রিফাত হত্যা

আরও ২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১ মাসের মধ্যেই চার্জশিট

রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে মো. সাগর ও নাজমুল হাসান নামে আরও ২ আসামি। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হলে দায় স্বীকার করে জবানবন্দি দেয় আসামিরা। সেইসঙ্গে কামরুল হাসান সাইমুনকে আরও ৫ দিনের রিমান্ডে নিয়ে পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এর আগেও সাইমুনকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। নতুন করে হত্যার দায় স্বীকার করা মো. সাগর গত ২৬ জুন পুলিশ কনস্টেবল হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিল। ০০৭ গ্রুপে হত্যার পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গত ৩০ জুন সাগরকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১ মাসের মধ্যেই রিফাত হত্যার চার্জশিট দেবেন বলে বরগুনার এসপি মো. মারুফ হোসেন জানান। এর আগে গত ১ জুলাই মামলার এজাহারভুক্ত আসামি অলি ও তানভীর এবং বৃহস্পতিবার রাতে মামলার ৪ নম্বর আসামি চন্দন ও ৯ নম্বর আসামি মো. হাসান হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ নিয়ে ৬ জন আসামি রিফাত হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বরগুনায় রিফাত হত্যা মামলায় বৃহস্পতিবার পর্যন্ত ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান আসামি নয়ন বন্ড মঙ্গলবার ভোররাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে ৭ দিন এবং ১২ নম্বর আসামি টিকটক হৃদয় ও রাফিউল ইসলাম রাব্বীকে ৫ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। বরগুনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গতকাল সকালে পুলিশ সুপারের কার্যালয়ে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন রিফাত হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, সব আসামি ধরে শীঘ্রই চার্জশিট দেয়ার প্রস্তুতি চলছে। আগামী ১ মাসের মধ্যেই চার্জশিট দেয়া হবে।

রবিবার, ০৭ জুলাই ২০১৯ , ২৩ আষাঢ় ১৪২৫, ৩ জ্বিলকদ ১৪৪০

রিফাত হত্যা

আরও ২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১ মাসের মধ্যেই চার্জশিট

প্রতিনিধি, বরগুনা

image

রিফাত শরীফ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে মো. সাগর ও নাজমুল হাসান নামে আরও ২ আসামি। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হলে দায় স্বীকার করে জবানবন্দি দেয় আসামিরা। সেইসঙ্গে কামরুল হাসান সাইমুনকে আরও ৫ দিনের রিমান্ডে নিয়ে পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এর আগেও সাইমুনকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছিল। নতুন করে হত্যার দায় স্বীকার করা মো. সাগর গত ২৬ জুন পুলিশ কনস্টেবল হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিল। ০০৭ গ্রুপে হত্যার পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় গত ৩০ জুন সাগরকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১ মাসের মধ্যেই রিফাত হত্যার চার্জশিট দেবেন বলে বরগুনার এসপি মো. মারুফ হোসেন জানান। এর আগে গত ১ জুলাই মামলার এজাহারভুক্ত আসামি অলি ও তানভীর এবং বৃহস্পতিবার রাতে মামলার ৪ নম্বর আসামি চন্দন ও ৯ নম্বর আসামি মো. হাসান হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ নিয়ে ৬ জন আসামি রিফাত হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বরগুনায় রিফাত হত্যা মামলায় বৃহস্পতিবার পর্যন্ত ১০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধান আসামি নয়ন বন্ড মঙ্গলবার ভোররাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীকে ৭ দিন এবং ১২ নম্বর আসামি টিকটক হৃদয় ও রাফিউল ইসলাম রাব্বীকে ৫ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। বরগুনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গতকাল সকালে পুলিশ সুপারের কার্যালয়ে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন রিফাত হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, সব আসামি ধরে শীঘ্রই চার্জশিট দেয়ার প্রস্তুতি চলছে। আগামী ১ মাসের মধ্যেই চার্জশিট দেয়া হবে।