের সুরে গাইলেন সানিয়া সুলতানা লিজা। তার কাছে চতুর্থ শ্রেণীতে পড়াশুনার সময় থেকেই গানে তালিম নিয়ে আসছেন লিজা। ওস্তাদের সুর করা গান বিভিন্ন লাইভ অনুষ্ঠানে গাইলেও লিজার দীর্ঘদিনের ইচ্ছে ছিল তার ওস্তাদের সুরে গান রেকর্ড করে তা প্রকাশ করার। এরই ধারাবাহিকতায় গেল ৫ জুলাই রাজধানীর একটি স্টুডিওতে পাঁচটি গানের রেকর্ড করা হয়। পাঁচটি গানেরই সুর করেছেন লিজার ওস্তাদ মো. আনোয়ার হোসেন। গানগুলো হচ্ছে ‘জাতির পিতা-মহান নেতা’, ‘স্বাধীনতা’,‘ বাংলা ভাষা’, ‘আকাশ ভালো না থাকলে পৃথিবীর ভালো থাকা হয়না’ ও ‘শ্বেত পাথরে গড়া তাজমহল’। স্বাধীনতা গানটি লিখেছেন ফেরদৌস হীরা, আকাশ ভালো না থাকলে গানটি লিখেছেন প্রণব চৌধুরী এবং বাকী গানগুলো লিখেছেন নূরুল ইসলাম মানিক। এরমধ্যে লিজা তার ওস্তাদের সুরে গেয়েছেন ‘স্বাধীনতা’, ‘বাংলা ভাষা’ ও ‘আকাশ ভালো না থাকলে’ গান তিনটি। বাকি দুটি গান গেয়েছেন লিজার ওস্তাদ নিজেই। সব গানেরই সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। আনোয়ার বলেন, ‘লিজা আমার অনেক আদরের একজন ছাত্রী। তাকে আমার সাধনার সবটুকু দিয়েই একজন পূর্ণাঙ্গ সঙ্গীতশিল্পী হিসেবে পড়ে তোলার চেষ্টা করেছি। আমার ইচ্ছে ছিলো আমার নিজের সুর করা গান যেন কোন একদিন প্রকাশ পায়। লিজা সেই উদ্যোগ নিয়ে গান রেকর্ড করেছে। আমি যে কতটা খুশি, কতোটা আনন্দিত তা সত্যিই বলে বুঝাতে পারবোনা।’ লিজা বলেন, ‘ওস্তাদ’জির প্রতি আমি কৃতজ্ঞ। আমরা ছোটবেলায় শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ম্যাডামদের কন্ঠে যে ধরনের দেশের গান শুনতাম, ওস্তাদজির সুর করা এই দেশের গানগুলোতে সেসব গানেরই মায়া-ছায়া খুঁজে পাবেন।’